বাংলা নিউজ > ময়দান > INDW vs AUSW: ১৭২ ভালো স্কোর, ১৩ ওভার পর্যন্ত ম্যাচে টিকেও ছিলাম, ফিল্ডিং ভালো হয়নি- দাবি হরমনের

INDW vs AUSW: ১৭২ ভালো স্কোর, ১৩ ওভার পর্যন্ত ম্যাচে টিকেও ছিলাম, ফিল্ডিং ভালো হয়নি- দাবি হরমনের

হরমনপ্রীত কাউর।

এ দিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে তারা। জবাবে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.১ ওভারে ১ উইকেচ হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৭৩ রান করে ফেলে তারা। ১১ বল থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় অজিরা।

শুভব্রত মুখার্জি: ফের একবার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের কাছে হারতে হল ভারতীয় দলকে। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে ভালো স্কোর করতে সমর্থ হয় ভারতীয় দল। তা সত্ত্বেও ম্যাচে ৯ উইকেটে কার্যত সহজ জয় ছিনিয়ে নেয় অজিরা। ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর দাবি করেছেন, তাঁদের স্কোর যথেষ্ট ভালো ছিল। ১৩ ওভার পর্যন্ত তাঁরা লড়াইতেও ছিলেন। মূলত খারাপ ফিল্ডিংয়ের কারণে তাঁদেরকে দুবতে হয়েছে।

আরও পড়ুন: হরমনের অপছন্দ, তাই কোচ রমেশ পাওয়ারকে NCA-তে পাঠিয়ে দিল BCCI

হরমনপ্রীত কাউর ম্যাচের পর বলেছেন,'আমি মনে করি ১৭২ রান যথেষ্ট ভালো স্কোর এবং পর্যাপ্ত স্কোর। আমরা ম্যাচে ১৩ ওভার পর্যন্ত (অস্ট্রেলিয়ার ব্যাটিং) লড়াইতে ছিলাম। তার পরেই চিত্র বদলে যায়। আমরা সুযোগ তৈরি করেছিলাম। তবে ফিল্ডিং একেবারেই কাঙ্ক্ষিত পর্যায়ে ছিল না। ভালো ফিল্ডিং আমরা করতে পারিনি। যখন রাতে ম্যাচ খেলা হয়, তখন বলটা সঠিক ভাবে পর্যবেক্ষণ করাটা বেশ কঠিন। রাধা (যাদব) আমাদের দলের অন্যতম সেরা ফিল্ডার। আজকের ম্যাচে শিশির প্রভাব ফেলেছে। বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে। যদি আমাদের ম্যাচ জিততে হয়, তাহলে আমাদের সুযোগকে কাজে লাগাতেই হবে।'

আরও পড়ুন: তাঁর সঙ্গে ঝামেলার কারণে চাকরি গিয়েছে কোচ রমেশ পাওয়ারের? মুখ খুললেন হরমন

উল্লেখ্য, এ দিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা। রিচা আউট হলেও, দীপ্তি অপরাজিত ছিলেন। অজিদের হয়ে এলিস পেরি ম্যাচে দু'টি উইকেট নেন। এ দিকে রান‌ তাড়া করতে নেমে, দারুণ ব্যাটিং উপহার দেয় অস্ট্রেলিয়া দল। মাত্র ১ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৭ বলে ৮৯ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন বেথ মুনি। তাঁকে যোগ্য সঙ্গত কেন অ্যালিসা হিলি। তাঁর সংগ্রহ ৩৭ রান। এবং তাহিলা ম্যাকগ্রাথ ৪০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

বন্ধ করুন