বাংলা নিউজ > ময়দান > ভারত চাইলে, তিনটে একাদশও নামাতে পারে- ইশান, শুভমনের সঙ্গে কথা বলার সময়ে দাবি লারার

ভারত চাইলে, তিনটে একাদশও নামাতে পারে- ইশান, শুভমনের সঙ্গে কথা বলার সময়ে দাবি লারার

লারার সঙ্গে শুভমন গিল এবং ইশান কিষান।

বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, শুভমন গিল এবং ইশান কিষানের সাক্ষাৎকার নিচ্ছেন ব্রায়ান লারা। সেখানেই তিনি দাবি করেছেন, ভারত চাইলে তৃতীয় একাদশও বেছে নিতে পারে।

ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভার সম্ভার দেখার পর ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা দাবি করেছেন যে, টিম ইন্ডিয়া এই মুহূর্তে দু'টি সিনিয়র পুরুষ টিম কেন, চাইলে তৃতীয় একাদশও নামিয়ে ফেলতে পারে।

তৃতীয় ওডিআই-এ ২০০ রানে জয়ের পর লারা ভারতীয় দলের দুই উঠতি প্লেয়ার শুভমন গিল এবং ইশান কিষানের সাক্ষাৎকার নেন। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে ব্রায়ান লারা সাক্ষাৎকারের সময়েই দাবি করেছেন, ‘ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতোই। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। এই মুহুর্তে, ভারত একটি দ্বিতীয় একাদশ এমন কী তৃতীয় একাদশও বেছে নিতে পারে। এই অ্যাকাডেমিতে প্রতিভাবান তরুণদের দেখে আমি ভীষণ গর্বিত বোধ করছি।’

সাক্ষাৎকারের শুরুতেই লারাকে বলতে শোনা যায়, ‘আমার নামের ক্রিকেট স্টেডিয়ামে ইাশান কিষান ও শুভমন গিল দুই তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলছি।’ ইশানকে জিজ্ঞেস করেছিলেন লারা, তিনি দ্বিশতরান করার সময়ে তাঁর মাথায় কোনও পরিকল্পনা ছিল কিনা। এর উত্তরে ইশান জানান, তাঁর মাথায় ডাবল সেঞ্চুরির ভাবনা ছিল। কিন্তু দলের পরিস্থিতি অনুযায়ী তিনি খেলেছেন।

আরও পড়ুন: ভারতের উপর প্রত্যাশার চাপ, পাকিস্তানের তা থাকবে না, মাইন্ডগেম শুরু করে দিলেন আক্রম

পাশাপাশি ইশান জানান, তিনি লারার থেকেও কী কী শিখেছেন। তরুণ উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘আমি শুনেছি আপনি বেশির ভাগ সময়েই লাঞ্চ পর্যন্ত ব্যাট করতেন। তার পর লাঞ্চের সময়ে অনুশীলন করে আবার ব্যাট করতে নামতেন। এটা আপনার কাছ থেকে শিখেছি।’

এর পরেই ইশান বলেন, ‘আমাকে একবার ইন্সটাগ্রামে মেসেজ করেছিলেন। যা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা ভেবে যে, সত্যিই আপনি আমাকে মেসেজ করেছেন? ক্রিকেটের কিংবদন্তি আমাকে মেসেজ করেছেন, এতে আমি ভীষণ খুশি হয়েছিলাম।’

আরও পড়ুন: কেউ সেঞ্চুরি না করেও ৩৫১, আগে কখনও করেনি ভারত

তিনি যোগ করেছেন, ‘এখানে পারফর্ম করা, যেখানে আপনার নাম বোর্ডে আছে, আমার জন্য সত্যিই বিশেষ ছিল। এবং আমি আপনার ইনিংসের হাইলাইটগুলি দেখতে পছন্দ করি, আপনি কী ভাবে এটি করতেন (হাই ব্যাকলিফ্ট) এবং শট খেলতেন, সবটাই দেখি।’ কিষান একথাও বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের তরুণ খেলোয়াড়দের কাছে যখন লারার মতো কেউ থাকেন, তখন তাঁদের সাহায্যের জন্য অন্য কিছুর আর দরকার পড়ে না।

শুভমন আবার বলেন, ‘আপনাকে দেখলেই আমার যা মনে পড়ে, তা হল বোলারদের আপনার পেটানো। লাল বলে আপনার খেলা যখনই দেখেছি, নজরে পড়েছে আপনি বোলারদের কী ভাবে চ্যালেঞ্জে ফেলে দিতেন। প্রথম বল থেকেই আপনি বোলারদের মোকাবিলা করতেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করতেন। এটি সত্যিই ছোটবেলায় আমার কাছে অনুপ্রেরণা ছিল। সব ফরম্যাটেই আপনাকে দেখেছি, কী ভাবে খেলায় আধিপত্য বিস্তার করতেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Fact Check: লোকসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো মমতার পুরনো ছবি খুন হয়ে যেতে পারি, হাইকোর্টে গেলেন গঙ্গাধর, সন্দেশখালিতে ডিভিয়ো 'কাঁটা' ‘এই সুযোগ জীবনে আসবে ভাবিনি’, সারেগামাপার মঞ্চে অনির্বাণ-অভিজিৎ যুগলবন্দি! Bangladesh বনাম Zimbabwe ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? কার কথায় ইশান ও শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় BCCI, খোলসা করলেন জয় শাহ Fact Check: নকল আঙুলের সাহায্যে ভোটে কারচুপির প্ল্যান? ভাইরাল ছবির সত্যতা জানুন মাতৃ দিবসে মাকে জানান বুক ভরা ভালোবাসা, সেলিব্রেট করুন হ্যাপি মাদার্স ডে রেগুলার ভাজাভুজি খান? আপনার আয়ু ৩০ বছর পর্যন্ত কমে যেতে পারে 'বিয়ের আংটির সঙ্গে তুলনা অবান্তর...' শাঁখা-পলা বিতর্কে সরব পিয়া-ইমন-উষসীরা সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা

Latest IPL News

সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা ‘ক্রিকেটারদেরও মান সম্মান আছে’, রাহুলের পাশে দাঁড়িয়ে গোয়েঙ্কাকে এক হাত শামির ৩৫-এর বিরাট যেন মানুষ নয় যন্ত্র, রান মেশিন কোহলি তাক লাগালেন সুপার রান আউট করে ৫০ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি নিজেকে ধোনি মনে করছেন, হার্দিকের অধিনায়কত্বে অহংকার দেখা যাচ্ছে- ডি'ভিলিয়ার্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.