HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND-A vs BAN-A: দাপুটে শতরান করে লড়াই জারি ঈশ্বরনের, বড় লিডের পথে ভারতীয়-এ দল

IND-A vs BAN-A: দাপুটে শতরান করে লড়াই জারি ঈশ্বরনের, বড় লিডের পথে ভারতীয়-এ দল

India A vs Bangladesh A 2nd unofficial Test Day 2 Live Score: মুকেশ কুমারের ৬ উইকেটের সুবাদে বাংলাদেশ-এ দলকে প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট করে দেয় ভারতীয়-এ দল। পরে অভিমন্যু ঈশ্বরনের শতরানের দৌলতে প্রথম ইনিংসের নিরিখে বাংলাদেশকে পিছনে ফেলে দেয় ভারত।

দাপুটে সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরনের। ছবি- বিসিসিআই।

চার দিনের প্রথম বেসরকারি টেস্টে মাত্র ১ উইকেটের জন্য জয় তুলে নেওয়া হয়নি ভারতীয়-এ দলের। বাংলাদেশ-এ দল কোনও রকমে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে। এবার সিলেটে দ্বিতীয় বেসরকারি টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশের-এ দল। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন উমেশ যাদব, চেতেশ্বর পূজারার মতো প্রথমসারির তারকারা, যাঁরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন। সেদিক থেকে পূজারাদের কাছে এটা টেস্ট সিরিজের স্টেজ রিহার্সাল হিসেবেই বিবেচিত হচ্ছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিয়ে পালটা ব্যাট করছেন অভিমন্যু ঈশ্বরনরা। ইতিমধ্যেই প্রথম ইনিংসের নিরিখে বাংলাদেশ-এ দলকে ছাপিয়ে গিয়েছে ভারতীয়-এ দল।

07 Dec 2022, 04:18 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩২৪ রান তোলে। তারা সাকুল্যে ৯০ ওভার ব্যাট করে। সুতরাং, এখনই প্রথম ইনিংসের নিরিখে ভারতীয়-এ দল এগিয়ে রয়েছে ৭২ রানে। তাদের হাতে রয়েছে ৫টি উইকেট। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৪৪ রান করে নট-আউট থাকেন অভিমন্যু ঈশ্বরন। ১১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন জয়ন্ত যাদব। 

07 Dec 2022, 03:53 PM IST

কেএস ভরত আউট

৮৫তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারতীয়-এ দল। ৮৬.৬ ওভারে সুমন খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ১৩২ বলে ৭৭ রান করেন তিনি। মারেন ১০টি চার। ভারত ৩১১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়ন্ত যাদব। ৮৮ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৫ উইকেটে ৩১৮ রান। অভিমন্যু ঈশ্বরন ১৪২ রানে ব্যাট করছেন। ২২৮ বলের ইনিংসে তিনি ১৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

07 Dec 2022, 03:02 PM IST

হাফ-সেঞ্চুরি ভরতের

৬টি বাউন্ডারির সাহায্যে ৯৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেএস ভরত। ৭৭ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ২৫৮ রান। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ৬ রানের লিড হাতে রয়েছে ভারতীয়-এ দলের। ঈশ্বরন ১০৮ ও ভরত ৫১ রানে ব্যাট করছেন।

07 Dec 2022, 02:55 PM IST

ঈশ্বরনের শতরান

ভারতীয়-এ দলকে নেতৃত্ব দিতে নেমে টানা ২টি ম্যাচে শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন। বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিমন্যু। এবার সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ৭৫ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ২৫১ রান। ঈশ্বরন ১০৭ ও কেএস ভরত ৪৬ রানে ব্যাট করছেন।

07 Dec 2022, 02:22 PM IST

২০০ টপকাল ভারতীয়-এ দল

৬৬তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল ভারতীয়-এ দল। ভারতের স্কোর ৪ উইকেটে ২০৩ রান। ঈশ্বরন ১৭১ বলে ৮৮ রানে ব্যাট করছেন। ৫৩ বলে ১৮ রান করেছেন কেএস ভরত।

07 Dec 2022, 01:52 PM IST

২০০-র দোরগোড়ায় ভারতীয়-এ দল

৬০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ১৯৩ রান। ১৬০ বলে ৮৭ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৪ বলে ১৪ রান করেছেন কেএস ভরত।

07 Dec 2022, 01:17 PM IST

চায়ের বিরতি

দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৫৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে। অভিমন্যু ৮০ ও কেএস ভরত ১২ রানে ব্যাট করছেন।

07 Dec 2022, 01:06 PM IST

সরফরাজ আউট

৫১.১ ওভারে সুমন খানের বলে জাকিরের দস্তানায় ধরা পড়েন সরফরাজ খান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি সরফরাজ। ১৬০ রানে ৪ উইকেট হারায় ভারতীয়-এ দল। ব্যাট করতে নামেন কেএস ভরত। ৫৫ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ১৮৪ রান। ঈশ্বরন ১৫০ বলে ৮০ রান করেছেন। মেরেছেন ৯টি চার ও ১টি ছক্কা। ১৪ বলে ১২ রান করেছেন কেএস ভরত। তিনি ২টি চার মেরেছেন।

07 Dec 2022, 12:45 PM IST

যশ ধুল আউট

ইনিংসের ৫০তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারতীয়-এ দল। ৫০.১ ওভারে মুসফিক হাসানের বলে জাকিরের দস্তানায় ধরা পড়েন যশ ধুল। ২৩ বলে ১৭ রান করেন যশ। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ভারতীয়-এ দল ১৫৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সরফরাজ খান। ঈশ্বরন ৭০ রানে ব্যাট করছেন।

07 Dec 2022, 12:23 PM IST

চেতেশ্বর পূজারা আউট

৪৫.২ ওভারে মোমিনুল হকের বলে জাকির হাসানের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ৭টি বাউন্ডারির সাহায্যে ১২৪ বলে ৫২ রান করেন তিনি। ভারতীয়-এ দল ১৩৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যশ ধুল।

07 Dec 2022, 12:18 PM IST

হাফ-সেঞ্চুরি পূজারার

৭টি বাউন্ডারির সাহায্যে ১২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ৪৫ ওভার শেষে ভারতীয়-এ দলের সংগ্রহ ১ উইকেটে ১৩৬ রান। পূজারা ৫০ ও ঈশ্বরন ৬৮ রানে ব্যাট করছেন। ঈশ্বরন ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

07 Dec 2022, 11:51 AM IST

হাফ-সেঞ্চুরি অভিমন্যুর

৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরন। ৪০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ১ উইকেটে ১১৫ রান। অভিমন্যু ৫০ ও পূজারা ৪৭ রানে ব্যাট করছেন।

07 Dec 2022, 11:39 AM IST

১০০ ছুঁল ভারতীয়-এ দল

৩৭ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ১ উইকেটে ১০০ রান। ১০১ বলে ৪১ রান করেছেন চেতেশ্বর পূজারা। মেরেছেন ৬টি চার। ১০৪ বলে ৪২ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

07 Dec 2022, 10:46 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম ইনিংসে বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের লাঞ্চে ৩১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। ৮৫ বলে ৩২ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ৪টি চার মেরেছেন। ৮৪ বলে ৩৭ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

07 Dec 2022, 10:31 AM IST

৩০ ওভারের খেলা শেষ

৩০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ১ উইকেটে ৮৫ রান। অভিমন্যু ঈশ্বরন ৩৬ ও চেতেশ্বর পূজারা ৩২ রানে ব্যাট করছেন।

07 Dec 2022, 10:16 AM IST

জমাট ব্যাটিং ভারতের

২৫ ওভার শেষে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৬৫ রান সংগ্রহ করেছে। ৭২ বলে ৩১ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ১৮ রান করেছেন চেতেশ্বর পূজারা।

07 Dec 2022, 09:49 AM IST

৫০ ছুঁল ভারত

১৯তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারতীয়-এ দল। ১৯ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেটে ৫০ রান। পূজারা ৪৭ বলে ১৬ রান করেছেন। মেরেছেন ১টি চার। ৫০ বলে ১৮ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনিও ১টি মাত্র চার মেরেছেন।

07 Dec 2022, 09:28 AM IST

ভিত গড়ছেন অভিমন্যু-পূজারা

১৫ ওভার শেষে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪২ রান সংগ্রহ করেছে। ৪০ বলে ১৫ রান করেছেন অভিমন্যু। ৩৩ বলে ১১ রান করেছেন পূজারা।

07 Dec 2022, 09:22 AM IST

শুরুতেই যশস্বী আউট

৫.২ ওভারে মুসফিক হাসানের বলে শাহাদাত হোসেনের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন জসওয়াল। ভারত দলগত ১৯ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।

07 Dec 2022, 09:21 AM IST

প্রথম দিনের স্কোর

টস হেরে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ-এ দলকে প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট করে দেয় ভারতীয়-এ দল। ৬ উইকেট দখল করেন মুকেশ কুমার। পালটা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১১ রান তোলে। যশস্বী জসওয়াল ৮ ও অভিমন্যু ঈশ্বরন ৩ রান করে নট-আউট থাকেন।

Latest News

ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা সইফের পাশে নীল জামা পরা কিশোর কিন্তু টলিউডের অন্যতম জনপ্রিয় স্টার, চিনতে পারলেন শাশুড়িকে বিয়ে করতে চান নাছোড় বউমা! অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার 'আসার রাস্তা খোলা, ফেরার দরজা বন্ধ,' দলবদলুদের সতর্ক করলেন নড্ডা শরীরে কৃমি বাসা বাঁধছে, পেটে যন্ত্রণা করছে? এইভাবে আয়ুর্বেদের সাহায্যে সারান ২৫৭৫৩ চাকরি বাতিলের রায়ে কি স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট? পরবর্তী শুনানি কবে? সেটে ফিরলেন বাসন্তী দেবী, ‘ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন’, আবেগঘন ভাস্বর LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য দেবকে তো ছোট থেকে চিনি, ওঁর বাবা আমার জন্য রান্না করে আনতেন: মিঠুন চক্রবর্তী গোপনে কী চলছে বেজিং-মালের মধ্যে? ফের সেই মলদ্বীপে ফিরল চিনা গুপ্তচর জাহাজ

Latest IPL News

LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস IPL 2025 -এর নিলামে দল পাবেন না অশ্বিন! কেন এমন ভবিষ্যদ্বাণী করলেন সেহওয়াগ? ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমালেন আইপিএলের কমেন্ট্রি ভাগ্যিস ছক্কাটা মারতে পারিনি- জ্যাকসের শেষ বলে ছক্কা মারার গল্প শোনালেন কোহলি কহি পে নিগাহে, কহি পর নিশানা: শশাঙ্কের প্রশংসায় লারা আসলে কাকে ঠুকলেন? ঘোর রহস্য চলতি সপ্তাহেই ফিরবেন ইশান্ত, ওয়ার্নারের সেরে উঠতে সময় লাগবে:- প্রবীণ আমরে ভিডিয়ো: গিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কোহলি! বারবার শুভমনকে উত্যক্ত করলেন বিরাট বেবি আসছে… খেলাটা দ্রুত শেষ করো- বউয়ের আবদার মেটাতেই কি এমনটা করলেন ধোনি মাত্র ১০ বলে ৫০ থেকে ১০০-য় উইল জ্যাকস! আইপিএলে গেইলের রেকর্ড ভাঙলেন RCB তারকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.