এমন অবাক করা মিল খুব কমই দেখা যায়। জোহানেসবার্গ টেস্টের প্রথম তিন দিনের খেলার শেষে এমন একটি উল্লেখযোগ্য ছবি চোখে পড়ে, যা আলাদা করে চিহ্নিত না করলে নজরে পড়া মুশকিল। আসলে ওয়ান্ডারার্সের প্রথম তিন দিনের খেলার শেষে কোনও না কোনও ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ব্যক্তিগত ১১ রানে।
# প্রথম দিনে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তোলে। কিগান পিটারসেন ১৪ রানে অপরাজিত ছিলেন। ডিন এলগার নট-আউট ছিলেন ব্যক্তিগত ১১ রানে।
# দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২২৯ রানে। টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮৫ রান তোলে। চেতেশ্বর পূজারা অপরাজিত ছিলেন ৩৫ রান করে। অজিঙ্কা রাহানে নট-আউট ছিলেন ব্যক্তিগত ১১ রানে।
# তৃতীয় দিনে ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২৬৬ রানে। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলে। ডিন এলগার ৪৬ রান করে নট-আউট থাকেন। রাসি ভ্যান ডার দাসেন অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১ রানে।
সুতরাং, জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের শেষে এলগার, দ্বিতীয় দিনের শেষে রাহানে এবং তৃতীয় দিনের শেষে দাসেন নট-আউট থাকেন ১১ রান করে। কোনও টেস্ট ম্যাচে এমন কাকতলীয় মিল ক্রিকেটপ্রেমীদের অবাক করবে নিশ্চিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।