বাংলা নিউজ > ময়দান > Jhulan Goswami Retirement: বিদায় বেলায় সব থেকে বেশি উইকেট নেওয়া ঝুলনের এক ডজন নজির ও বর্ণোজ্জ্বল কেরিয়ারে চোখ রাখুন

Jhulan Goswami Retirement: বিদায় বেলায় সব থেকে বেশি উইকেট নেওয়া ঝুলনের এক ডজন নজির ও বর্ণোজ্জ্বল কেরিয়ারে চোখ রাখুন

ঝুলন গোস্বামী। ছবি- রয়টার্স (Reuters)

দু'দশকের আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানলেন ঝুলন গোস্বামী। ভারতের জার্সিতে আর কখনও দেখা যাবে না কিংবদন্তি পেসারকে।

লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে দেশের জার্সিতে শেষবার মাঠে নামেন ঝুলন গোস্বামী। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা ঝুলনের দু'দশকের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়ে। বিদায় মুহূর্তে দেখে নেওয়া যাক ঝুলনের এক ডজন দুর্দান্ত নজির। চোখ রাখা যাক তাঁর বর্ণোজ্জ্বল আন্তর্জাতিক কেরিয়ারে।

ঝুলন গোস্বামীর এক ডজন নজির:-
১. তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ৩৫৫টি উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী।

২. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ২৫৫টি উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী।

৩. মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি ৪৩টি উইকেট নিয়েছেন ঝুলন।

৪. মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ২২৭০.২ ওভার বল করেছেন গোস্বামী। 

৫. ২০১১ সলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে ৬ উইকেট নেন ঝুলন। ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সেরা বোলিং পারফর্ম্যান্স।

৬. ১২টি টেস্টে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৪টি উইকেট নেন ঝুলন গোস্বামী।

ভারত বনাম ইংল্যান্ড মহিলা ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

৭. কেরিয়ারে মোট ২০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেন ঝুলন, যা বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

৮. ঝুলনের ওয়ান ডে কেরিয়ার স্থায়ী হয় ২০ বছর ২৬১ দিন, যা বিশ্বের সব মহিলা ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম।

৯. ২০০৭ সালে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জেতেন ঝুলন।

১০. ২০০৫ ও ২০১৭ সালে বিশ্বকাপের রানার্স মেডেল গলায় ঝোলান গোস্বামী। তিনবার এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের প্রতিনিধি ছিলেন ঝুলন।

১১. একমাত্র বোলার হিসেবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজারটি (১০০০৫) বল করার রেকর্ড গড়েন ঝুলন। 

১২. ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বের বাকি সব বোলারের থেকে বেশি উইকেট নিয়েছেন ঝুলন।

আরও পড়ুন:- ঝুলনকে অনন্য সম্মান দিতে চলেছে CAB, ইডেনের সঙ্গে জুড়তে চলেছে গোস্বামীর নাম

ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ার:-
টেস্ট: দেশের হয়ে কেরিয়ারে মোট ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন ঝুলন গোস্বামী। উইকেট নিয়েছেন ৪৪টি। ৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন তিনি। একবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ৫ উইকেট। তিনি টেস্টে ২টি অর্ধশতরান-সহ ২৪.২৫ গড়ে ২৯১ রান সংগ্রহ করেছেন।

ওয়ান ডে: ভারতের হয়ে মোট ২০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ঝুলন। নিয়েছেন রেকর্ড ২৫৫টি উইকেট। ২ বার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। সেরা বোলিং ৩১ রানে ৬ উইকেট। ওয়ান ডে ক্রিকটে ১২২৮ রান রয়েছে ঝুলনের ঝুলিতে। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।

টি-২০: দেশের জার্সিতে ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ঝুলন। নিয়েছেন ৫৬টি উইকেট। ১ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন তিনি। সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১১ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৪০৫ রান করেছেন গোস্বামী।

বন্ধ করুন