বাংলা নিউজ > ময়দান > India vs England: সোফিয়ার প্রতিরোধ ভাঙতে ব্যর্থ ভারত, লড়ে হার মিতালি-ঝুলনদের
ইংল্যান্ডের দাপট। ছবি- আইসিসি।

India vs England: সোফিয়ার প্রতিরোধ ভাঙতে ব্যর্থ ভারত, লড়ে হার মিতালি-ঝুলনদের

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

সিরিজের একমাত্র টেস্ট ড্র হয়েছে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন মিতালি রাজরা। এই অবস্থায় টনটনে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। শেষমেশ দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় ইংল্যান্ড।

01 Jul 2021, 02:07:41 AM IST

ম্যাচের সেরা কেট ক্রস

৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কেট ক্রস।

01 Jul 2021, 02:07:00 AM IST

সিরিজ জিতল ইংল্যান্ড

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ১ ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। যদিও ভারতের চলতি সফরে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ সিরিজ মিলিয়ে সংগৃহীত পয়েন্টের নিরিখে বিজয়ী নির্ধারণ করা হবে।

01 Jul 2021, 02:05:07 AM IST

ইংল্যান্ডের ইনিংস

উইনফিল্ড-হিল ৪২, বিউমন্ট ১০, নাইট ১০, নাতালি ১৯, জোনস ২৮, ডাঙ্কলি অপরাজিত ৭৩ ও ব্রান্ট অপরাজিত ৩৩ রান করেন। পুণম ২টি এবং ঝুলন, শিখা ও রানা ১টি করে উইকেট নেন। 

01 Jul 2021, 02:03:08 AM IST

ভারতের ইনিংস

মন্ধনা ২২, শেফালি ৪৪, জেমিমা ৮, মিতালি ৫৯, হরমনপ্রীত ১৯, দীপ্তি ৫, রানা ৫, তানিয়া ২, শিখা ২, ঝুলন অপরাজিত ১৯ ও পুণম ১০ রান করেন। কেট ক্রস ৫টি, একলেস্টোন ৩টি ও নাতালি ১টি উইকেট নেন।

01 Jul 2021, 02:00:34 AM IST

ম্যাচ জেতালেন সোফিয়া

টেস্ট অভিষেকেই ব্যাট হাতে অপরাজিত ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেম সোফিয়া ডাঙ্কলি। এবার ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার ব্যাট করতে নেমে ৭৩ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে ম্যাচ জেতালেন তিনি।

01 Jul 2021, 01:53:31 AM IST

ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী

ভারতের ২২১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৭.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২৫ রান তুলে ম্যাচ জিতে যায়। সোফিয়া ডাঙ্কলি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। ক্যাথেরিন ব্রান্ট ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন।

01 Jul 2021, 01:43:39 AM IST

৪৫ ওভারে ইংল্যান্ড ২০৬/৫

৪৫ ওভারে ইংল্যান্ড ২০৬/৫। সোফিয়া ৬১ ও ব্রান্ট ২১ রানে ব্য়াট করছেন।

01 Jul 2021, 01:35:29 AM IST

ইংল্যান্ড ২০০

৪৪তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

01 Jul 2021, 01:28:08 AM IST

সোফিয়ার হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সোফিয়া ডাঙ্কলি।

01 Jul 2021, 01:23:24 AM IST

১০ ওভারে ইংল্যান্ডের দরকার ৪১ রান

৪০ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলেছে। সোফিয়া ডাঙ্কলি ৪৭ ও ব্রান্ট ১৬ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ১০ ওভারে ইংল্যান্ডের দরকার ৪১ রান।

01 Jul 2021, 01:03:47 AM IST

৩৫ ওভারে ইংল্যান্ড ১৫৭/৫

৩৫ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। ডাঙ্কলি ৩৩ ও ব্রান্ট ৬ রানে ব্যাট করছেন।

01 Jul 2021, 12:58:26 AM IST

ইংল্যান্ড ১৫০

৩৪তম ওভারে ইংল্যান্ড দলগত ১৫০ রান পূর্ণ করে।

01 Jul 2021, 12:46:04 AM IST

৩০ ওভারে ইংল্যান্ড ১৩৫/৫

৩০ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে। ডাঙ্কলি ১৭ ও ব্রান্ট ০ রানে ব্যাট করছেন।

01 Jul 2021, 12:39:26 AM IST

জোনস আউট

২৯তম ওভারের পঞ্চম বলে জোনসকে ফেরালেন পুণম। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২৮ রান করে মিতালির পরিবর্তে ফিল্ডিং করতে নামা রাধা যাদবের হাতে ধরা দেন তিনি। ইংল্যান্ড ১৩৩ রানে ৫ উইকেট হারায়। জয়ের জন্য প্রয়োজন ৮৯ রান। ক্রিজে নতুন ব্যাটার ক্যাথেরিন ব্রান্ট।

01 Jul 2021, 12:23:05 AM IST

ইংল্যান্ড ১০০

২৫তম ওভারে দলগত ১০০ রান পূ৪ণ করে ইংল্যান্ড। ২৫ ওভার শেষে ইংল্যান্ড ১০৯/৪।

01 Jul 2021, 12:08:11 AM IST

নাতালি আউট

২২তম ওভারের পঞ্চম বলে নাতালি সিভারকে ফেরালেন স্নেহ রানা। ২৯ বলে ১৯ রান করে তানিয়ার দস্তানায় ধরা দেন নাতালি। তিনি কোনও বাউন্ডারি মারেননি। ইংল্যান্ড ৯২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলি।

01 Jul 2021, 12:03:27 AM IST

২১ ওভারে ইংল্যান্ড ৯০/৩

২১ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে। নাতালি ১৭ ও জোনস ৪ রানে ব্যাট করছেন।

01 Jul 2021, 12:01:39 AM IST

সফট সিগন্যালের সুবাদে বেঁচে গেলেন নাতালি

উইনফিল্ডকে ফেরানোর পর একই ওভারের শেষ বলে শিখা নাতালির উইকেটও তুলে নিয়েছিলেন প্রায়। যদিও হরমনপ্রীত যথাযথ ক্যাচ ধরেছেন কিনা, তা যাচাই করেন আম্পায়াররা। আম্পায়াররা সফট সিগন্যানে নট-আউট দেন। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট না হলেও ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। অখুশি প্রকাশ করেন হরমনপ্রীত।

30 Jun 2021, 11:56:38 PM IST

উইনফিল্ড-হিল আউট

১৯তম ওভারের চতুর্থ বলে উইফিল্ড-হিলকে ফেরালেন শিখা পান্ডে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৪২ রান করে তানিয়ার দস্তানায় ধরা দেন তিনি। দুরন্ত ক্যাচ ধরেন তানিয়া। ইংল্যান্ড ৮২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার অ্যামি জোনস।

30 Jun 2021, 11:38:00 PM IST

১৫ ওভারে ইংল্যান্ড ৬৬/২

১৫ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। উইনফিল্ড-হিল ৩৫ ও নাতালি সিভার ৪ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 11:30:26 PM IST

ইংল্যান্ড ৫০

১৩তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ১৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৫৪/২।

30 Jun 2021, 11:28:18 PM IST

নাইট আউট

১৩তম ওভারের প্রথম বলে হেথার নাইটের উইকেট তুলে নিলেন পুণম যাদব। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১০ রান করে ঝুলনের হাতে ধরা দেন ইংল্যান্ডের ক্যাপ্টেন। ইংল্যান্ড ৪৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নাতালি সিভার।

30 Jun 2021, 11:12:15 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৩৭/১

১০ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। উইনফিল্ড-হিল ১২ ও হেথার নাইট ৮ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 10:55:40 PM IST

মাঠে নামেননি মিতালি

ফিল্ডিং করতে মাঠে নামেননি মিতালি রাজ। বিসিসিআইয়ের তরফে আপডেট দেওয়া হয় যে, ঘাড়ের ব্যাথার জন্য মিতালি ফিল্ডিং করতে নামবেন না। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ভাইস ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। মিতালির বদলে ফিল্ডিং করবেন রাধা যাদব।

30 Jun 2021, 10:50:55 PM IST

বিউমন্ট আউট

পঞ্চম ওভারের পঞ্চম বলে ট্যামি বিউমন্টকে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন ঝুলন গোস্বামী। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন ইংল্যান্ডের ওপেনার। ইংল্যন্ড ১৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হেথার নাইট।

30 Jun 2021, 10:29:02 PM IST

ইংল্যান্ডের রান তাড়া শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বিউমন্ট ও উইনফিল্ড-হিল। বোলিং শুরু করেন ঝুলন।

30 Jun 2021, 10:03:36 PM IST

ভারত ৫০ ওভারে ২২১ রানে অল-আউট

ভারত ৫০ ওভারে ২২১ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২২২ রান।

30 Jun 2021, 10:02:43 PM IST

পুণম আউট

৫০তম ওভারের শেষ বলে পুণমকে বোল্ড করেন একলেস্টোন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন পুণম। ঝুলন গোস্বামী ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

30 Jun 2021, 09:49:57 PM IST

ভারত ২০০

৪৯তম ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করে।

30 Jun 2021, 09:44:12 PM IST

মিতালি রান-আউট

৪৭তম ওভারের দ্বিতীয় বলে রান-আউট হলেন মিতালি রাজ। ৭টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন ভারতের ক্যাপ্টেন। ভারত ১৯২ রানের মাথায় ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার পুণম যাদব।

30 Jun 2021, 09:38:02 PM IST

৪৬ ওভারে ভারত ১৯০/৮

৪৬ ওভারে ভারত ৮ উইকেটে ১৯০ রান তুলেছে। মিতালি ৫৯ ও ঝুলন ৭ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 09:29:05 PM IST

শিখা আউট

৪৪তম ওভারের পঞ্চম বলে নাতালি সিভার ফেরত পাঠালেন শিখা পান্ডেকে। ৭ বলে ২ রান করে জোনসের হাতে ক্যাচ দেন তিনি। ভারত ১৮১ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গোস্বামী।

30 Jun 2021, 09:26:48 PM IST

তানিয়া ভাটিয়া আউট

৪৩তম ওভারে একলেস্টোনের দ্বিতীয় বলে জোনসের দস্তানায় ধরা পড়েন তানিয়া। ১০ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ১৭৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার শিখা পান্ডে।

30 Jun 2021, 09:18:16 PM IST

৪১ ওভারে ভারত ১৭৫/৬

৪১ ওভারে ভারত ১৭৫/৬। মিতালি ৫৪ রানে ব্যাট করছেন। 

30 Jun 2021, 09:17:12 PM IST

ক্রসের বোলিং- ৩৪/৫

১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন কেট ক্রস।

30 Jun 2021, 09:15:53 PM IST

মিতালির হাফ-সেঞ্চুরি

সিরিজে উপর্যুপরি দ্বিতীয় হাফ-সেঞ্চুরি মিতালি রাজের। ৭টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ভারতের ক্যাপ্টেন। এটি মিতালির কেরিয়ারের ৫৭তম ওয়ান ডে হাফ-সেঞ্চুরি।

30 Jun 2021, 09:11:44 PM IST

স্নেহ রানা আউট

টেস্টে ব্যাট হাতে ভারতীয় দলকে নির্ভরতা দিলেও ওয়ান ডে ম্যাচে নজর কাড়তে পারলেন না স্নেহ রানা। ৪০তম ওভারে কেট ক্রসের প্রথম বলে হেথার নাইটের হাতে ধরা পড়েন রানা। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেন তিনি। ভারত ১৬৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার তানিয়া ভাটিয়া। ক্রসের এটি ম্যাচে পঞ্চম শিকার।

30 Jun 2021, 09:03:45 PM IST

দীপ্তি আউট

৩৮তম ওভারের দ্বিতীয় বলে ক্রস ফেরালেন দীপ্তি শর্মাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৫ রান করে ডাঙ্কলির হাতে ধরা পড়েন দীপ্তি। ভারত ১৬০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা। ম্যাচে ক্রসের এটি চতুর্থ শিকার।

30 Jun 2021, 08:48:50 PM IST

ভারত ১৫০

৩৫তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ভারত। ৩৫ ওভারে ভারত ১৫০/৪।

30 Jun 2021, 08:47:09 PM IST

হরমনপ্রীত আউট

৩৪তম ওভারে ক্রসের পঞ্চম বলে কট অ্যান্ড বোল্ড হন হরমনপ্রীত। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৯ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।

30 Jun 2021, 08:29:13 PM IST

৩০ ওভারে ভারত ১৩১/৩

৩০ ওভারে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছে। মিতালি ২৯ ও হরমনপ্রীত ১৮ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 08:07:46 PM IST

ভারত ১০০

২৫তম ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে। ২৫ ওভারে ভারত ১০৬/৩। মিতালি ১৮ ও হরমনপ্রীত ১১ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 07:57:59 PM IST

২১ ওভারে ভারত ৮৬/৩

২১ ওভারে ভারত ৩ উইকেটে ৮৬ রান তুলেছে। মিতালি ৫ ও হরমনপ্রীত ৪ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 07:41:13 PM IST

শেফালি আউট

১৭তম ওভারে একলেস্টোনের চতুর্থ বলে স্টাম্প আউট হন শেফালি। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৪৪ রান করে ক্রিজ ছাড়েন শেফালি। ভারত ৭৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর।

30 Jun 2021, 07:37:25 PM IST

জেমিমা আউট

১৬তম ওভারে ক্রসের চতুর্থ বলে ব্রান্টের হাতে ধরা পড়েন জেমিমা রডরিগেজ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন জেমিমা। ভারত ৭৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ। 

30 Jun 2021, 07:35:29 PM IST

১৫ ওভারে ভারত ৭৫/১

১৫ ওভারে ভারত ১ উইকেটে ৭৫ রান তুলেছে। শেফালি ৪২ ও জেমিমা ৮ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 07:19:13 PM IST

মন্ধনা আউট

১২তম ওভারে ওপেনিং জুটি ভাঙল ভারতের। ক্রসের পঞ্চম বলে আউট হলেন মন্ধনা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ২২ রান করে বোল্ড হন স্মৃতি। ভারত দলগত ৫৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার জেমিমা রডরিগেজ।

30 Jun 2021, 07:13:42 PM IST

ভারত ৫০

১১তম ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করে। ১১ ওভারে ভার ৫৫/০।

30 Jun 2021, 07:13:18 PM IST

১০ ওভারে ভারত ৪৮/০

১০ ওভারে ভারত বিনা উইকেটে ৪৮ রান তুলেছে। শেফালি ২৩ ও মন্ধনা ২২ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 07:05:05 PM IST

শেফালির ক্যাচ মিস

সপ্তম ওভারে ব্রান্টের শেষ বল শেফালির ক্যাচ ছাড়েন উইনফিল্ড-হিল। ২১ রানে ব্যাট করছেন শেফালি। 

30 Jun 2021, 06:47:41 PM IST

৪ ওভারে ভারত ২৩/০

৪ ওভারে ভারত বিনা উইকেটে ২৩ রান তুলেছে। শেফালি ১৪ ও মন্ধনা ৭ রানে ব্যাট করছেন।

30 Jun 2021, 06:34:13 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট।

30 Jun 2021, 06:26:24 PM IST

দলে ফিরলেন রানা

টেস্টে ব্যাটে-বলে নজর কাড়া স্নেহ রানা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দলে ফিরলেন। এছাড়া প্রথম একাদশে ঢুকেছেমন জেমিমা রডরিগেজ ও পুণম যাদব। বাদ পড়েছেন পুণম রাউত, পূজা বস্ত্রকার ও একতা বিস্ট। ইংল্যান্ড অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

30 Jun 2021, 06:20:51 PM IST

ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন

ট্যামি বিউমন্ট, লরেন উইনফিল্ড-হিল, হেথার নাইট (ক্যাপ্টেন), ন্যাট সিভার, অ্যামি জোনস (উইকেটকিপার), সোফিয়া ডাঙ্কলি, ক্যাথেরিন ব্রান্ট, সারা গ্লেন, সোফি একলেস্টোন, অ্যানা শ্রুবসোল ও কেট ক্রস।

30 Jun 2021, 06:20:51 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, মিতালি রাজ (ক্যাপ্টেন), হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, স্নেহ রানা, শিখা পান্ডে ও পুণম যাদব।

30 Jun 2021, 06:20:51 PM IST

টস জিতল ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে'র মতো দ্বিতীয় একদিনের ম্যাচেও টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন হেথার নাইট আগের মতোই ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, টনটনে টস হেরে ভারত শুরুতে ব্যাটিং করবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং আবারও একসঙ্গে ফিরছেন CID-র দয়া ও অভিজিৎ, জানুন কবে, কখন এবং কোথায়? IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের জ্ঞানবাপী সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারপতির কাছেই বিদেশ থেকে হুমকি ফোন!

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.