HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: ব্যর্থ শ্রেয়সের একক লড়াই, প্রথম T20 ম্যাচে দাপুটে জয় ইংল্যান্ডের

IND vs ENG: ব্যর্থ শ্রেয়সের একক লড়াই, প্রথম T20 ম্যাচে দাপুটে জয় ইংল্যান্ডের

ভারতকে ৮ উইকেটে পরাজিত করেন মর্গ্যানরা।

দাপুটে জয় ইংল্যান্ডের। ছবি- বিসিসিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এবার শুরু ৫ ম্যাচের টি-২০ সিরিজ। মর্গ্যানদের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ দিয়েই ঘরের মাঠে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে ভারত। যদিও শুরুতেই কোহলিদের হারের মুখ দেখতে হয়। ইংল্যান্ডের কাছেও এই সিরিজটা টি-২০ বিশ্বকাপের স্টেজ রিহার্সাল হিসেবে বিবেচিত হচ্ছে।

12 Mar 2021, 10:34 PM IST

ম্যাচের সেরা আর্চার

৪ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জোপ্রা আর্চার।

12 Mar 2021, 10:20 PM IST

সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।

12 Mar 2021, 10:19 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

ভারতের হয়ে ১টি করে উিকেট নেন যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর।

12 Mar 2021, 10:18 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৪৯, জোস বাটলার ২৮, ডেভিড মালান অপরাজিত ২৪ ও বেয়ারস্টো অপরাজিত ২৬ রান করেন।

12 Mar 2021, 10:13 PM IST

ম্যাচ জিতল ইংল্যান্ড

১৬তম ওভারের তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দরকে ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডকে ম্যাচ জেতান ডেভিড মালান। ইংল্যান্ড ২ উইকেটে ১৩০ রান তুলে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

12 Mar 2021, 10:10 PM IST

১৫ ওভারে ইংল্যান্ড ১২২/২

১৫ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। শার্দুল ঠাকুরের ৮ বলের ওভারে ৮ রান ওঠে।

12 Mar 2021, 09:59 PM IST

ইংল্যান্ড ১০০

ইনিংসের ১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। ১৩ ওভার শেষে ব্রিটিশরা ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে। বেয়ারস্টো ১৬ ও মালান ১৪ রানে ব্যাট করছেন।

12 Mar 2021, 09:51 PM IST

জেসন রয় আউট

নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন জেসন রয়। ১২তম ওভারের প্রথম বলে ওয়াশিংটন সুন্দর ফেরত পাঠালেন ব্রিটিশ ওপেনারকে। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৯ রান করে এলবিডব্লিউ হন তিনি। ইংল্যান্ড ৮৯ রানে ২ উইকেট হারায়।

12 Mar 2021, 09:48 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৮১/১

১০ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটে ৮১ রান তুলেছে।

12 Mar 2021, 09:33 PM IST

বাটলার আউট

ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে যুজবেন্দ্র চাহাল আউট করেন বাটলারকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৮ রান করে এলবিডব্লিউ হন তিনি। ইংল্যান্ড ৮ ওভার শেষে ৭২ রানে ১ উইকেট হারায়।

12 Mar 2021, 09:28 PM IST

পাওয়ার প্লে শেষ

৬ ওভারে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৫০ রান তুলেছে। বাটলার ২৬ ও জেসন রয় ২৪ রান করেছেন।

12 Mar 2021, 09:15 PM IST

৪ ওভারে ইংল্যান্ড ২৯/০

৪ ওভারে ইংল্যান্ড কোনও উইকেটে না হারিয়ে ২৯ রান তুলেছে।

12 Mar 2021, 09:04 PM IST

২ ওভারে ইংল্যান্ড ১০/০

২ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ১০ রান তুলেছে।

12 Mar 2021, 09:03 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং শুরু

ইংল্যান্ডের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। বোলিং শুরু করেন অক্ষর প্যাটেল।

12 Mar 2021, 08:51 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে আর্চার ২৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আদিল রশিদ, মার্ক উড, ক্রিস জর্ডন ও বেন স্টোকস ১টি করে উইকেট দখল করেন।

12 Mar 2021, 08:49 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

ভারতের হয়ে ধাওয়ান ৪, রাহুল ১, কোহলি ০, পন্ত ২১, আইয়ার ৬৭, হার্দিক ১৯, শার্দুল ০, ওয়াশিংটন অপরাজিত ৩ ও অক্ষর অপরাজিত ৭ রান করেন।

12 Mar 2021, 08:46 PM IST

ইনিংস শেষ

ভারত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে। সুন্দর ৩ ও অক্ষর ৭ রানে অপরাজিত থাকেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২০ ওভারে ১২৫ রান।

12 Mar 2021, 08:45 PM IST

আউট আইয়ার

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে আউট হলেন আইয়ার। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৬৭ রান করে জর্ডনের শিকার হন তিনি। মালানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স। ভারত ১১৭ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষর।

12 Mar 2021, 08:39 PM IST

১৯ ওভারে ভারত ১১৪/৬

১৯ ওভার শেষে ভারত ৬ উইকেটে ১১৪ রান তুলেছে।

12 Mar 2021, 08:30 PM IST

শার্দুল আউট

ব্যাট চালানোর জন্য শার্দুলকে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়। তবে তিনি প্রথম বলেই আউট হয়ে বসেন। খাতা খোলার আগেই আর্চারের বলে মালানের হাতে ধরা পড়েন তিনি। ভারত ১০২ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান সুন্দর। ১৮ ওভারে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলেছে।

12 Mar 2021, 08:28 PM IST

পান্ডিয়া আউট

১৮তম ওভারের দ্বিতীয় বলে পান্ডিয়াকে ফেরালেন আর্চার। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ১৯ রান করে জর্ডনের হাতে ধরা পড়েন তিনি। ভারত ১০২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।

12 Mar 2021, 08:25 PM IST

শ্রেয়সের হাফ-সেঞ্চুরি

১৭তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার।৩৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন তিনি। ভারত ১৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০২ রান তোলে।

12 Mar 2021, 08:23 PM IST

১৬ ওভারে ভারত ৯২/৪

১৬ ওভারে ভারত ৪ উইকেটে ৯২ রান তুলেছে। আর্চারের প্রথম ২টি বলে বাউন্ডারি মারেন শ্রেয়স।

12 Mar 2021, 08:19 PM IST

১৫ ওভারে ভারত ৮৩/৪

১৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেটের বিনিময়ে ৮৩ রান তোলে। চতুর্থ ও পঞ্চম বলে স্টোকসে একটি ছক্কা ও একটি চার মারেন পান্ডিয়া।

12 Mar 2021, 08:11 PM IST

১৪ ওভারে ভারত ৭১/৪

১৪ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে। শ্রেয়স ৩৯ ও হার্দিক ৬ রানে ব্যাট করছেন।

12 Mar 2021, 08:04 PM IST

১৩ ওভারে ভারত ৬৩/৪

১৩ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে।

12 Mar 2021, 08:02 PM IST

১২ ওভারে ভারত ৫৮/৪

১২ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ৫৮ রান তুলেছে। শ্রেয়স ৩১ রানে ব্যাট করছেন।

12 Mar 2021, 08:01 PM IST

১১ ওভার শেষে ভারত ৫৫/৪

১১ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে।

12 Mar 2021, 07:51 PM IST

ভারত ৫০

ইনিংসের ১১তম ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করে।

12 Mar 2021, 07:50 PM IST

পন্ত আউট

দশম ওভারে স্টোকসের শেষ বলে আউট হন ঋষভ পন্ত। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২১ রান করে বেয়ারস্টোর হাতে ধরা পড়েমন তিনি। ভারত ৪৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।

12 Mar 2021, 07:46 PM IST

৯ ওভারে ভারত ৪০/৩

৯ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। পন্ত ২০ ও আইয়ার ১৫ রান করে অপরাজিত রয়েছেন।

12 Mar 2021, 07:41 PM IST

৮ ওভারে ৩৪/৩

৮ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৩৪ রান তুলেছে। পন্ত ১৯ ও আইয়ার ১০ রানে ব্যাট করছেন।

12 Mar 2021, 07:36 PM IST

৭ ওভার শেষে ভারত ২৯/৩

৭ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ২৯ রান তুলেছে। পন্ত ১৭ ও আইয়ার ৭ রানে ব্যাট করছেন।

12 Mar 2021, 07:31 PM IST

পাওয়ার প্লে শেষ

৬ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ২২ রান তুলেছে। পন্ত ১৬ ও শ্রেয়স ১ রানে ব্যাট করছেন।

12 Mar 2021, 07:26 PM IST

ধাওয়ান আউট

পঞ্চম ওভারে মার্ক উডের শেষ বলে আউট হলেন শিখর ধাওয়ান। ১২ বলে ৪ রান করে বোল্ড হন তিনি। ভারত ২০ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

12 Mar 2021, 07:22 PM IST

প্রথম ছক্কা

চতুর্থ ওভারের পঞ্চম বলে ম্যাচের প্রথম ছক্কা হাঁকান পন্ত। আর্চারের ওভারের শেষ বলেও বাউন্ডারি মারেন তিনি। চতুর্থ ওভারে ১১ রান ওঠে। ভারত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে। পন্ত ব্যাট করছেন ৮ বলে ১৪ রান করে।

12 Mar 2021, 07:17 PM IST

প্রথম বাউন্ডারি

তৃতীয় ওভারের শেষ বলে ম্যাচে ভারতের হয়ে প্রথম বাউন্ডারি মারেন ঋষভ পন্ত। ভারত ৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৭ রান তুলেছে।

12 Mar 2021, 07:14 PM IST

কোহলি আউট

খাতা খোলার আগেই আউট কোহলি। তৃতীয় ওভারে আদিল রশিদের তৃতীয় বলে জর্ডনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ৫ বল খেলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। ভারত ৩ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

12 Mar 2021, 07:12 PM IST

২ ওভারে ভারত ২/১

মেডেন উইকেট ওভার আর্চারের। ২ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ২ রান তুলেছে।

12 Mar 2021, 07:07 PM IST

রাহুল আউট

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুলকে বোল্ড করলেন জোফ্রা আর্চার। ৪ বলে ১ রান করে সাজঘরে ফেরেন লোকেশ। ভারত দলগত ২ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কোহলি।

12 Mar 2021, 07:06 PM IST

১ ওভার শেষে ভারত ২/০

প্রথম ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ২ রান তোলে। ধাওয়ান ও রাহুল উভয়েই ১ রান করে সংগ্রহ করেছেন।

12 Mar 2021, 07:03 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রাহুল ও ধাওয়ান। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন আদিল রশিদ।

12 Mar 2021, 07:00 PM IST

রোহিত দলে নেই কেন?

আগের দিন সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি স্পষ্ট জানিয়েছিলেন যে, প্রথম টি-২০ ম্যাচে রোহিত সর্মার সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল। তবে বাস্তবে ভিন্ন ছবি চোখে পড়ে। প্রথম পছন্দের ওপেনার রোহিত শর্মাই নেই দলে। লোকেশের সঙ্গে ওপেন করবেন ধাওয়ান। রোহিতকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানালেন কোহলি। 

12 Mar 2021, 06:58 PM IST

ব্যাটিং না বোলিং, কোহলি টস জিতলে কী সিদ্ধান্ত নিতেন?

ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন, তিনি টসে জিতলেও শুরুতে বোলিং নিতেন। তাঁর মনে, দ্বিতীয় ইনিংসে শিশির বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।

12 Mar 2021, 06:55 PM IST

কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত?

টস জিতে শুরুতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে মর্গ্যান জানান, এই পিচে রান তাড়া করাই শ্রেয় মনে হয়েছে তাঁদের। তাছাড়া গত কয়েকদিনে রাতের দিকে শিশির পড়তে দেখা গিয়েছে। মর্গ্যান মনে করছেন, একই মাঠে ৫টি টি-২০ খেলা হবে। সুতরাং, সিরিজ যত গড়াবে, স্পিনাররা তত বেশি সাহায্য পাবেন পিচ থেকে।

12 Mar 2021, 06:51 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), স্যাম কারান, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ ও মার্ক উড।

12 Mar 2021, 06:43 PM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

12 Mar 2021, 06:39 PM IST

টস জিতল ইংল্যান্ড

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জেতে ইংল্যান্ড। ব্রিটিশ দলনায়ক ইয়ন মর্গ্যান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোতেরায় প্রথম টি-২০ ম্যাচে শুরুতে ব্যাটিং ভারতের।

Latest News

শক্তিপুরে যা বলেছেন, যা করেছেন, BJP ক্ষমতায় এলে সব হিসাব হবে, বললেন শুভেন্দু আরব সাগরে পাকিস্তানিদের নিয়ে বিপদে পড়েছিল মাছ ধরার জাহাজ, সহায়তায় ইন্ডিয়ান নেভি ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? ‘‌দু’‌হাজার টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি বিজেপির, রাজ্যপাল পলাতক’‌, তোপ অভিষেকের অক্ষয় তৃতীয়ায় এই ৫ টি জিনিস বাড়িতে এনে রাখুন, গৃহ ভরে উঠবে অর্থ সম্পদে সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ কাসভ নয়, মুম্বই জঙ্গি হানায় আইপিএসকে খুন করেছিল RSSপন্থী…বিস্ফোরক কংগ্রেস নেতা ‘তদন্ত শুধু ৩ জড়িতদের গ্রেফতারিতেই আটকে থাকবে না’, নিজ্জরকাণ্ডে হুঙ্কার ট্রুডোর এই খুদের কারনামায় গর্বিত বাংলা, এনেছেন জাতীয় পুরস্কার, ঠাকুমাও নামী অভিনেত্রী!

Latest IPL News

৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ