HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: মাত্র ২ বল বাকি থাকতে উত্তেজক জয় টিম ইন্ডিয়ার, সিরিজে লিড নিল ভারত

IND vs NZ: মাত্র ২ বল বাকি থাকতে উত্তেজক জয় টিম ইন্ডিয়ার, সিরিজে লিড নিল ভারত

নিউজিল্যান্ডের হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি চাপম্যান ও গাপ্তিলের।
  • ভারতের হয়ে অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব।
  • নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন রোহিত শর্মা।
  • হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের। ছবি- বিসিসিআই।

    টি-২০ বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি টিম ইন্ডিয়া। তবে তাই বলে হতাশায় ভেঙে পড়েননি রোহিত শর্মারা। বিশ্বকাপের পরে ভারত নতুন উদ্যমে লড়াই শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হয় রোহিত-রাহুল জমানা। নিয়মিত টি-২০ ক্যাপ্টেন হিসেবে যাত্রা শুরু করেন রোহিত শর্মা। ভারতের স্থায়ী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়েরও এটিই ছিল প্রথম ম্যাচ। সেদিক থেকে নিউজিল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু রোহিত-রাহুল জুটির।  

    17 Nov 2021, 11:12 PM IST

    ম্যাচের সেরা সূর্যকুমার

    ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬২ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

    17 Nov 2021, 10:44 PM IST

    ৫ উইকেটে জয় ভারতের

    নিউজিল্যান্ডের ৬ উইকেটে ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে জিতে যায়। ২ বল বাকি থাকতে ৫ উইকেটের উত্তেজক জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। মিচেলের বলে বাউন্ডারি মেরে ভারতকে জেতান ঋষভ পন্ত। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করেন অক্ষর প্যাটেল। এই জয়ের সুবাদে ভারত ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়।

    17 Nov 2021, 10:40 PM IST

    বেঙ্কটেশ আউট

    ১৯.২ ওভারে ডারিল মিচেলের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। প্রথম বলে তিনি চার মারেন। দ্বিতীয় বলে আউট হন। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল। ভারত ১৬০ রানে ৫ উইকেট হারায়। ৪ বলে জয়ের জন্য ৫ রান দরকার ভারতের।

    17 Nov 2021, 10:35 PM IST

    শ্রেয়স আউট

    ১৮.৬ ওভারে সাউদির বলে বোল্টের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৮ বলে ৫ রান করেন তিনি। ১৯ ওভারে ভারতের স্কোর ১৫৫/৪। জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার টিম ইন্ডিয়ার। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার।

    17 Nov 2021, 10:29 PM IST

    ২ ওভারে দরকার ১৬ রান

    জয়ের জন্য শেষ ২ ওভারে ভারতের দরকার ১৬ রান। ১৮ ওভারে ভারত ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে। পন্ত ১২ ও শ্রেয়স ১ রানে ব্যাট করছেন। ফার্গুসন কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেছেন।

    17 Nov 2021, 10:22 PM IST

    সূর্যকুমারকে ফেরালেন বোল্ট

    ১৬.৪ ওভারে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলেন সূর্যকুমার যাদব। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬২ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৪৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৪৪/৩। জয়ের জন্য় শেষ তিন ওভারে দরকার ২১ রান। পন্ত ১১ রানে ব্যাট করছেন। বোল্ট ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

    17 Nov 2021, 10:13 PM IST

    হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

    ১৪.১ ওভারে লকি ফার্গুসনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ১৫ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে। সূর্যকুমার ৩৬ বলে ৫৩ রান করেছেন। ৪ বলে ৫ রান করেছেন ঋষভ পন্ত।

    17 Nov 2021, 10:04 PM IST

    রোহিত শর্মা আউট

    ১৩.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন রোহিত শর্মা। তিনি নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ১০৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

    17 Nov 2021, 09:58 PM IST

    ১২ ওভারে ভারত ১০৪/১

    ১২ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে দলগত ১০০ রান টপকে যায়। তাদের স্কোর ১০৪/১। রোহিত শর্মা ৩২ বলে ৪৬ রান করেছেন। সূর্যকুমার যাদব ২৬ বলে ৩৭ রান করেছেন।

    17 Nov 2021, 09:46 PM IST

    ১০ ওভারে ভারত ৮৫/১

    ১০ ওভারে ভারত ১ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৮০ রান। রোহিত শর্মা ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করেছেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২২ রান করেছেন সূর্যকুমার যাদব।

    17 Nov 2021, 09:28 PM IST

    রাহুলকে ফেরালেন স্যান্টনার

    ষষ্ঠ ওভারে প্রথমবার বল করতে আসেন মিচেল স্যান্টনার। প্রথম বলেই তিনি আউট করেন লোকেশ রাহুলকে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে চাপম্যানের হাতে ধরা পড়েন রাহুল। ভারত ৫০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৫৬। রোহিত ৩২ রানে ব্যাট করছেন।

    17 Nov 2021, 09:26 PM IST

    বোল্টের ওভারে ২১ রান

    পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্ডের বলে ২১ রান তোলে ভারত। লোকেশ রাহুল ১টি ছক্কা মারেন। রোহিত শর্মা ২টি চার ও ১টি ছয় মারেন। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৫০/০। রোহিত ১৭ বলে ৩১ রান করেছেন। রাহুল ১৩ বলে ১৫ রান করেছেন।

    17 Nov 2021, 09:16 PM IST

    সাউদির ওভারে ১৫ রান তোলে ভারত

    তৃতীয় ওভারে সাউদির বলে ১৫ রান তোলে ভারত। রোহিত শর্মা ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩ ওভারে ভারতের স্কোর ২৪/০। ১০ বলে ১৫ রান করেছেন রোহিত। লোকেশ ৭ রানে ব্যাট করছেন।

    17 Nov 2021, 09:04 PM IST

    ভারতের রান তাড়া করা শুরু

    ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। দ্বিতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন রাহুল। তৃতীয় বলে তিনি চার মারেন। প্রথম ওভারে ৭ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।

    17 Nov 2021, 08:51 PM IST

    নিউজিল্যান্ড ২০ ওভারে ১৬৪/৬

    নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে। স্যান্টনার ৪ রানে অপরাজিত থাকেন। জয়ের জন্য ভারতের দরকার ১৬৫ রান।

    17 Nov 2021, 08:46 PM IST

    রাচিন রবীন্দ্র আউট

    ১৯.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হলেন রাচিন রবীন্দ্র। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৭ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৬২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাউদি।

    17 Nov 2021, 08:36 PM IST

    টিম সেফার্ত আউট

    ১৮.২ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন টিম সেফার্ত। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৫৩ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলেছে। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৪ রানের বিনময়ে ২টি উইকেট নিয়েছেন।

    17 Nov 2021, 08:29 PM IST

    গাপ্তিলকে ফেরালেন চাহার

    ১৭.২ ওভারে দীপক চাহারের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন মার্টিন গাপ্তিল। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭০ রান করে মাঠ ছাড়েন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ১৫০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫২/৪।

    17 Nov 2021, 08:15 PM IST

    হাফ-সেঞ্চুরি গাপ্তিলের

    ১৪.২ ওভারে মহম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্টিন গাপ্তিল। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন কিউয়ি ওপেনার। ১৫ ওভারে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে। গাপ্তিল ৩৪ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন।

    17 Nov 2021, 08:13 PM IST

    ফিলিপসকে ফেরালেন অশ্বিন

    ১৩.৫ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিসপ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সেফার্ত। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১০/৩। অশ্বিন ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

    17 Nov 2021, 08:06 PM IST

    চাপম্যানকে ফেরালেন অশ্বিন

    ১৩.২ ওভারে মার্ক চাপম্যানকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন চাপম্যান। নিউজিল্যান্ড ১১০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

    17 Nov 2021, 08:03 PM IST

    ১৩ ওভারে নিউজিল্যান্ড ১০৬/১

    ১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলেছে। চাপম্যান ৪৮ বলে ৫৯ রান করেছেন। গাপ্তিল ২৯ বলে ৪২ রান করেছেন।

    17 Nov 2021, 07:58 PM IST

    হাফ-সেঞ্চুরি চাপম্যানের

    ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চাপম্যান। ১১.৫ ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন কিউয়ি তারকা। ঠিক পরের বলে তিনি একটি চার মারেন। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯৬/১। চাপম্যান ৫৬ ও গাপ্তিল ৩৫ রানে ব্যাট করছেন।

    17 Nov 2021, 07:47 PM IST

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৬৫/১

    অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৪২ রান করেছেন চাপম্যান। ১৯ বলে ১৯ রান করে নট-আউট রয়েছেন মার্টিন গাপ্তিল। ১টি চার মেরেছেন গাপ্তিল।

    17 Nov 2021, 07:39 PM IST

    ৮ ওভারে নিউজিল্যান্ড ৫৫/১

    ৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেছেন চাপম্যান। ১৩ বলে ১৪ রান করেছেন মার্টিন গাপ্তিল।

    17 Nov 2021, 07:33 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ৪১/১

    পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। ২৭ বলে ৩০ রান করেছেন চাপম্যান। ৮ বলে ৯ রান করেছেন গাপ্তিল। চাপম্যান ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

    17 Nov 2021, 07:22 PM IST

    নিউজিল্যান্ড ৪ ওভারে ২০/১

    ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৫ রান করেছেন মার্ক চাপম্যান। মার্টিন গাপ্তিল ৪ বলে খেলে ৩ রান করেছেন। ভুবনেশ্বর কুমার ২ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১ ওভারে ১০ রান খরচ করেছেন দীপক চাহার। ১ ওভারে ৫ রান দিয়েছেন মহম্মদ সিরাজ।

    17 Nov 2021, 07:05 PM IST

    মিচেলকে বোল্ড করলেন ভুবনেশ্বর

    প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন ভুবনেশ্বর কুমার। ওভারের তৃতীয় বলে ডারিল মিচেলকে বোল্ড করেন ভুবি। ১ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় কিউয়ি ওপেনারকে। নিউজিল্যান্ড ১ রান ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক চাপম্যান। প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২/১।

    17 Nov 2021, 07:03 PM IST

    নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু

    নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপ্তিল ও ডারিল মিচেল। ভারতের হলে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন গাপ্তিল। 

    17 Nov 2021, 06:48 PM IST

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, টিম সেফার্ত (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি (ক্যাপ্টেন), টড অ্যাস্টল, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

    17 Nov 2021, 06:45 PM IST

    ভারতের প্রথম একাদশ

    রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও মহম্মদ সিরাজ।

    17 Nov 2021, 06:37 PM IST

    বেঙ্কটেশের অভিষেক

    আইপিএলের দ্বিতীয়ার্ধে নায়কোচিত উত্থান কেকেআরের ওপেনার বেঙ্কটেশ আইয়ারের। সেই সুবাদেই টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াডে ঢুকে পড়েন তারকা অল-রাউন্ডার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই ইন্ডিয়া ক্যাচ হাতে পেয়ে গেলেন আইয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে বেঙ্কটেশের হাতে টি-২০ ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা। যদিও আইপিএলের মতো জাতীয় দলে বেঙ্কটেশ ওপেন করবেন না। তিনি দলে জায়গা পেয়েছেন অল-রাউন্ডার হিসেবে। ব্যাট করবেন মিডল-অর্ডারে।

    17 Nov 2021, 06:34 PM IST

    টস জিতল ভারত

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের নতুন টি-২০ ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। সুতরাং জয়পুরে টস হেরে শুরুতে ব্যাটিং নিউজিল্যান্ডের।

    17 Nov 2021, 06:30 PM IST

    ম্যাচের আগে পিচ পরিদর্শনে রাহুল

    টসের আগে পিচের চূড়ান্ত ছবিটা খতিয়ে দেখলেন টিম ইন্ডিয়ার নবনিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে কোচ দ্রাবিড়কে উভয় প্রান্তে গিয়ে পিচে হাত দিয়ে বাইশগজের পরিস্থিতি যাচাই করতে দেখা যায়।

    17 Nov 2021, 05:39 PM IST

    নতুনদের সামনে সুযোগ

    বিশ্বকাপের পর বেশ কয়েকজন সিনিয়র তারকাকে বিশ্রাম দিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে নেই বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজার মতো তারকারা। দলে নেই হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তীরাও। সেই সুযোগে টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন বেঙ্কটেশ আইয়ার, হার্ষাল প্যাটেলের মতো নতুনরা। স্বাভাবিকভাবেই নতুনদের সামনে সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার।

    17 Nov 2021, 05:35 PM IST

    মুখোমুখি সাক্ষাতের ফল

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে মোট ১৭ বার মাঠে নেমেছে। ভারত জিতেছে মাত্র ৬টি ম্যাচে। নিউজিল্যান্ড জিতেছে ৯টি ম্যাচ। টাই হয়েছে ২টি ম্যাচ।

    17 Nov 2021, 05:23 PM IST

    বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে

    টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে হারের পরেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। এবার বিশ্বকাপের ঠিক পরেই দ্বি-পাক্ষিক সিরিজে কিউয়িদের হারিয়ে বদলা নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। যদিও আইসিসি ইভেন্ট ও দ্বি-পাক্ষিক সিরিজের মধ্যে বিস্তর ফারাক। তবে সমর্থকদের ক্ষতে কিছুটা হলেও মলম লাগাতে পারবেন রোহিতরা। 

    17 Nov 2021, 05:20 PM IST

    রোহিত-রাহুল জমানার সূচনা

    কোচ-ক্যাপ্টেন জুটিতে বিরাট কোহলি ও রবি শাস্ত্রী ভারতীয় দলকে প্রভূত সাফল্য এনে দিয়েছেন। বিশ্বকাপ অভিযানের সঙ্গে সঙ্গেই ভারতের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়েছে। তাঁর পরিবর্তে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। বিরাট কোহলিও বিশ্বকাপের পরেই জাতীয় দলের টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। তাঁর বদলে নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েছেন রোহিত শর্মা। সুতরাং জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রোহিত-রাহুল জমানার। যদিও টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে যথারীতি কোহলি নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে।

    Latest News

    টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! জুলাই থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান, 'এমন সব জিনিস থাকবে...', জানুন ফিচার ভোটের মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল, বিজ্ঞপ্তি রাজ্য অর্থ দফতরের স্পষ্ট নুসরতের বক্ষবিভাজিকা! স্ট্রেচমার্কস স্পষ্ট, কার নাম লেখালেন গোপন স্থানে মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন একটু পরেই মাধ্যমিকের ফলপ্রকাশ! কীভাবে দেখবেন? এখানেই দেখা যাবে নিজের রেজাল্ট টুনা মাছ খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত নয়! শরীরে কেমন প্রভাব পড়ে এর নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ১মে পার হয়ে গেলেও, T20 WC-এর জন্য দলই ঘোষণা করল না পাকিস্তান, কেন এমনটা করল PCB?

    Latest IPL News

    টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.