বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 3rd T20: ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে কেন একাই স্টেডিয়ামে চলে এসেছিলেন? খোলসা করলেন কোহলি

IND vs AUS 3rd T20: ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে কেন একাই স্টেডিয়ামে চলে এসেছিলেন? খোলসা করলেন কোহলি

বিরাট কোহলি।

হায়দরাবাদের পিচে অস্ট্রেলিয়ার ১৮৬ রানটা মোটেও খারাপ স্কোর ছিল না। তার উপরে দুই ওপেনার দ্রুত ফিরে যায়। ৩০ রানে ২ উইকেট হারানোর পরে প্রত্যাঘাতটা করেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দু’জনের জুটিতে উঠল ১০৪ রান। কোহলি করল ৪৮ বলে ৬৩। সূর্যকুমারের সংগ্রহ ৩৬ বলে ৬৯।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফের নিজের ছন্দে ফিরেছেন কিং কোহলি। যা ভারতীয় শিবিরে স্বস্তির বিষয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে দায়িত্ব নিয়ে ভারতের পায়ের তলার জমি শক্ত করলেন বিরাট। তাঁর সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদবও।

হায়দরাবাদের পিচে অস্ট্রেলিয়ার ১৮৬ রানটা মোটেও খারাপ স্কোর ছিল না। তার উপরে দুই ওপেনার দ্রুত ফিরে যায়। ৩০ রানে ২ উইকেট হারানোর পরে প্রত্যাঘাতটা করেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: তৃতীয় T20-তে দ্রাবিড়ের বড় রেকর্ড ভাঙলেন কোহলি, সামনে এখন শুধু সচিন

কোহলি যথেষ্ট আগ্রাসী আর ইতিবাচক ভঙ্গিতে ইনিংস শুরু করেছিল। কিন্তু সূর্যকে মারতে দেখে নিজেকে একটু গুটিয়ে নিল। এক রান নিয়ে সূর্যকে স্ট্রাইক দিচ্ছিল। সোজা কথায়, ভারতের তরুণ ব্যাটসম্যানকে খেলাচ্ছিল কোহলি। দু’জনের জুটিতে উঠল ১০৪ রান। কোহলি করল ৪৮ বলে ৬৩। সূর্যকুমারের সংগ্রহ ৩৬ বলে ৬৯।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান পাননি কোহলি। অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু এ দিন তিনি রানে ফিরতে একেবারে মরিয়া ছিলেন। তার জন্য হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টি শুরুর দেড় ঘণ্টা আগেই মাঠে চলে এসেছিলেন তিনি। গোটা দল আসার আগেই। তার মধ্যে নেটে অনুশীলন করে কাটিয়েছেন আধ ঘণ্টা।

আরও পড়ুন: ১ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০তে সর্বাধিক ছয় হজমের লজ্জার নজির হার্ষালের

ম্যাচের পরে বিসিসিআই তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছে, যাতে বিরাট কোহলিকে বলতে শোনা গিয়েছে, ‘বিশ্রাম নিয়ে ফিরে আসার পর ব্যাটিংয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। এশিয়া কাপেও ভালো খেলেছি। আজ দেড় ঘণ্টা আগে মাঠে চলে এসেছি। ৩০ মিনিট ধরে নেটে অনুশীলন করেছি। যে ভাবে খেলার পরিকল্পনা করছি, সেটা নিয়ে খুশি। ফিটনেস নিয়েও পরিশ্রম করছি। অনুশীলন বা জিমে যাওয়ার ব্যাপারে আগের মতোই আগ্রহ রয়েছে। আগের ম্যাচে ভালো খেলতে না পারার ব্যাপারটা মাথায় ছিল। আজ দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। বড় রান না পেলে আর হা-হুতাশ করি না। পরের ম্যাচ নিয়েই ভাবতে শুরু করি। এ ভাবেই খেলে যেতে চাই।’

জাম্পাকে সামলাতেই আরও যাতে কোনও ভুল না হয়, তার জন্য শেষ মুহূর্তে নিজেকে ঝালিয়ে নিতেই কোহলির মাঠে আগমন। ম্যাচের পর কিং কোহলি বলেওছেন, ‘তিনে ব্যাটিং করে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। শুরুটা ভালো হওয়ার পরেই জাম্পাকে আক্রমণ করা শুরু করি। আজ জাম্পাকে মারব ঠিকই করে রেখেছিলাম। ও ভালো বোলার। অভিজ্ঞতা থেকে বুঝেছি, ও সব সময় চেষ্টা করে আমার রানের গতি কমিয়ে রাখতে স্টাম্প লক্ষ্য করে বল করার। তাই জন্যে আগে থেকে লেগ স্টাম্পে স্টান্স নিয়েছিলাম। আগের ম্যাচের পর একটু হতাশ হয়ে পড়েছিলাম। তাই আজ মাঝের ওভারগুলোতে মারতে চেয়েছি, যাতে শেষের দিকে দল চাপে না পড়ে। ম্যাচটা এত দূর গড়ানো উচিত হয়নি। শেষ ওভারে ১১-র বদলে আমাদের চার-পাঁচ হয়তো তাড়া করা উচিত ছিল। চেয়েছিলাম অন্তত প্রতি ওভারে একটি চার মারতে।’

তিনি আরও যোগ করেন, ‘রোহিত এবং রাহুল ডাগ আউট থেকে আমাকে বলছিল ধরে খেলতে। আমাদের তখন দরকার ছিল লম্বা জুটি গড়া। তাই আমি ধরে খেলার দিকে মন দিলাম। সূর্য আউট হওয়ার পর দুটো বল দেখে নিয়ে আবার আক্রমণাত্মক ভঙ্গিতে ফিরে আসি।’ সূর্যের উচ্ছ্বসিত প্রশংসা করে কোহলি আরও বলেছেন, ‘ওকে নিয়ে আর নতুন করে কী বলব! যে কোনও পিচ, যে কোনও পরিস্থিতিতে ও ভাল খেলতে পারে। সেটা ও আগেই দেখিয়েছে। ইংল্যান্ডে গিয়ে শতরান করেছে। এশিয়া কাপে ভালো খেলেছে। অসাধারণ ব্যাটার। ওর হাতে শটের বৈচিত্র্য রয়েছে। তবে সেটা সঠিক সময়ে খেলা খুব গুরুত্বপূর্ণ। কোনও শট খেলতেই ভয় পায় না সূর্য।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অসম ও বাংলাদেশের ওপর পৃথক ২টি ঘূর্ণাবর্ত, গ্রীষ্মের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন

Latest IPL News

‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.