যে স্পিনিং পিচে নাকানি-চোবানি খেয়েছেন ভারতীয় ব্যাটাররা, সেই পিচে ৬০ রান করেছেন উসমান খোয়াজা। তা নিয়ে দিনের শেষে ভারতীয় ব্যাটারদের চরম কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার ওপেনার। ইন্দোরে প্রথম দিনের খেলার পর তিনি দাবি করেন, এরকম 'স্পিন সহায়ক' পিচে ব্যাটিং করা কোনও রকেট সায়েন্স নয়। উইকেট সহজ না হলেও নিজের পরিকল্পনা অনুযায়ী খেলে সাফল্য মিলেছে।
বুধবার ইন্দোরে তৃতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৯ রানে অল-আউট হয়ে যায় ভারত। তারপর ব্যাটিং করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়িয়েছে চার উইকেটে ১৫৬ রান। অজিদের মধ্যে সবথেকে ভালো ব্যাটিং করেন খোয়াজা। ১৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন। তিনি যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ অস্ট্রেলিয়াকে জমাট মনে হচ্ছিল। যে পিচে ভারতীয় ব্যাটাররা কার্যত দাঁড়াতে পারেননি, সেই পিচে কার্যত তেমন কোনও সমস্যায় পড়েননি খোয়াজা।
সেই বিষয়টি নিয়ে প্রথমদিনের শেষে সরকারি সম্প্রচারকারী সংস্থায় অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার খোয়াজা বলেন, ‘নিজের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। যখনই সুযোগ পেয়েছি, তখনই রান করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কোনও রকেট সায়েন্স নয়। এটা সহজ উইকেট নয়। স্পিন সহায়ক উইকেট। আমার সবসময় এই পিচটা কঠিন মনে হয়েছে। এই পিচ যে ভালো হবে, সেরকম কোনও আশা করছি না।’
আরও পড়ুন: Ind vs Aus-বল ঘুরল ৪.৮ ডিগ্রি, নাকানিচোবানি খেল ভারত, তবুও তেলেবেগুনে জ্বলে উঠলেন হেডেন
তারইমধ্যে ইন্দোরের পিচে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে সামলানোর জন্য একাধিকবার সুইপ শট মারেন খোয়াজা। যে শট খেলে দিল্লি টেস্টে (বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট) দ্বিতীয় ইনিংসে ডুবেছিল অস্ট্রেলিয়া। ধসে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। তবে বুধবার সেরকম কিছু হয়নি। সুইপ শটের সদ্ব্যবহার করেছেন খোয়াজা। বিশেষত অশ্বিন এবং জাদেজা যেহেতু ইন্দোরে নিজেদের লেংথ খুঁজে পাননি, তাই খোয়াজার কাজটা আরও কিছুটা সহজ হয়ে যায়।
খোয়াজা বলেন, ‘যখন প্রয়োজন ছিল, তখন আমি মাঝেমধ্যে সুইপ শট খেলেছি। গত সপ্তাহেও একই কাজ করেছিলাম। এটা আপনার ভাণ্ডারে থাকা একটি অস্ত্র।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘২২ গজে কাজটা যথেষ্ট কঠিন। বোলাররা চায় যে কী বল আসবে, তা নিয়ে ধন্দে থাকুক ব্যাটাররা। আমি কীভাবে খেলব, সেটা যাতে ওরা (ভারতীয় বোলাররা) বুঝতে না পারে, সেই চেষ্টা করছিলাম। এটা কিছুটা ইঁদুর এবং বিড়ালের লড়াই।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)