জাতীয় দলে ভুবনেশ্বর কুমারের জায়গাটা আরও নড়বড়ে করে দিলেন আর্শদীপ সিং। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আর্শের দুরন্ত পারফরম্যান্সে মজেছেন ক্রিকেট প্রেমীরা। একই ওভারে তিনটে উইকেট নিয়ে প্রোটিয়াদের ভিতটাই একেবারে নাড়িয়ে দিলেন আর্শদীপ।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন আর্শদীপ সিং। পর পর সাজঘরে ফিরলেন কুইন্টন ডি’কক, রিলি রোসৌ এবং ডেভিড মিলার। বাঁ-হাতি জোরে বোলার নিজের প্রথম ওভারেই কার্যত ম্যাচের হিসেবটা স্পষ্ট করে দেন। তাতে রীতিমতো উচ্ছ্বসিত আর্শদীপ। এমন কী ম্যাচের পর তাঁর কথাতেই সেই উত্তেজনা স্পষ্ট ভাবে ধরা পড়ল। আর্শ বলেই ফেলেন, ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ হলে কী বলব, ভেবেই উত্তেজিত ছিলাম।’
ম্যাচের পর আর্শদীপ আরও জানিয়ে দেন, তিন উইকেটের মধ্যে মিলারের উইকেটটা তাঁর কাছে সেরা। তিনি বলেন, ‘উইকেট থেকে প্রচুর সাহায্য পেয়েছি। প্রথম ওভারেই দীপক ভাই (দীপক চাহার) ছন্দটা তৈরি করে দেয়। আমি শুধু পরিকল্পনা অনুযায়ী বল করার চেষ্টা করেছি। সব থেকে খুশি হয়েছি মিলারকে আউট করে। ও আউট সুইংয়ের প্রত্যাশা করছিল। কিন্তু আমি ওকে ইন সুইং করি। ওই বলটা করতে পেরে খুব আনন্দ হয়েছে।’
আরও পড়ুন: রাহুল-সূর্যকুমারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার
সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে আসিফ আলির ক্যাচ হাতছাড়া করার জন্য তাঁকে 'গদ্দার' তকমা পর্যন্ত দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হয়েছিলেন। সেই আর্শদীপই যেন সব সমালোচনার জবাব দিলেন বুধবার, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে। হলেন ম্যাচের সেরা। প্রসঙ্গত, এক ওভারে তিন উইকেট ছাড়া আর উইকেট পাননি আর্শ। সেই আফসোসটা তাঁর রয়েছে। বলেছেন, ‘কেশব মহারাজকে আউট করতে চাইছিলাম সে সময়। কিন্তু ও খুব ভালো ব্যাটিং করল। আমরা অন্য রকম পরিকল্পনা করতেই পারতাম। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি আমরা, এটাই আসল বিষয়।’
আর্শদীপ শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। এই পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলেউ মনে করেন তরুণ বোলার। এ রকম পারফরম্যান্সই তিনি ধরে রাখতে চান। আর্শ বলেওছেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছি। আগামী দিনে এ ভাবেই বল করতে চাই।’
আরও পড়ুন: ১৫ বলে ৫ উইকেট, বল হাতে বেনজির তাণ্ডব অর্শদীপ-চাহারের, ভিডিয়ো
বুধবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৫ বলে ৪১ রান করেন কেশব মহারাজ। এ ছাড়া এডেন মার্করামের ২৫ (২৪ বলে) এবং ওয়েন পার্নেলের ২৪ (৩৭ বলে) ছাড়া বাকিদের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছয়নি। ডাক করেছেন চার জন ব্যাটার। কেশব মহরাজ ৪১ রানের ইনিংস না খেললে, দক্ষিণ আফ্রিকার স্কোর ১০০ পার করত কিনা, সন্দেহ রয়েছে। আর্শের ৩ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং হার্ষাল প্যাটেল। অক্ষর প্যাটেল নিয়েছেন ১ উইকেট।
রান তাড়া করতে নেমে কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব মিলিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। ৫৬ বলে ৫১ করেন অপরাজিত থাকেন রাহুল। ৩৩ বলে অপরাজিত ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য। এ দিন অবশ্য রোহিত শর্মা (২ বলে ০) এবং বিরাট কোহলি (৯ বলে ৩) ব্যর্থ হয়েছেন। যাইহোক ভারত ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে ফেলে। ২০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় টিম ই দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।