সংযুক্ত আরব আমির শাহিতে খেলা আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে যেন ছক্কা-চারের বৃষ্টি হচ্ছে। এই পর্বে, রবিবার এমআই এমিরেটস বনাম ডেজার্ট ভাইপার্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচেও বাউন্ডারি বৃষ্টি দেখা গেল। এমআই এমিরেটসের মহম্মদ ওয়াসিম, কায়রন পোলার্ড ও আন্দ্রে ফ্লেচার এই ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেন। এর ফলে তাদের দল ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৪১ রান তোলে। তবে এই স্কোরের চেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি ছক্কার। যেখানে বল নিয়ে পালালেন এক ভক্ত। এর ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আসলে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে এমআই এমিরেটসের খেলোয়াড় ড্যান মৌসলি একটি লম্বা ছক্কা মারেন, তাতে বল পড়ে যায় স্টেডিয়ামের বাইরের রাস্তায়। এর পর এক ভক্ত বলের দিকে দৌড়ে গিয়ে পড়ে যাওয়া বল নিয়ে পালিয়ে যান। এমিরেটসের ইনিংসের ১৮তম ওভারে এই ঘটনাটি ঘটে ছিল। তখন বোলিং করছিলেন মাথিশা পাথিরানা। শারজাহ স্টেডিয়াম বিশ্বের অন্যতম ছোট স্টেডিয়াম। এমন অবস্থায় সেই বলটি স্মৃতি হিসেবে নিজের কাছেই রেখেছিলেন ভক্ত।
শুধু তাই নয়, ইনিংসের ১৯তম ওভারে পোলার্ড ১০৪ মিটার লম্বা ছক্কাও মারেন। বলটি আবারও রাস্তায় পড়ে গিয়েছিল তবে এবার আরেক ভক্ত সেটি তুলে স্টেডিয়ামের ভিতরে ছুঁড়ে দিয়েছিলেন। এর পর ILT20 টুইট করে ভিডিয়োটি পোস্ট করে। এর ক্যাপশনে, তারা লিখেছেন – যখন ছক্কার বৃষ্টি হয়, তখন দুই ধরনের ক্রিকেট ভক্ত থাকে – একটি যারা বল নিয়ে পালিয়ে যায় এবং অন্যটি যারা বল ফিরিয়ে দেয়।
এমআই এমিরেটসের ২৪১ রানের জবাবে ডেজার্ট ভাইপারস ১২.১ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায়। এমআই এমিরেটস ১৫৭ রানে ম্যাচটি জিতেছিল। ৪৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেন ওয়াসিম। একই সঙ্গে ৩৯ বলে ৫০ রান করেন ফ্লেচার। একই সঙ্গে ১৯ বলে অপরাজিত হাফ সেঞ্চুরি করেন পোলার্ড। নিজের ইনিংসে পোলার্ড মারেন চারটি ছক্কা ও চারটি চার। মৌসলির সঙ্গে তিনি ৫.২ ওভারে ৮৯ রানের জুটি গড়েন। ১৭ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১ রান করেন মৌসলি। ১৫৭ রানের জয় এই টুর্নামেন্টে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় ছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।