বাংলা নিউজ > ময়দান > IND vs WI 1st ODI: টানটান লড়াই, শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার
উত্তেজক জয় ভারতের। ছবি- এপি (AP)

IND vs WI 1st ODI: টানটান লড়াই, শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার

দুর্বল বাংলাদেশের কাছে গোহারান হারলেও ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সাফল্যকে একতরফা বলাই শ্রেয়। কেননা গত দেড় দশকে ওয়েস্ট ইন্ডিজ কখনও ভারতকে ওয়ান ডে সিরিজে হারাতে পারেনি। ২০০৭ সাল থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা ১১টি একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতেছে ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের ওয়ান ডে স্কোয়াডে প্রথমসারির তারকারা অনুপস্থিত। যদিও কার্যত রিজার্ভ ক্রিকেটারদের নিয়েই শিখর ধাওয়ান ভারতের জয়ের ধারাবাহিকতা বজায় রাখেন। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।

23 Jul 2022, 03:43:56 AM IST

ম্যাচের সেরা ধাওয়ান

শতরান হাতছাড়া করলেও ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৯৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলার সুবাদে ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শিখর ধাওয়ান।

23 Jul 2022, 03:23:04 AM IST

৩ রানের উত্তেজক জয় ভারতের

ভারতের ৭ উইকেটে ৩০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ৬ উইকেটে ৩০৫ রানে। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়। শেফার্ড ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। আকিল হোসেন নট-আউট থাকেন ৩২ বলে ৩২ রান করে। তিনি ২টি চার মারেন। সিরাজ ১০ ওভারে ৫৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। শার্দুল ঠাকুর ৮ ওভারে ৫৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ক'দিন আগেই দুর্বল বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজে গোহারান হারে ওয়েস্ট ইন্ডিজ। সেই তারাই এবার সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

23 Jul 2022, 03:15:36 AM IST

শেষ ওভারে  ওঠে ১১ রান

শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। সিরাজের প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয় লেগ-বাই হিসেবে ১ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় বলে চার মারেন শেফার্ড। চতুর্থ বলে ২ রান আসে লেগ-বাই হিসেবে।  তার পরে ১টি ওয়াইড বল হয়। পঞ্চম বলে ২ রান নেন শেফার্ড। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল। বাই হিসেবে ১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষমেশ শেষ ওভারে ১১ রান ওঠে।

23 Jul 2022, 03:10:38 AM IST

শেষ ওভারে দরকার ১৫ রান

জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৫ রান। ৪৯ ওভারে তাদের স্কোর ৬ উইকেটে ২৯৪ রান। প্রসিধ কৃষ্ণার ওভারে ১২ রান ওঠে। শেফার্ড ৩১ ও হোসেন ৩২ রানে ব্যাট করছেন। প্রসিধ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৬২ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

23 Jul 2022, 03:05:18 AM IST

২ ওভারে দরকার ২৭

৪৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ২৮২ রান। জয়ের জন্য ২ ওভারে ২৭ রান দরকার ক্যারিবিয়ানদের। সিরাজের ওভারে ১১ রান ওঠে। শেফার্ড ২০ ও আকিল ৩১ রানে ব্যাট করছেন।

23 Jul 2022, 02:58:53 AM IST

৩ ওভারে দরকার ৩৮

জয়ের জন্য শেষ ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৮ রান। ৪৭ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৬ উইকেটে ২৭১ রান। আকিল ৩০ ও শেফার্ড ১৪ রানে ব্যাট করছেন। চাহাল ১০ ওভারে ৫৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।

23 Jul 2022, 02:49:41 AM IST

কিংকে ফেরালেন চাহাল

৪৪.৩ ওভারে চাহালের বলে শ্রেয়সের হাতে ধরা পড়েন কিং। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান কিং। ওয়েস্ট ইন্ডিজ ২৫২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোমারিও শেপার্ড। ৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ২৫৫ রান। ২৭ রানে ব্যাট করছেন আকিল।

23 Jul 2022, 02:36:31 AM IST

হাফ-সেঞ্চুরি কিংয়ের

২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ব্র্যান্ডন কিং। ৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৪৫ রান। জয়ের জন্য শেষ ৭ ওভারে ৬৪ রান দরকার ক্যারিবিয়ানদের। কিং ৫১ ও হোসেন ২২ রানে ব্যাট করছেন।

23 Jul 2022, 02:23:36 AM IST

১০ ওভারে দরকার ৯০ রান

জয়ের জন্য শেষ ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৯০ রান। তারা ৪০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুলেছে। ১১ বলে ১৩ রান করেছেন আকিল হোসেন। ৫২ বলে ৩৬ রান করেছেন ব্র্যান্ডন কিং।

23 Jul 2022, 02:14:11 AM IST

২০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

৩৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২১০ রান। শেষ ১২ ওভারে তাদের দরকার আরও ৯৯ রান। কিং ৩০ রানে ব্যাট করছেন। 

23 Jul 2022, 02:09:13 AM IST

পাওয়েলকে ফেরালেন চাহাল

৩৬.৫ ওভারে চাহালের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা পাওয়েল। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিল হোসেন।

23 Jul 2022, 02:03:10 AM IST

পুরানকে ফেরালেন সিরাজ

দরকারের সময়ে নিকোলাস পুরানকে ফিরিয়ে ভারতকে বড়সড় সাফল্য এনে দিলেন সিরাজ। ৩৫.১ ওভারে প্রসিধ কৃষ্ণার হাতে ধরা পড়েন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল। 

23 Jul 2022, 01:41:56 AM IST

ব্যাট চালাচ্ছেন পুরান

৩২তম ওভারে প্রসিধ কৃষ্ণার বলে পরপর ২টি ছক্কা মারেন পুরান। ৩৩তম ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা মারেন কিং। ৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ১৮২ রান। কিং ২৫ ও পুরান ২১ রান করেছেন।

23 Jul 2022, 01:28:52 AM IST

১৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। কিং ১১ ও পুরান ব্যক্তিগত ৬ রানে অপরাজিত রয়েছেন। 

23 Jul 2022, 01:15:38 AM IST

মায়ের্স আউট

২৫.৫ ওভারে শার্দুল ঠাকুরের বলে স্যামসনের দস্তানায় ধরা পড়েন কাইল মায়ের্স। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ৭৫ রান করে মাঠ ছাড়েন মায়ের্স। ওয়েস্ট ইন্ডিজ ১৩৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান।

23 Jul 2022, 01:04:49 AM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া ব্রুকসের

২৩.৪ ওভারে শার্দুল ঠাকুরের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন ব্রুকস। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্র্যান্ডন কিং।

23 Jul 2022, 12:55:13 AM IST

১০০ রানের পার্টনারশিপ

২১.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাঁকান ব্রুকস। সেই সুবাদে মায়ের্সের সঙ্গে তাঁর ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ হয়। ঠিক তার আগের ওভারে চাহালকে ১টি চার ও ১টি ছক্কা মারেন মায়ের্স। ২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১২৫ রান। মায়ের্স ৬৮ ও ব্রুকস ৪৪ রানে ব্যাট করছেন। 

23 Jul 2022, 12:44:56 AM IST

১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের দলগত সংগ্রহ ১০১ রান। ৫১ বলে ৫৪ রান করেছেন কাইল মায়ের্স। ৪৬ বলে ৩৪ রান করেছেন ব্রুকস।

23 Jul 2022, 12:32:22 AM IST

হাফ-সেঞ্চুরি মায়ের্সের

৮টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কাইল মায়ের্স। ১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৯৪ রান।মায়ের্স ৫০ ও ব্রুকস ৩২ রানে ব্যাট করছেন।

23 Jul 2022, 12:28:03 AM IST

পালটা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৮৮ রান। হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মায়ের্স। তিনি ৪৭ রানে ব্যাট করছেন। ৩০ রান করেছেন ব্রুকস।

23 Jul 2022, 12:14:01 AM IST

ব্যাট চালাচ্ছেন মায়ের্স

১১তম ওভারে অক্ষর প্যাটেলের বলে পরপর ৩টি চার মারেন কাইল মায়ের্স। ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৬৬ রান। ২৮ বলে ৩৯ রান করেছেন মায়ের্স।

23 Jul 2022, 12:06:53 AM IST

৫০ রানের গণ্ডি টপকে গেল ওয়েস্ট ইন্ডিজ

১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। ২৩ বলে ২৬ রান করেছেন কাইল মায়ের্স। ১৯ বলে ১৮ রান করেছেন ব্রুকস। মায়ের্স ৫টি ও ব্রুকস ৩টি চার মেরেছেন।

22 Jul 2022, 11:41:14 PM IST

শাই হোপকে ফেরালেন সিরাজ

৪.৫ ওভারে সিরাজের বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন শাই হোপ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ৭ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন ব্রুকস। সিরাজ ৩ ওবারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

22 Jul 2022, 11:35:59 PM IST

ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করা শুরু

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন কাইল মায়ের্স ও শাই হোপ। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে ৩ রান ওঠে।

22 Jul 2022, 10:53:31 PM IST

ওয়েস্ট ইন্ডিজকে কঠিন টার্গেট দিল ভারত

নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেটের বিনিময়ে ৩০৮ রান সংগ্রহ করে। শার্দুল ঠাকুর ৫ বলে ৭ রান করে নট-আউট থাকেন। ২ বলে ১ রান করেন মহম্মদ সিরাজ। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩০৯ রান।

22 Jul 2022, 10:47:21 PM IST

দীপক হুডা আউট

৪৮.৬ ওভারে জোসেফের বলে বোল্ড হন দীপক হুডা। একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন আলজারি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন দীপক। ভারত ২৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।

22 Jul 2022, 10:42:41 PM IST

অক্ষর প্যাটেল আউট

৪৮.৩ ওভারে আলজারি জোসেফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্য়াটেল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২১ রান করে আউট হন তিনি। ভারত ১৯৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ওভারের পঞ্চম বলে চার মারেন হুডা।

22 Jul 2022, 10:39:42 PM IST

সিলসের ওভারে ২০ রান

দীর্ঘ ৮ ওভার ভারত কোনও বাউন্ডারি মারতে পারেনি। অবশেষে ৪৭.১ ওভারে সিলসের বলে ছক্কা হাঁকান অক্ষর প্যাটেল। মাঝে একটি ওয়াইডের পরে সেই ওভারের দ্বিতীয় বলে চার মারেন প্যাটেল। শেষ বলে ছক্কা হাঁকান হুডা। ওভারে মোট ২০ রান ওঠে। ৪৮ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ২৯২ রান। ২৯ বলে ২২ রান করেছেন হুডা। ১৯ বলে ২০ রান করেছেন অক্ষর।

22 Jul 2022, 10:23:50 PM IST

৫ ওভারের খেলা বাকি

৪৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ২৬৩ রান। ২২ বলে ১১ রান করেছেন দীপক হুডা। ৮ বলে ৩ রান করেছেন অক্ষর প্যাটেল। ৫ ওভারের খেলা বাকি। ৩০০ রানের গণ্ডি ছুঁতে পারবে ভারত?

22 Jul 2022, 10:09:55 PM IST

১২ রান করে আউট সঞ্জু

২৫২ রানের মাথায় পঞ্চম উইকেট হারাল টিম ইন্ডিয়া। রোমারিও শেফার্ডের বলে LBW হলেন সঞ্জু স্যামসন। আউট হওয়ার সময়ে সঞ্জুর ব্যাক্তিগত স্কোর ছিল ১৮ বলে ১২ রান। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

22 Jul 2022, 10:01:29 PM IST

ভারত ২৫০ রান স্পর্শ করল 

৪০.৩ ওভারে ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। এই রান করতে এখনও পর্যন্ত চার উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। ৪১ ওভারে টিম ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৫০।

22 Jul 2022, 10:00:00 PM IST

৪০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৪৮

৪০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৪৮ রান। হাতে রয়েছে ১০ ওভার। সঞ্জু স্যামসন ১১ ও দীপক হুডা ১ রানে ব্যাট করছেন। স্কোর বোর্ডে আর কত রান তুলবে টিম ইন্ডিয়া?

22 Jul 2022, 09:52:35 PM IST

আউট হলেন সূর্যকুমার যাদব 

১৪ বলে মাত্র ১৩ রান করেই আউট হলেন সূর্যকুমার যাদব। আকিল হোসেনের বলে বোল্ড হন সূর্যকুমার যাদব। ভারতের স্কোর ৩৮.৪ ওভারে ৪ উইকেটে ২৪৭ রান। 

22 Jul 2022, 09:39:59 PM IST

৫৪ রান করে আউট শ্রেয়স আইয়ার

অর্ধশতরান করেই আউট হলেন শ্রেয়স আইয়ার। ৫৭ বলে ৫৪ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। ৩৬ ওভারে শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৩১ রান।

22 Jul 2022, 09:35:40 PM IST

শ্রেয়সের হাফ সেঞ্চুরি

মাত্র ৫৩ বলে অর্ধশতরান পূরণ করলেন শ্রেয়স আইযার। এদিনের ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স আইয়ার।

22 Jul 2022, 09:32:12 PM IST

সেঞ্চুরির দোরগোড়া থেকে আউট ধাওয়ান

৩৩.৪ ওভারে মোতির বলে ব্রুকসের হাতে ধরা পড়েন ধাওয়ান। ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে ৯৯ বলে ৯৭ রান করে মাঠ ছাড়েন গব্বর। নিশ্চিত শতরান হাতছাড়া করেন ভারত অধিনায়ক। ৩৪ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ২১৪। ৪৫ রানে ব্যাট করছেন শ্রেয়স। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

22 Jul 2022, 09:12:37 PM IST

শতরানের দিকে এগচ্ছেন ধাওয়ান

৩০ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৮৪ রান। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৮৪ রান করেছেন শিখর ধাওয়ান। শ্রেয়স আইয়ার ৪০ বলে ৩০ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

22 Jul 2022, 08:58:42 PM IST

১৫০ টপকাল ভারত

২৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৫২ রান। ২৬ ওভারে টিম ইন্ডিয়া ১ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ফেলে। ৭৫ বলে ৭০ রান করেছেন ধাওয়ান। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২৮ বলে ১৯ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ২টি চার মেরেছেন।

22 Jul 2022, 08:34:39 PM IST

২০ ওভারে ভারত ১ উইকেটে ১২৭

২০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২৭ রান। ৬০ বলে ৫৭ রান করেছেন ধাওয়ান। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন। শ্রেয়স ১ রানে ব্যাট করছেন।

22 Jul 2022, 08:27:42 PM IST

রান-আউট গিল

১৭.৪ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৬৪ রান করেন তিনি। ভারত ১১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

22 Jul 2022, 08:22:24 PM IST

হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। শুভমন গিলকে নিয়ে তিনি ভারতকে শক্ত ভিতে বসিয়ে দেন।

22 Jul 2022, 08:06:26 PM IST

১০০ ছুঁল ভারত

১৪ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। গিল ৪০ বলে ৫৪ রান করেছেন। ধাওয়ান ৪৪ বলে ৪১ রান করেছেন। 

22 Jul 2022, 08:01:32 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি গিলের

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ওয়ান ডে ক্রিকেটে এটিই শুভমনের প্রথম অর্ধশতরান। ভারত ১২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে। ৩৩ রানে ব্যাট করছেন ধাওয়ান।

22 Jul 2022, 07:54:31 PM IST

গিলের ব্যাটে ঝড়

১০ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান তুলেছে। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪১ রান করেছেন গিল। ৩২ বলে ২৮ রান করেছেন ধাওয়ান।

22 Jul 2022, 07:39:13 PM IST

৫০ টপকাল ভারত

জমাট শুরু টিম ইন্ডিয়ার। ৭ ওভারে ভারতে স্কোর বিনা উইকেটে ৫০ রান। ২৫ বলে ২৪ রান করেছেন শিখর। ১৭ বলে ২২ রান করেছেন শুভমন গিল।

22 Jul 2022, 07:30:59 PM IST

৫ ওভারে সাফল্য নেই ওয়েস্ট ইন্ডিজের

৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৬ রান করেছেন ধাওয়ান। ১৩ বলে ১৮ রান করেছেন শুভমন গিল। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

22 Jul 2022, 07:18:22 PM IST

আগ্রাসী ব্যাটিং গিলের

তৃতীয় ওভারে জোসেফের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন গিল। লেগ-বাই হিসেবে চার রান পেয়ে যায় ভারত। তৃতীয় ওভারে ১৫ রান ওঠে। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২৯ রান। ৯ বলে ১৬ রান করেছিন গিল। ৯ বলে ৯ রান করেছেন ধাওয়ান।

22 Jul 2022, 07:15:04 PM IST

বাউন্ডারিতে খাতা খোলেন গিল

দ্বিতীয় ওভারে সিলসের প্রথম বলেই চার মেরে খাতা খোলেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে ৬ রান ওঠে। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪ রান।

22 Jul 2022, 07:03:40 PM IST

ধাওয়ানের জোড়া বাউন্ডারিতে ম্যাচ শুরু

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন আলজারি জোসেফ। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন ধাওয়ান। প্রথম ওভারে ৮ রান ওঠে।

22 Jul 2022, 06:55:41 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

শাই হোপ (উইকেটকিপার), ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (ক্যাপ্টেন), রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, কাইল মায়ের্স, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও জয়ডেন সিলস।

22 Jul 2022, 06:52:34 PM IST

করোনা আক্রান্ত হোল্ডার

করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারলেন না জেসন হোল্ডার। চোট সারিয়ে দলে ফিরলেন মায়ের্স।

22 Jul 2022, 06:45:57 PM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, শ্রেয়স আইয়ার (ভাইস ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

22 Jul 2022, 06:43:51 PM IST

ছিটকে গেলেন জাদেজা

হাঁটুর চোটে মাঠে নামতে পারলেন না রবীন্দ্র জাদেজা। তাঁর বদলে ধাওয়ানের ডেপুটির দায়িত্ব পালন করবেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেনে জায়গা হল না ইশান কিষাণের। উইকেটকিপিং করবেন সঞ্জু স্যামসন।

22 Jul 2022, 06:35:26 PM IST

টস জিতল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক নিকোলাস পুরান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, কুইন্স পার্ক ওভালে ভারত টস হেরে শুরুতে ব্যাট করবে। ভারত অধিনায়ক শিখর ধাওয়ান যদিও স্পষ্ট জানালেন যে, টস জিতলে তিনি রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন।

22 Jul 2022, 05:14:57 PM IST

ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য ভারতের ওয়ান ডে স্কোয়াড

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।

22 Jul 2022, 05:13:20 PM IST

টানা একডজন সিরিজ জয়ে নজর ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা একডজন ওয়ান ডে সিরিজ জয়ে নজর ভারতের। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত গত ১৫ বছরে ভারত ঘরে-বাইরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পরপর ১১টি ওয়ান ডে সিরিজ জিতেছে। কোনও একটি দেশের বিরুদ্ধে একটানা সব থেকে বেশি ওয়ান ডে সিরিজ জয়ের নিরিখে ভারত ইতিমধ্যেই যুগ্মভাবে রেকর্ড গড়েছে। পাকিস্তান টানা ১১টি ওয়ান ডে সিরিজ জিতেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সুতরাং, এবার নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হারালে একটানা ১২টি সিরিজ জয়ের একক বিশ্বরেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

টানা ছয় মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়, কী হয়েছে?‌ কেমন আছেন?‌ বিয়ের পিঁড়িতে বসার আগে ভুলেও করবেন না এই ভুল, জিরো লাগবে ‘ফ্য়াশন সেন্স’ মেলায় চোলাই মদ বিক্রি রুখতে লাঠি হাতে নিয়ে প্রতিবাদ জানাল প্রমীলা বাহিনী মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করিনার, দুই ছেলের জন্য কী চেয়ে আনলেন বেবো? দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন বাংলা নববর্ষের পরেই, কোনদিন? ঘোষণা মুখ্যমন্ত্রীর ব্যর্থ হল শাহবাজের একক লড়াই, বাংলাকে ছিটকে দিয়ে মুস্তাক আলির শেষ চারে হার্দিকরা দিলীপ কুমারের মতো আর কোন মুসলিম তারকা সিনেমার জন্য নাম বদলেছিলেন ‘আমাকে ছেড়ে বিয়েতে বসে পড়েছো….’, কিরণের নামে নালিশ প্রেমিকার, বিয়ে বং গাইয়ের? ‘স্বামী-শ্বশুরবাড়ির লোকেদের ফাঁসাতে কিছু মহিলা আইনের অপব্যবহার করছেন’ নভশ্চরদের উদ্ধার কীভাবে হবে?গগনযানের ‘রিকভারি ট্রায়াল’ সম্পন্ন করল নৌসেনা ও ইসরো

IPL 2025 News in Bangla

১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.