পুরুষদের যুব হকি বিশ্বকাপে বড়সড় সাফল্য পেল ভারতীয় পুরুষ হকি দল। অ্যাওয়ে ম্যাচে কোয়ার্টার ফাইনালে পরাজিত করল হকি বিশ্বের প্রভাবশালী দল নেদারল্যান্ডসকে। একটি রুদ্ধশ্বাস ম্যাচ জয় দিয়ে শেষ করল সিআর কুমারের ছেলেরা। এই জয় তাদের নিয়ে গেল টুর্নামেন্টের সেমিফাইনালে। ডাচ বাহিনীদের বিরুদ্ধে আক্রমণ-পালটা আক্রমণের একটি উত্তেজনায় ভরা ম্যাচ তারা শেষ করল ৪-৩ ফলাফলে। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে কামব্যাক করে জয়। পাশাপাশি, এদিন টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ডেলমির ছেলেরা। ম্যাচের শুরুতে লাগাতার আক্রমণ করেও সুযোগ কাজে লাগাতে পারলোনা তারা। ট্যাকটিকল খেলেও দাঁড়াতে পারল না উত্তম সিংদের সামনে।
সোমবার মালয়েশিয়ায় কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হয় ডাচ বাহিনীদের। প্রথম থেকে আক্রমণ করেও শেষে ম্যাচ জিততে না পারার জেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ে ডাচ সমর্থকরা। ম্যাচের শুরুরদিকে লাগাতার আক্রমণ আসে থিয়েরী ব্রিনকমেনদের থেকে। যদিও এরপর থেকে ম্যাচে এগিয়ে যায় ভারত। দুই অর্ধেই দেখা যায় জমজমাটি অ্যাটাকিং-কাউন্টার অ্যাটাকিং খেলা। খেলাটি শেষ হয় ৪-৩ গোলে। প্রথমদিকে দুই গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপরই ঘুরতে শুরু করে ম্যাচের চাকা। দ্রুত নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে ম্যাচে ফেরে ভারত। প্রথম গোলটি হয় ৩৪ মিনিটের মাথায় এবং দ্বিতীয়টি হয় ৩৫ মিনিটে।
এরপর ফের লিড নিয়ে নেদারল্যান্ড। ৪৪ মিনিটের মাথায় গোল করেন হট্টেন্সিয়াস। এরপর পুরো ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসে টিম ইন্ডিয়ার বাকি দুটি গোল আসে ৫২ মিনিট ও ৫৭ মিনিটে। গোল দুটি করেন অধিনায়ক উত্তম সিং এবং সৌরভ। ম্যাচের সেরা হন রোহিত। প্রতিযোগিতার পরবর্তী ম্যাচটি হবে আজ, অর্থাৎ ১২ ডিসেম্বর ২০২৩। এদিন খেলা হবে দুটি ম্যাচ। প্রথমটিতে ফ্রান্স মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার এবং দ্বিতীয়টিতে স্পেন মুখোমুখি হবে পাকিস্তানের। এবার দেখার বিষয়, কার বিরুদ্ধে ভারত খেলবে সেমিফাইনালে।
উল্লেখ্য, 'পুরুষদের এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপের এই মরশুম শুরু হয়েছে ৫ই ডিসেম্বর। এবং এই টুর্নামেন্ট চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এখনও পর্যন্ত খেলা হয়েছে ২৯টি ম্যাচ এবং গোল হয়েছে মোট ১৭৭টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন হুগো। তাঁর মোট গোলের সংখ্যা ৭। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত এই ট্রফি কার দখলে যায়? ভারত কি চ্যাম্পিয়ন হতে পারবে? তা সময় বলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।