টিম ইন্ডিয়ার ওপেনার ইশান কিষান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করলেন এবং সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৩ ইনিংসে মোট ১৮৪ রান করেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। তার গড় ৬১.৩৩ এবং এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১.৫২। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২১টি চার ও ৫টি ছক্কা। এই সিরিজে দুই দলের অন্য কোনও ব্যাটসম্যান দুটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি। এই কারণে ওডিআই সিরিজের প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পান ইশান কিষাণ। তবে সিরিজের সেরা হয়েও ইশান কিষানের একটা আক্ষেপ রয়ে গিয়েছে।
ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে ইশান কিষান বলেছেন, ‘আমি যে ফিনিশিং দিয়েছি তাতে আমি ততটা খুশি নই। সেট হওয়ার পর আমাকে বড় স্কোর করতে হয়েছিল। আমার সিনিয়ররাও আমাকে একটাই কথা বলেছিল, আমার ক্রিজে থাকা উচিত ছিল এবং বড় রান করা উচিত ছিল। এটা করা উচিত ছিল। পরের বার আমি একই চেষ্টা করব, আমি মাঝখানে সেট করব এবং বড় স্কোর করব। এই পর্যায়ে সেট আপ করা গুরুত্বপূর্ণ। শেষ খেলাটি ভুলে যাওয়া এবং শূন্য থেকে শুরু করা গুরুত্বপূর্ণ। আমি একটা সময়ে একটি খেলার কথাই ভাবি।’
শুভমন গিলের সঙ্গে ব্যাটিং শুরু করার বিষয়ে ইশান কিষান বলেন, ‘সে একজন অসাধারণ খেলোয়াড়, আমি দেখেছি সে কীভাবে বলটি মিডল করে। তার ব্যাটের মাঝখান থেকে বল বের হওয়া দেখেও আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এই স্তরে জেতা সবসময় গুরুত্বপূর্ণ, এই গেমগুলি থেকে শেখা গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করছিলাম এবং কোনও বল যেতে দিইনি। সকলকেই খুব ইতিবাচক দেখাচ্ছে। আমি এখানে কয়েকটি টুর্নামেন্ট খেলেছি এবং আমি জানি এখানকার উইকেট কীভাবে খেলে, আমি আসলে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ টুনামেন্ট রয়েছে, আমরা সেইগুল নিয়ে ভাবছি।’
ম্যাচের কথা বললে, ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছিল, দ্বিতীয় ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের নামে ছিল। তৃতীয় ম্যাচ জিতে ভারত ২-১ এর ব্যবধানে সিরিজ জিতে নেয়। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ৩৫.৩ ওভারে মাত্র ১৫১ রান তুলতে সক্ষম হয়। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর চারটি, মুকেশ তিনটি ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। ব্যাট হাতে ইশান কিষান ৭৭ রান, শুভমন গিল ৮৫ রান, সঞ্জু স্যামসন ৫১ রান ও হার্দিক পান্ডিয়া ৭০ রানের ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ৩৫ রানের ইনিংস খেলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।