এ কী কাণ্ড। কথাবার্তা নেই, দুম করে মহম্মদ শামির কান মুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন! এমনটাও হয় নাকি! একি স্কুল ছাত্র নাকি শামি, যে হেডমাস্টারের মতো এসে হঠাৎ কান মুলে দিলেন অশ্বিন! ব্যাপার খানা কী?
ব্যাপারটা আসলে কোনও সিরিয়াস কিছু নয়। অত্যন্ত মজার বিষয়। অস্ট্রেলিয়ার ইনিংসের ৭৫তম ওভারে এটি ঘটেছিল, যখন শামি নাথান লিয়নকে বোল্ড করেছিলেন। শামির বলে ২৬ বলে মাত্র ১০ করে আউট হন লিয়ন। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ৯ নম্বর উইকেট হারিয়েছিল।
লিয়নের আউটের পর সেলিব্রেশনে মাতেন ভারতীয় প্লেয়াররা। সকলেই শামির দুর্দান্ত ডেলিভারির পর শুভেচ্ছা জানাচ্ছিলেন। সেই সময়ে পিছন থেকে এসে শামির দু'কান সজোরে মুলে দেন অশ্বিন। শামি কিছুটা চমকে ওঠেন। পরে দেখান তাঁর হেডস্যার হয়ে কান মুলছেন অশ্বিন। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল। হেসে গড়াচ্ছেন নেটিজেনরা।
এ দিকে জায়ান্ট স্ক্রিনে যখন এই ঘটনাটির রিপ্লে দেখানো হচ্ছিল, তখন ভারতের কিংবদন্তি প্লেয়ার এবং বর্তমানে ধারাভাষ্যকর সুনীল গাভাসকর মজা করে বলেন,‘আমার মনে হয় আপনি যদি অশ্বিনকে একটু পরে জিজ্ঞেস করেন ঘটনাটির বিষয়ে, তবে উত্তর দেবেন, তিনি অন্য ধরনের ডেলিভারির অনুশীলন করছিলেন।’
আরও পড়ুন: IND vs AUS, 2nd Test Day 1: সামান্য উন্নতি অজিদের, তবু দিনের শেষে চালকের আসনে ভারতই
যাইহোক এই ঘটনার চার ওভার পরেই শামি ফের বোল্ড করেন ম্যাথিউ কুনম্যানকে। সেই সঙ্গে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শামি এ দিন দুরন্ত বল করেছেন। ১৪.৪ ওভার বল করে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়াও ৩টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।
নাগপুরের পর দিল্লিতেও বোলাররা নিজেদের দাপট ধরে রাখলেন। সেই সঙ্গে শুক্রবার দিল্লি টেস্টের প্রথম দিন অন্তত চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্য ভারতের বোলাররা।
আরও পড়ুন: রাগে গজরাচ্ছেন রোহিত, কোহলি-জাদেজার চোখ ছানাবড়া, খোয়াজার আউট নিয়েই যত কাণ্ড- ভিডিয়ো
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই কিছুটা নড়বড় করছিল অজিরা। তবে উসমান খোয়াজার ৮১ অস্ট্রেলিয়াকে অক্সিজেন দেয়। আর শেষ পাতে পিটার হ্যান্ডসকম্বের অপরাজিত দুুরন্ত ৭২ রান বড় পুঁজি হয় অজিদের। এর বাইরে প্যাট কামিন্সের ৩৩ কিছুটা সম্বল হয়। অস্ট্রেলিয়ার বাকি ব্যাটারদের দশা তথৈবচ। কেউই ২০ রানের গণ্ডি টপকাতেে পারেননি। শূন্যতে সাজঘরে ফিরেছেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি এবং টড মার্ফি। ভারতীয় বোলারদের দাপটে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে দিনের শেষে ২১ করেছে। তারা মাত্র ৯ ওভার খেলার সুযোগ পেয়েছিল। আপাতত ৩৪ বলে ১৩ করে ক্রিজে রয়েছেন রোহিত। রাহুলের সংগ্রহ ২০ বলে অপরাজিত ৪ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।