বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 2nd Test: শতরান হাতছাড়া পন্ত-শ্রেয়সের, দ্বিতীয় দিনের শেষে বড়সড় লিড রয়েছে ভারতের হাতে
শতরান হাতছাড়া করেন পন্ত-শ্রেয়স। ছবি- এপি।

IND vs BAN 2nd Test: শতরান হাতছাড়া পন্ত-শ্রেয়সের, দ্বিতীয় দিনের শেষে বড়সড় লিড রয়েছে ভারতের হাতে

India vs Bangladesh 2nd Test Day 2 Live Score: মীরপুর টেস্টের প্রথম ইনিংসে নিশ্চিত শতরান হাতছাড়া করেন ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ার। ৪টি করে উইকেট নেন শাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

আগাগোড়া দাপট বজায় রেখে চট্টগ্রামের প্রথম টেস্টে জয় তুলে নেয় ভারত। মীরপুরের দ্বিতীয় টেস্টে টস হারতে হলেও প্রথম দু'দিনে ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতেই থাকে। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রথম ইনিংস অল্প রানে গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। এবার দ্বিতীয় দিনে ভারতের ব্যাটসম্যানদের সামনে চ্যালেঞ্জ ছিল বড় রানের ইনিংস গড়ে তোলার। পন্তরা হতাশ করেননি টিম ম্যানেজমেন্টকে।

23 Dec 2022, 04:37:19 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে ৬ ওভার ব্যাট করতে তারা। নাজমুল হোসেন শান্ত ৫ ও জাকির হাসান ২ রানে নট-আউট থাকেন। আপাতত বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে ৮০ রানে। 

23 Dec 2022, 04:16:11 PM IST

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু

জাকির হাসানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ওভারেও কোনও রান সংগ্রহ করেত পারেনি বাংলাদেশ। তৃতীয় ওভারে উমেশের প্রথম বলে চার মেরে খাতা খোলেন শান্ত।

23 Dec 2022, 04:02:51 PM IST

প্রথম ইনিংসে অল-আউট ভারত

৮৬.৩ ওভারে শাকিবের বলে মহম্মদ সিরাজকে স্টাম্প-আউট করেন নুরুল হাসান। ১৫ বলে ৭ রান করেন সিরাজ। মারেন ১টি চার। ভারত প্রথম ইনিংসে ৩১৪ রানে অল-আউট হয়ে যায়। জয়দেব উনাদকাট ২টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। শাকিব ৭৯ রানে ৪ ও তাইজুল ৭৪ রানে ৪টি উইকেট নেন।

23 Dec 2022, 03:47:04 PM IST

উমেশকে ফেরালেন তাইজুল

৮৩.৩ ওভারে তাইজুল ইসলামের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন উমেশ যাদব। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৪ রান করেন উমেশ। ভারত ৩০৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। তাইজুল ইনিংসে ৪ উইকেট দখল করেন।

23 Dec 2022, 03:44:02 PM IST

৩০০ টপকাল ভারত

৮৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৩০১ রান। উমেশ যাদব ১০ বলে ১০ রান করেছেন। জয়দেব উনাদকাট ২৯ বলে ১৩ রান করেছেন।

23 Dec 2022, 03:32:36 PM IST

রবিচন্দ্রন অশ্বিন আউট

৮০.১ ওভারে শাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৩০ বলে ১২ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ২৮৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব।

23 Dec 2022, 03:27:10 PM IST

আম্পায়ার্স কলে বাঁচলেন অশ্বিন

৭৬.৪ ওভারে শাকিবের বলে অশ্বিনের বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদন জানায় বাংলাদেশ। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন শাকিব। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে লাগছে। তবে অশ্বিন যেহেতু ক্রিজ ছেড়ে ৩ মিটারের বেশি বেরিয়ে এসেছিলেন, তাই আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি।

23 Dec 2022, 03:01:02 PM IST

শ্রেয়স আইয়ার আউট

৭২.৪ ওভারে শাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। শতরানের হাতছানি ছিল তাঁর সামনেও। ১০৫ বলে ৮৭ রান করেন শ্রেয়স। মারেন ১০টি চার ও ২টি ছক্কা। ভারত ২৭১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়দেব উনাদকাট।

23 Dec 2022, 02:51:01 PM IST

অক্ষর প্যাটেল আউট

৭০.৩ ওভারে শাকিব আল হাসানের বলে বাউন্ডারি লাইনে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৪ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ২৬৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। শ্রেয়স ৮৫ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 02:37:51 PM IST

শতরান হাতছাড়া পন্তের

ফের নার্ভাস নাইন্টির শিকার ঋষভ পন্ত। এই নিয়ে টেস্ট কেরিয়ারের মোট ৬ বার নব্বইয়ের ঘরে আউট হলেন পন্ত। ৬৭.৫ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে নুরুলের দস্তানায় ধরা পড়েন ঋষভ। ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ৯৩ রান করে আউট হন পন্ত। ভারত ২৫৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। শ্রেয়স ৭৮ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 02:35:38 PM IST

২৬ রানে এগিয়ে ভারত

৬৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৫৩ রান। ঋষভ পন্ত ৯৩ ও শ্রেয়স আইয়ার ৭৮ রানে ব্যাট করছেন। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২৬ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

23 Dec 2022, 02:09:51 PM IST

লিড নেওয়া শুরু ভারতের

চায়ের বিরতির পরেই প্রথম ইনিংসের নিরিখে লিড নেওয়া শুরু ভারতের। ৬২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২২৯ রান। সুতরাং বাংলাদেশের থেকে ২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। পন্ত ৮৬ ও শ্রেয়স ৬১ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 01:46:22 PM IST

চায়ের বিরতি

বাংলাদেশের ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে। সুতরাং, বাংলাদেশের থেকে মাত্র ১ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ঋষভ পন্ত ৮৯ বলে ৮৬ রান করেছেন। তিনি ৬টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ৬৮ বলে ৫৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

23 Dec 2022, 01:33:26 PM IST

হাফ-সেঞ্চুরি শ্রেয়সের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ৬০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২২৫ রান। ঋষভ পন্ত ৮৬ ও শ্রেয়স আইয়ার ৫৭ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 01:29:45 PM IST

২০০ টপকাল ভারত

৫৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। তাইজুলের ওভারের শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন পন্ত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ২০২ রান। পন্ত ৭৮ ও শ্রেয়স ৪২ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 01:18:22 PM IST

জমাট জুটি শ্রেয়স-ঋষভের

৫৫ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছে। ৭৭ বলে ৬৮ রান করেছেন ঋষভ পন্ত। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ৪৪ বলে ৪০ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৬টি চার মেরেছেন।

23 Dec 2022, 12:49:22 PM IST

জীবনদান পেলেন শ্রেয়স

৪৮.২ ওভারে শাকিবের বলে শ্রেয়সকে স্টাম্প-আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন নুরুল। জীবনদান পেয়ে সেই ওভারে জোড়া বাউন্ডারি মারেন শ্রেয়স। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৬০ রান। পন্ত ৫০ ও শ্রেয়স ২৯ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 12:39:53 PM IST

হাফ-সেঞ্চুরি পন্তের

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। ৪৮ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলেছে। পন্ত ৫০ ও শ্রেয়স ২১ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 12:31:18 PM IST

ব্যাট চালাচ্ছেন পন্ত

৪৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩৬ রান। ঋষভ পন্ত ৩৯ বলে ৩৫ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। শ্রেয়স আইয়ার ২২ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। তাইজুলের বলে শ্রেয়সের ক্যচ ধরার চেষ্টায় চোট পেয়ে মাঠ ছেড়ে মেহেদি হাসান মিরাজ।

23 Dec 2022, 12:02:10 PM IST

১০০ টপকাল ভারত

৪০তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০১ রান। ২২ বলে ২০ রান করেছেন ঋষভ পন্ত। তিনি ২টি চার মেরেছেন। ৮ বলে ১ রান করেছেন শ্রেয়স।

23 Dec 2022, 11:51:07 AM IST

বিরাট কোহলি আউট

লাঞ্চের পরেই বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসল ভারত। ৩৭.৪ ওভারে তাস্কিনের বলে নুরুলের দস্তানায় ধরা পড়েন বিরাট। ৩টি বাউন্ডারির সাহায্যে ৭৩ বলে ২৪ রান করেন কোহলি। ভারত ৯৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

23 Dec 2022, 11:05:24 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

বাংলাদেশের ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। তারা সাকুল্যে ৩৬ ওভার ব্যাট করেছে। কোহলি ৬৫ বলে ১৮ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ১৪ বলে ১২ রান করেছেন ঋষভ পন্ত। তিনি ১টি চার মেরেছেন। ইতিমধ্যে মেহেদির বলে স্লিপে লিটনের হাত থেকে জীবনদান পেয়েছেন পন্ত। ভারতের ৩টি উইকেটই তুলে নিয়েছেন তাইজুল।

23 Dec 2022, 10:43:00 AM IST

চেতেশ্বর পূজারা আউট

৩০.৪ ওভারে তাইজুল ইসলামের বলে চেতেশ্বর পূজারার অনবদ্য ক্যাচ ধরেন মোমিনুল হক। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ২৪ রান করেন পূজারা। ভারত দলগত ৭২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। ৩টি উইকেটই নিয়েছেন তাইজুল। কোহলি ১৬ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 10:21:43 AM IST

কোহলিকে নিয়ে প্রতিরোধ গড়ছেন পূজারা

২৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। ৩৮ বলে ২১ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ২টি চার মেরেছেন। ৩০ বলে ১৩ রান করেছেন বিরাট কোহলি। তিনিও ২টি চার মেরেছেন। তাইজুল ১৭ রানে ২টি উইকেট নিয়েছেন।

23 Dec 2022, 09:52:50 AM IST

৫০ টপকাল ভারত

১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৩ রান। পূজারা ১৫ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 09:41:07 AM IST

শুভমন গিল আউট

১৫.১ ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৩০ বলে ২০ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

23 Dec 2022, 09:31:04 AM IST

লোকেশ রাহুল আউট

১৩.১ ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৪৫ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত প্রথম ইনিংসে ২৭ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান। শউভমন গিল ১৫ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 09:03:24 AM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ভারতীয় ওপেনার গিল ও রাহুল। বোলিং শুরু করেন খালেদ আহমেদ। চতুর্থ বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন গিল।

23 Dec 2022, 08:54:20 AM IST

প্রথম দিনের স্কোর

মীরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে তারা প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২২৭ রানে। মোমিনুল হক ৮৪, মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসেন শান্ত ২৪, শাকিব আল হাসান ১৬, জাকির হাসান ১৫ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন। উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ১২ বছর পরে টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাট। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তোলে। শুভমন গিল ১৪ ও লোকেশ রাহুল ৩ রানে নট-আউট থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চাঁদে পৌঁছানোর আগেই ভেঙে পড়ার সম্ভাবনা ছিল চন্দ্রযান ৩-এর, কীভাবে বাঁচাল ইসরো পিসি-ভাইপো লিখবেন না…TMC সততার সঙ্গে কাজ করে বলে হিংসে করেন, মোদীকে নিশানা মমতার দেরিতে স্কুলে এসেছেন! শিক্ষিকাকে চেপে ধরে আঁচড়ে দিলেন প্রিন্সিপাল, ভিডিয়ো ভাইরাল বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ আগামিকাল মাসিক শিবরাত্রিতে করুন এই কাজ, দাম্পত্য জীবন ও চাকরি-ব্যবসার বাধা কাটবে হুটোপাটিতে দুমদাম পড়ে যান,হারিয়েছেন স্মৃতিও! নিজের কীর্তিতে হাসি থামল না কাজলের চাকরি হবেই! মোদীর স্টাইলে ‘গ্যারান্টি’ নিয়ে হাজির সিপিএম, ছাপিয়ে গেল তৃণমূলকেও! ‘দল ছাড়তে চাইছে মৌসম নূর’, মালদায় খাড়গে এড়ালেন তৃণমূলের নাম, নিশানা মোদীকে ভিড়ের মধ্যে DKর পিঠে হাত কংগ্রেস কর্মীর, সপাটে চড় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর! সচিন কন্যা এখন কোরিয়ান বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর! কোন পণ্য প্রমোট করবেন

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.