শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে দিল্লিতে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই প্রথম দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। ঘটনাবহুল প্রথম দিনে অল আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া দল। যদিও দিল্লি টেস্টে তাদের অবস্থা নাগপুরের তুলনায় কিছুটা হলেও ভালো। প্রথম ইনিংসে ২৬৩ রান করে অল আউট হয়েছে অজিরা। জবাবে দিন শেষে ভারতের স্কোর ২১/০। প্রথম দিনের শেষে ক্রিজে নট আউট রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুল। রোহিতকে দিনের একেবারে শেষে ক্যাচ আউট দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে ডিআরএস নেন তিনি। দৃশ্যতই আম্পায়ারের এই সিদ্ধান্তে অখুশি দেখায় তাঁকে। নিজের উষ্মাও তিনি ডিআরএস নেওয়ার মধ্যে দিয়ে কার্যত উগরে দেন।
আরও পড়ুন: Video- এ কী কাণ্ড! সজোরে শামির কান মুলে দিলেন অশ্বিন, ভারতীয় পেসারের দোষটা কী!
ব্রডকাস্টারদের ক্যামেরাতে ধরা পড়েছে রোহিতের হতাশা। আম্পায়ার আঙুল তোলার সঙ্গে সঙ্গে রেগে যেতে দেখা যায় রোহিতকে। রিভিউ চেয়ে আম্পায়ারকে 'টি সিগন্যাল' দেখান তিনি। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এটা করেন তিনি। রোহিতকে দেখে মনে হয় যেন আম্পায়ারের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। রোহিত দিনের শেষে অপরাজিত রয়েছেন ১৩ রানে। একেবারে শেষ ওভারে রোহিতকে ক্যাচ আউট দেন আম্পায়ার। ফরোয়ার্ড শর্ট লেগে রোহিতের ক্যাচ নেন অজিরা। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি রোহিত রিভিউ নিলে দেখা যায় তিনিই ঠিক। বল তাঁর ব্যাট বা গ্লাভসকে স্পর্শ করেনি।
রোহিত এবং কেএল রাহুল এ দিন ভারতের হয়ে বেশ ভালো শুরু করেছেন। তাঁরা কয়েকটি চারও হাঁকিয়েছেন। পাশাপাশি নাথান লিয়ন এবং ম্যাথিউ কুনম্যানকেও ভালো সামলেছেন তাঁরা। এ দিন বল বেশ ভালো স্পিন করিয়েছেন কুনম্যান। এই ম্যাথিউ কুনম্যানের বলেই রোহিত খোঁচা দিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ আউট হয়েছেন বলে মনে করেছিলেন অজিরা। আম্পায়ার মাইকেল গফ সেটাই ভেবেছিলেন। ফলে আউট দিতে দ্বিধাবোধ করেননি তিনি। রোহিত সময় নষ্ট না করেই রিভিউ নেন। রিভিউতে দেখা যায়, বল রোহিতের প্যাডে লেগে গিয়েছে শর্ট ফাইন লেগের ফিল্ডারের হাতে।
আরও পড়ুন: IND vs AUS, 2nd Test Day 1: সামান্য উন্নতি অজিদের, তবু দিনের শেষে চালকের আসনে ভারতই
শুক্রবার দিল্লিতে অজিরা প্রথমে ব্যাট করে ২৬৩ রানে অলআউট হয়ে যায়। খোয়াজা ৮১ রান করেছেন । পাশাপাশি পিটার হ্যান্ডসকম্ব করেছেন ৭২ রান। এ ছাড়া অধিনায়ক প্যাট কামিন্স করেছেন গুরুত্বপূর্ণ ৩৩ রান। ভারতের হয়ে মহম্মদ শামি ৬০ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। এ ছাড়াও রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।