রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়েই শেষ পর্যন্ত খেলতে নামছে টিম ইন্ডিয়া। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিন দুরন্ত ছন্দে ছিলেন। এই মুহূর্তেও সেরা ছন্দে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। তবু তাঁকে বাদ দিয়ে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়েছে। বাকি চার সিমার খেলাচ্ছে ভারত।
অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে অবশ্য টসের সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় রোহিতকে। তাঁর মতো সেরা অস্ত্রকে কেন খেলানো হচ্ছে না? প্রসঙ্গত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। এবং জানান, ভারত চার জন পেসার নিয়ে খেলবেন। আর একমাত্র স্পিনার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: 2023 WTC Final-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, গত বারের পরিণতি চান না কোহলি-রোহিতরা
এর পরেই অবশ্য অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে আক্ষেপ করেন রোহিত। বলেন, ‘অশ্বিনকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল। ও আমাদের জন্য ম্যাচ উইনার হয়েছে। ওকে বাদ দেওয়াটা খুব ভালো কোনো বিষয় নয়। তবে যা কন্ডিশনে, সেটার কথা মাথায় রেখে দলের জন্য যেটা ভালো হয়, সেটাই করতে হয়েছে।’
এই মুহূর্তে ধারাভাষ্যকর এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে ওভালে রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এর ব্যাখ্যা করে বলেন, ‘রোহিত ঠিক করেই নেমেছিল, যদি টস জেতে তবে প্রথমে ফিল্ডিং নেবে। সে কারণেই অশ্বিনকে একাদশে রাখা হয়নি। যদি ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত, তবে ওরা অশ্বিনকে দলে রাখত। এই পিচে জাদেজাও তিন-চার দিনের আগে খুব বেশি সুবিধে পাবে না।’
আরও পড়ুন: ওভালে অজিদের বেহাল রেকর্ড, সবুজ পিচে সেটাই স্বস্তি দেবে রোহিতদের
ভারতের একাদশে খুব বেশি চমক নেই। ইশান কিষাণের বদলে উইকেটকিপার হিসেবে যে কেএস ভরত খেলবেন, এটা মোটামুটি ঠিক ছিল। সেটাই হয়েছে। ব্যাটিং লাইনআপে কোনও পরিবর্তন নেই। বোলিংয়েই অশ্বিনের না থাকাটাই বড় ধামাকা। তবে উইকেটে ঘাস ছাঁটা হলেও, যে পরিমাণ ঘাস রয়ে গিয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছিল, অশ্বিনের কপাল পুড়তে চলেছে। ঘটেওছে তাই।
পুরো পিচে ৫-৬ মিমি ঘাস রয়ে গিয়েছে। পেসাররা এই পিচে সুবিধে পাবেন বলেই, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরকে খেলানো হচ্ছে। আর ব্যাটিংয়ের কথা মাথায় রেখেই অলরাউন্ডার স্পিনার জাদেজাকে একাদশে রাখা হয়েছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়াও তাদের একমাত্র স্পিনার নাথান লিয়নকে খেলাচ্ছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেষ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।