বাংলা নিউজ > ময়দান > সামনেই কমনওয়েলথ গেমস, একনজরে গেমসের মঞ্চে ভারতের ঐতিহাসিক মুহূর্ত

সামনেই কমনওয়েলথ গেমস, একনজরে গেমসের মঞ্চে ভারতের ঐতিহাসিক মুহূর্ত

সামনেই কমনওয়েলথ গেমস। ছবি: টুইটার

লাভলিনা, সিন্ধু, মীরাবাইদের উপর পদক জয়ের আশা রয়েছে কোটি কোটি ভারতীয়ের। এমন আবহে দাঁড়িয়ে আসুন একনজরে জেনে নেওয়ার চেষ্টা করি কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহাসিক যাত্রাপথের ইতিহাসকে‌।

শুভব্রত মুখার্জি: হাতে রয়েছে আর সপ্তাহখানেক সময়। তারপরেই বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। এবারের গেমসে ভালো ফল করার আশাতেই রয়েছে ভারতীয় দল। টোকিও অলিম্পিক গেমসে ভারত ভালো ফল করার পরে সেই আশা আরও দৃঢ় হয়েছে। লাভলিনা, সিন্ধু, মীরাবাইদের উপর পদক জয়ের আশা রয়েছে কোটি কোটি ভারতীয়ের। এমন আবহে দাঁড়িয়ে আসুন একনজরে জেনে নেওয়ার চেষ্টা করি কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহাসিক যাত্রাপথের ইতিহাসকে‌।

১) ১৯৩৪ সালে প্রথমবার ভারত কমনওয়েলথ গেমসে খেলেছিল। সেবার লন্ডনে বসেছিল আসর। মোট ছয়জন প্রতিযোগী সেবার ভারতকে প্রতিনিধিত্ব করেন। একমাত্র অ্যাথলেটিক্স এবং কুস্তিতেই ভারত অংশ নিয়েছিল। সেবার ভারতের হয়ে একমাত্র পদকটি জিতেছিলেন কুস্তিগীর রশিদ আনোয়ার।

২) ভারত কমনওয়েলথ গেমসে তাদের প্রথম সোনা জিতেছিল ১৯৫৮ সালে। সেবার কার্ডিফে বসেছিল আসর। ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন 'উড়ন্ড শিখ' মিলখা সিং।

৩) ভারতের হয়ে প্রথম মহিলা হিসেবে পদক জেতেন আমি ঘিয়া এবং কার্নাল ঠক্কর সিংয়ের জুটি। তারা এই কৃতিত্ব অর্জন করেন ১৯৭৮ সালের গেমসে। সেবারের আসর বসেছিল কানাডার, এডমন্টনে।

৪) অ্যাথলেটিক্সে মিলখা সিংয়ের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জেতেন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। ২০১০ সালে দিল্লি গেমসে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

৫) ১৯৯৮ সালে কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে ভারত পায় তার প্রথম মহিলা সোনাজয়ীকে। ৫০ মিটার রাইফেল প্রোনে সোনা জেতেন রূপা উন্নিকৃষনন।

৬) কমনওয়েলথ গেমসের ইতিহাসে এখন পর্যন্ত ভারত মোট ৫০৩টি পদক জিতেছে।

৭) ১৯৩৮ সিডনি এবং ১৯৫৪ ভ্যানকুভার গেমস থেকে ভারতকে খালি হাতেই ফিরতে হয়েছিল।

৮) ২০১০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার পথে দিল্লি ৪৬-২২ ভোটে হারিয়েছিল এডমন্টনকে।

৯) ২০০২ সালের ম্যাঞ্চেস্টার গেমসের পর থেকে ভারত মেডেল তালিকায় প্রথম পাঁচের বাইরে কোনওদিন থাকেনি।

১০) মহাভারতে অভিনয় করা প্রবীন কুমার সবতি ১৯৬৬ সালে কিংস্টন জামাইকাতে পুরুষদের হ্যামার থ্রোতে রূপো পেয়েছিলেন।

১১) ২০০৬ সালে প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে গেমসে ভারতের হয়ে পদক (ব্রোঞ্জ) জিতেছিলেন ডিসকাস থ্রোয়ার রঞ্জিত কুমার।

১২) ভারতের হয়ে কমনওয়েলথ গেমসের মঞ্চে সবথেকে সফল অ্যাথলিট শুটার যশপাল রানা। তিনি মোট ১৫টি মেডেল জিতেছিলেন।

১৩) ২০১০ সালের গেমসে ভারতের হয়ে সবচেয়ে বড় কন্টিনজেন্ট অংশ নিয়েছিল। সেবার দলে ছিল ৪৯৫ জন প্রতিযোগী।

১৪) বার্মিংহামে ভারতীয় দলের হয়ে অংশ নেবেন ৩২২ জন প্রতিযোগী।

বন্ধ করুন