
IND vs ENG: 'এটা তো হওয়ারই ছিল', পন্ত করোনা আক্রান্ত হওয়ার পর কঠোর বিধিনিষেধের দাবিতে সরব হর্ষ ভোগলে
১ মিনিটে পড়ুন . Updated: 15 Jul 2021, 04:08 PM IST- সদ্য সমাপ্ত ইউরোর ম্যাচ দেখতে ওয়েম্বলিতে গিয়েছিলেন ঋষভ পন্ত।
অবাধ ঘোরাঘুরি, জনবহুল টুর্নামেন্টে প্রয়োজনীয় সুরক্ষায় খানিক গাফলতির ফল হাতেনাতে পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সম্প্রতি ভারতীয় তারকা উইকেটরক্ষক ঋষভ পন্তের করোনা আক্রান্ত হওয়ার খবর ফাঁস হতেই চারিদিকে হইচই পড়ে গিয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে বিস্তর সময় হাতে থাকায় ভারতীয় ক্রিকেটারদের ২০ দিনের ছুটি দেওয়া হয়েছিল। জৈব বলয়ের শক্ত ঘেরাটোপ থেকে ছাড় পেয়েই কেউ মেতেছিলেন ইউরো নিয়ে তো কেউ গিয়েছিলেন উইম্বলডনে টেনিস উপভোগ করতে। কাজে আসেনি বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সতর্কবার্তাও। অবশেষে গাফিলতির ফলও টের পাচ্ছে ভারতীয় দল।
বৃহস্পতিবার সকালেই শোনা যায় দুই ভারতীয় ক্রিকেটার করোনার কবলে পড়েছেন। তবে পড়ে শুধু পন্তের নামই নিশ্চিত হই। এরপরেই ‘ভারতীয় ক্রিকেটের আওয়াজ’ হিসেবে খ্যাত হর্ষ ভোগলে বিধিনিষেধ আরও মজবুত করার দাবিতে সওয়াল করেন। তাঁর আশঙ্কা নিষেধাজ্ঞা কড়াকড়ি না করলে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও জাঁকিয়ে বসতে পারে করোনা।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রখ্যাত ধারাভাষ্যকার লেখেন, ‘একজন ভারতীয় ক্রিকেটার পজিটিভ (করোনা)। এটা তো হওয়ারই ছিল। যদি বিধিনিষেধ আরও কড়াভাবে প্রয়োগ না করা হয়, তবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন দুই দলেই এই সংখ্যা আরও বাড়তে পারে।’