বাংলা নিউজ > ময়দান > IND vs AFG: স্থগিত ভারত-আফগানিস্তান ODI সিরিজ, WTC ফাইনালের পরে মাস খানেকের ছুটি রোহিতদের- রিপোর্ট

IND vs AFG: স্থগিত ভারত-আফগানিস্তান ODI সিরিজ, WTC ফাইনালের পরে মাস খানেকের ছুটি রোহিতদের- রিপোর্ট

বিরাট কোহলি ও মহম্মদ নবি। ছবি- আইসিসি।

India vs Afghanistan: বিসিসিআই অথবা আফগানিস্তান ক্রিকেট বোর্ড, কোনও তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়নি এখনও।

শুভব্রত মুখার্জি: ৭ জুন ওভালে শুরু হবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ডব্লিউটিসির ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে যুযুধান দুই প্রতিপক্ষ ভারত এবং অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া আইপিএল খেলার কয়েকদিনের মধ্যেই এই ডব্লিউটিসি ফাইনালে নামতে চলেছেন ভারতীয় দলের প্রায় সব সদস্য। এই ফাইনাল শেষ হওয়ার পরেই রশিদ খানদের বিরুদ্ধে সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সূত্রের খবর আপাতত সেই সিরিজ নাকি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আর তা যদি সত্যি হয়, তাহলে ডব্লিউটিসি ফাইনালের পরে মাসখানেকের ছুটি পেতে চলেছেন রোহিত শর্মারা।

বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রথমে দুই দেশের একদিনের সিরিজ খেলার কথা ছিল। পরে দুই বোর্ড ঠিক করে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার। আর এখন যা অবস্থা তাতে আপাতত এই সিরিজ এই মুহূর্তে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। যদিও বিসিসিআই অথবা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কারুর তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করা হবে।

এই সিরিজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল। এই সিরিজ না হলে বিশ্বকাপের আগে এক মাসেরও কিছুটা বেশি সময় ছুটি পেতে চলেছেন রোহিত-বিরাট কোহলিরা।

আরও পড়ুন:- The Ashes: দরকারের সময় জাতীয় দলের পাশে দাঁড়াতে প্রস্তুত, অ্যাসেজেই অবসর ভেঙে ফিরতে পারেন মইন- রিপোর্ট

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ‘হ্যা ডব্লিউটিসি ফাইনালের পরে একটা বড় সময় ভারতীয় দল পাবে বিশ্রামের জন্য। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই আফগানিস্তান সিরিজ যাতে হয় তার জন্য একটা নির্দিষ্ট সময় বের করে নিতে। তবে এই মুহূর্তে বিষয়টা বেশ কঠিন।’

তিনি আরও বলেন, ‘ব্রডকাস্টারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে তাতে করে বিষয়টা একটু কঠিন হয়ে গেছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও রয়েছে। ফলে ক্রিকেটাররা দারুণ একটা সুযোগ পেয়েছে কিছুটা বিশ্রামের।’

আরও পড়ুন:- খালি গা, পরনে ধুতি, মন্দির চত্বরে বেদ পাঠশালার কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন KKR তারকা- ভিডিয়ো

বিসিসিআইয়ের সূত্র মারফত খবর, এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ার অন্যতম কারণ হল ব্রডকাস্টারের অনুপস্থিতি। কারণ অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের পরেই ডিজনি-স্টারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিসিসিআইয়ের। ফলে বোর্ডের হাতে কোনও ব্রডকাস্টার থাকছে না যারা খেলাটা দেখাতে পারে। বিসিসিআই কিছুদিনের মধ্যেই মিডিয়া রাইটসের নিলাম করবে। তবে যতটা আশা করা গিয়েছিল তার থেকে একটু বেশি সময় নিচ্ছে এই টেন্ডার বের করতে। ফলে ভারত বনাম আফগান সিরিজের জন্য একজন অস্থায়ী ব্রডকাস্টারকে খোঁজা হয়েছিল বিসিসিআইয়ের তরফে। যে বিষয়ে তারা এখনও কোন সবুজ সঙ্কেত পায়নি কোন ব্রডকাস্টারের তরফে। তবে এই সিরিজ যেহেতু সেরকম 'হাই ভ্যালু' সিরিজ হবে না সুতরাং বিসিসিআই বা ব্রডকাস্টার কেউ অস্থায়ী কোন চুক্তিতে যেতে নারাজ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, 'বেহেড মাতাল' জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা? ‘‌আমরা সু্প্রিম কোর্ট তত্ত্বাবধানে ২০২৪ নির্বাচন চাই’‌, বিজেপিকে ঠুকে দাবি ডেরেক গাড়ি চালাচ্ছিলেন ১০৩ বছরের মহিলা, পুলিশ ধরে তাঁকেই চালান দিল! বোল্ড আউটফিটে শিল্পা, ‘কোমরের হাড় বেরিয়ে এসেছে নাকি?', প্রশ্ন নেটপাড়ার সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল লোকসভার আগে মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন কমল ঘনিষ্ঠ জাফর কোটায় আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, ‘অ্যান্টি হ্যাঙ্গিং ডিভাইস’ থাকায় বাঁচল প্রাণ কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.