বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: ৪৪৪ রান তাড়া করে জয়? টেস্টের আগের পরিসংখ্যান কিন্তু ভারতকেই চাপে রাখছে, জিতলে রেকর্ড হবে

IND vs AUS, WTC Final 2023: ৪৪৪ রান তাড়া করে জয়? টেস্টের আগের পরিসংখ্যান কিন্তু ভারতকেই চাপে রাখছে, জিতলে রেকর্ড হবে

জিততে হলে ভারতকে রেকর্ড রান তাড়া করে সাফল্য পেতে হবে।

২০০৩ সালের মে মাসে সেন্ট জনসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এটাই এখনও পর্যন্ত টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছেছিল ক্যারিবিয়ানরা। এর থেকে বেশি রানের লক্ষ্য তাড়া করে কখনও কোনও দল টেস্ট জেতেনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে হলে ভারতকে ৪৪৪ রান করতে হবে। কিন্তু এই ওভালে এই রান তাড়া করে জেতা, একেবারেই সহজ বিষয় নয়। পুরনো পরিসংখ্যান দেখলতে আঁতকে উঠবেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তা হলে কি দ্বিতীয় স্করণের ফাইনালও হাতছাড়া হতে বসেছে ভারতের?

এর আগে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২০০৩ সালের মে মাসে সেন্ট জনসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এটাই এখনও পর্যন্ত টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছেছিল ক্যারিবিয়ানরা। এর থেকে বেশি রানের লক্ষ্য তাড়া করে কখনও কোনও দল টেস্ট জেতেনি।

এ ছাড়াও ২০০৮ সালে পার্থে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৪১৪ রান তাড়া করে অজিদের বিরুদ্ধেই জয় ছিনিয়ে নিয়েছিল। ভারত আবার ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে ৪ উইকেট হারিয়ে ৪০৬ রান তাড়া করে জিতেছিল। ১৯৪৮ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৪০৪ রান তাড়া করে জিতেছিল। ২০২১ সালে উইন্ডিজ আবার চট্টগ্রামে এসে ৭ উইকেট হারিয়ে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল। অর্থাৎ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৪৪ রান তাড়া করে জয় এখনও কোনও দল পায়নি। ভারত জিতলে বিশ্ব রেকর্ড করবে।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 Series-এ দলে ফিরতে মরিয়া বুমরাহ- বড় আপডেট দিলেন কার্তিক

মজার বিষয় হল, এই ওভালেই ২০০৭ সালের এপ্রিলে কাউন্টির ম্যাচে সারের সামনে ৫০৩ রানের লক্ষ্য রেখেছিল হ্যাম্পশায়ার। তবে সারে কিন্তু ৪৬৭ রানে পৌঁছেছিল। কিন্তু লক্ষ্য এত বড় ছিল যে শেষ রক্ষা হয়নি। তারা ৩৫ রানে ম্যাচটি হেরে যায়। কিন্তু ওভালে ৪৪৪ রান না হওয়ার কথা নয়।

এ ছাড়া ১৯২৫ সালের জুনে আবার এই ওভালে সারের বিরুদ্ধে প্রথম ইনিংসে অনেকটা পিছিয়ে পড়েও, দ্বিতীয় ইনিংসে ৪২৬ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: রাহানে-শার্দুল জুটি টপ অর্ডারকে বড় বার্তা দিয়েছে- রোহিত, কোহলিকে চিমটি সৌরভের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত প্রথম ইনিংসে ১৭৩ রান পিছিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮০ রান করে ডিক্লেয়ার করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। লক্ষ্যে পৌঁছতে গোটা একদিন এবং একটি সেশন পাবেন রোহিতরা। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে প্রথম ইনিংসের মতো দ্রুত ভারতকে অলআউট করা।

শনিবার চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ৩৭৪ রানে এগিয়ে ছিল অজিরা। লাঞ্চের এক ঘন্টা পরে সেই লিড বাড়িয়ে ৪৪৩ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সপ্তম উইকেটে ৯৩ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। ৫৭ বলে ৪১ রান করে আউট হন অজি পেসার। ৬৬ রানে অপরাজিত থাকেন ক্যারি। কামিন্স আউট হওয়া মাত্র ইনিংস ডিক্লেয়ার করা হয়।

ভাবা হচ্ছিল সাড়ে চারশো লিড নেওয়ার পর হয়তো ইনিংস ঘোষণা করবেন কামিন্স। কিন্তু ভারতকে অলআউট করার জন্য সাড়ে চারখানা সেশন হাতে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এত বড় রান তাড়া করে ভারত জিততে পারলে, সেটা রেকর্ড হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর সুর নরম ক্রীড়া উপদেষ্টার, তবে কী বাংলাদেশেই শেষ টেস্ট শাকিবের? ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.