বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: বিশ্বের সেরা বোলার অশ্বিনকে বাদ দেওয়া কতটা শক্ত ছিল, টসে বাউন্সার রোহিতকে

IND vs AUS, WTC Final 2023: বিশ্বের সেরা বোলার অশ্বিনকে বাদ দেওয়া কতটা শক্ত ছিল, টসে বাউন্সার রোহিতকে

টস জিতে ফিল্ডিং নিয়েছে রোহিত শর্মা।

অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে অবশ্য টসের সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় রোহিতকে। তাঁর মতো সেরা অস্ত্রকে কেন খেলানো হচ্ছে না? বাউন্সার ধেয়ে আসে রোহিতের দিকে। ভারত অধিনায়ক অবশ্য অশ্বিনকে না খেলানোর যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করেছেন।

রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়েই শেষ পর্যন্ত খেলতে নামছে টিম ইন্ডিয়া। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিন দুরন্ত ছন্দে ছিলেন। এই মুহূর্তেও সেরা ছন্দে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। তবু তাঁকে বাদ দিয়ে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়েছে। বাকি চার সিমার খেলাচ্ছে ভারত।

অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে অবশ্য টসের সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় রোহিতকে। তাঁর মতো সেরা অস্ত্রকে কেন খেলানো হচ্ছে না? প্রসঙ্গত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। এবং জানান, ভারত চার জন পেসার নিয়ে খেলবেন। আর একমাত্র স্পিনার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন: 2023 WTC Final-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, গত বারের পরিণতি চান না কোহলি-রোহিতরা

এর পরেই অবশ্য অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে আক্ষেপ করেন রোহিত। বলেন, ‘অশ্বিনকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল। ও আমাদের জন্য ম্যাচ উইনার হয়েছে। ওকে বাদ দেওয়াটা খুব ভালো কোনো বিষয় নয়। তবে যা কন্ডিশনে, সেটার কথা মাথায় রেখে দলের জন্য যেটা ভালো হয়, সেটাই করতে হয়েছে।’

এই মুহূর্তে ধারাভাষ্যকর এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে ওভালে রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এর ব্যাখ্যা করে বলেন, ‘রোহিত ঠিক করেই নেমেছিল, যদি টস জেতে তবে প্রথমে ফিল্ডিং নেবে। সে কারণেই অশ্বিনকে একাদশে রাখা হয়নি। যদি ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত, তবে ওরা অশ্বিনকে দলে রাখত। এই পিচে জাদেজাও তিন-চার দিনের আগে খুব বেশি সুবিধে পাবে না।’

আরও পড়ুন: ওভালে অজিদের বেহাল রেকর্ড, সবুজ পিচে সেটাই স্বস্তি দেবে রোহিতদের

ভারতের একাদশে খুব বেশি চমক নেই। ইশান কিষাণের বদলে উইকেটকিপার হিসেবে যে কেএস ভরত খেলবেন, এটা মোটামুটি ঠিক ছিল। সেটাই হয়েছে। ব্যাটিং লাইনআপে কোনও পরিবর্তন নেই। বোলিংয়েই অশ্বিনের না থাকাটাই বড় ধামাকা। তবে উইকেটে ঘাস ছাঁটা হলেও, যে পরিমাণ ঘাস রয়ে গিয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছিল, অশ্বিনের কপাল পুড়তে চলেছে। ঘটেওছে তাই।

পুরো পিচে ৫-৬ মিমি ঘাস রয়ে গিয়েছে। পেসাররা এই পিচে সুবিধে পাবেন বলেই, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরকে খেলানো হচ্ছে। আর ব্যাটিংয়ের কথা মাথায় রেখেই অলরাউন্ডার স্পিনার জাদেজাকে একাদশে রাখা হয়েছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়াও তাদের একমাত্র স্পিনার নাথান লিয়নকে খেলাচ্ছে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেষ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গরম একটু কমবে, বজ্রবিদ্যুৎ বৃষ্টি-সহ ৬০ কিমিতে ঝড় ২ দিন পরেই, কোন কোন জেলায়? ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের 'অনেক পুরুষ জড়িত!' আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন, ৫৪ প্রশ্ন নির্যাতিতার বাবার RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী হাসপাতাল থেকে ফিরেই পুরীর জগন্নাথ মন্দিরে ভাগ্যশ্রী ব্যারাকপুর- বারাসাত সহ পর পর মেট্রো প্রকল্পে জমি-জট ঘিরে সংসদে মুখ খুললেন বৈষ্ণো গেরুয়া তোড়া, পাশাপাশি চেয়ার, মুখে প্রশংসা, দিল্লিতে সুকান্তর বাড়িতে শুভেন্দু IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? অগস্টে আসছে ১ম সন্তান, তবু ৫ সদস্যের পরিবার হওয়ার কথা কেন বললেন দীপঙ্কর-অহনা?

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির IPL 2025: BCCI-এর বড় সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.