শুভব্রত মুখার্জি:- ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের জন্য যে ভারত সর্বোতভাবে ঝাঁপাবে তা আগেই কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সম্ভাব্য আয়োজক হিসেবে গুজরাটকেই বেছে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে শুরু হয়েছে কাজও। গুজরাটে বেশ কিছু নতুন স্টেডিয়াম গড়ার জন্য বরাদ্দ হয়েছে অর্থও। ভারত কোনদিক থেকেই আয়োজক দেশের বিডার হওয়ার জন্য যে আয়োজন তাতে খামতি রাখতে চাইছে না। আর ভারতের এই উদ্যোগে এবার তারা তাদের পাশে পেয়ে গিয়েছে ফ্রান্সকে। ২০৩৬ অলিম্পিক গেমসে ভারতের আয়োজক হওয়ার দাবিকে সমর্থন জানিয়ে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স।
অলিম্পিক গেমস আয়োজনের যে অভিজ্ঞতা, কীভাবে সফলভাবে আয়োজন সম্ভব সমস্ত বিষয়ে ভারতের সঙ্গে শেয়ার করে তাদেরকে প্রস্তুত হতে সাহায্য করা হবে। এমনটাই আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রন। পাশাপাশি ফ্রান্সের অ্যাথলিটদের জন্য থাকা পরিকাঠামো, অনুশীলনের সুযোগ এবার সবকিছু তিনি ভারতীয় অ্যাথলিটদের জন্য ও খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য ২০৩৬ সালে অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের আয়োজক হওয়ার ভারতের যে বিড তাতে প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ‘ক্রীড়াজগতে দুই দেশের বন্ধন সুদৃঢ় করতে আমরা মুখিয়ে রয়েছি। এটা করতে পারলে আমরা খুবই আনন্দিত হব। ভবিষ্যতে ভারতে অলিম্পিক গেমস আয়োজনের যে ইচ্ছা রয়েছে আমরা তাকে আন্তরিকভাবে সমর্থন করি।’ শুক্রবার এমানুয়েল ম্যাঁক্রনের সম্মানার্থে রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দ্রৌপদী মুর্মু। সেখানেই এমন কথা বলেছেন এমানুয়েল ম্যাঁক্রন। গত বছর ১৪ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ২০৩৬ সালের অলিম্পিক গেমস ভারতে আয়োজনের কথা অফিসিয়ালি বলেছিলেন। ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন হিসেবেও আখ্যা দিয়েছিলেন এই অলিম্পিক গেমস আয়োজন। কেন্দ্র এবং গুজরাটের রাজ্য সরকার মিলে মোট ৬০০০ কোটি টাকা বিষয়টিতে বরাদ্দ করা হয়েছে। একাধিক প্রোজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আমদাবাদ এবং গান্ধীনগর যৌথভাবে এই গেমস আয়োজনের চিন্তাভাবনা করছে। ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমানুয়েল ম্যাঁক্রন। সেখানে মোদির সঙ্গে একপ্রস্ত বৈঠক ও হয়েছে তাঁর এই বিষয়টি নিয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।