বাংলাদেশের কাছে হেরে লজ্জার নজির গড়ে ফেললেন হরমনপ্রীত কৌররা। এক দিনের ক্রিকেটে প্রথম বার বাংলাদেশের কাছে হারল ভারত। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে ঐতিহাসিক জয়। এটি ছিল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষষ্ঠ ওডিআই। আগের পাঁচটি ম্যাচের সবকটিতেই জিতেছে ভারতের মেয়েরা। এটাই ওডিআই-এ তাদের প্রথম হার।
ম্যাচ হেরে স্বাভাবিক ভাবেই হতাশ হরমনপ্রীত। তিনি সব দায়ই চাপালেন বোলার এবং ব্যাটারদের উপর। ম্যাচের পরে হরমন বলেন, ‘আমরা অন্তত ২০ রান অতিরিক্ত দিয়েছিলাম। আমরা অনেক ঢিলেঢালা বল করেছি এবং মার্ক আপ করতে পারিনি। অবশ্য ব্যাটিং বিভাগেও কেউ দায়িত্ব নেয়নি। লেগস্পিনারদের বিপক্ষে আমরা দুর্বল নই, তবে ওরা সত্যিই ভালো করেছে। আমাদের স্ট্রাইক রোটেটিংয়ে ফোকাস করতে হবে।’
আরও পড়ুন: প্রধান কোচ এবং ক্রিকেট ডিরেক্টরকে ছাঁটছে RCB, কে হবেন কোহলিদের নতুন কোচ?
টস হেরে ভারতের বিরুদ্ধে শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। আমনজোৎ কৌরদের দাপটে ৪৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে ১৬ বছর বয়সি শরণ্যা ব্যাট করতে পারেননি। অধিনায়ক নিগর সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারগানা হক ২৭ করেন। বাকিদের অবস্থা তথৈবচ। কুড়ি রানের গণ্ডি টপকাতে পারেননি বাকি কোনও ব্যাটারই। ভারতের হয়ে আমনজোৎ কৌর নেন ৪ উইকেট। ২ উইকেট নেন দেবীকা বৈদ্য, এক উইকেট নেন দীপ্তি শর্মা।
তবে ১৫৩ রানের লক্ষ্যও যে ভারত ছুঁতে পারবে না, সেটা কেউ স্বপ্নেও ভাবেননি।বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জবাবে রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। ভারতের হয়ে সব থেকে বেশি রান করেন দীপ্তি শর্মা। তিনি ২০ রান করেছেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর নিজে করেছেন মাত্র পাঁচ রান করেন।
ওপেনার স্মৃতি মন্ধানা ১১ রান করেন। যষ্টিকা ভাটিয়া এবং আমনজ্যোত কৌর করেন ১৫ রান করে। ১৫ রান দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরিয়ে দেন বাংলাদেশের মারুফা আক্তার, রাবেয়া খানরা। বাংলাদেশের পেসার মারুফা সাত ওভারে চার উইকেট তুলে নেন। স্পিনার রাবেয়া খান ৭.৫ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। একটি করে উইকেট নেন নাহিদা আখতার এবং সুলতানা খাতুন।
এদিকে বাংলাদেশ জিতলেও, অভিষেক ওডিআই-এ খেলা হল না শারণ্যার। মাঠে নামার আগেই ১৬ বছরের অলরাউন্ডারের অ্যাপেনডিক্সের ব্যথা শুরু হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।