বাংলা নিউজ > ময়দান > IPL 2022: কার সঙ্গে ওপেন করতে চান? জেনে নিন বিশ্বকাপ জয়ী যুব অধিনায়কের মনের কথা

IPL 2022: কার সঙ্গে ওপেন করতে চান? জেনে নিন বিশ্বকাপ জয়ী যুব অধিনায়কের মনের কথা

বিশ্বকাপ জয়ী যুব অধিনায়ক যশ ধুল

তারকা ব্যাটসম্যান যশ ধুলকে এবারের মেগা আইপিএল নিলামে ৫০ লাখ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে যশ সম্প্রতি একটি বড় বিবৃতি দিয়েছেন।

তারকা ব্যাটসম্যান যশ ধুলকে এবারের মেগা আইপিএল নিলামে ৫০ লাখ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল-এ দিল্লির হয়ে খেলতে দেখা যাবে যশকে। এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে যশ সম্প্রতি একটি বড় বিবৃতি দিয়েছেন। যশ ধুল  বলেছেন যে তিনি এই লিগে খেলতে খুব উত্তেজিত এবং তিনি ফাস্ট বোলার জোফরা আর্চারের মুখোমুখি হতে চান। একইসঙ্গে ড্যাশিং ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করতে চান বলেও জানিয়েছেন যশ ধুল।

আসন্ন আইপিএল-এ এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং করতে দেখা যাবে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। দিল্লি তাকে নিয়েছে ৬ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে। শিখর ধওয়ানের পরিবর্ত ওয়ার্নারকেই ব্যবহার করতে চায় দিল্লির টিম ম্যানেজমেন্ট। আর সে কারণেই যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলকে আনন্দে আত্মহারা। এক সাক্ষাৎকারে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই খুশি। রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে খেলতে পারব। এছাড়াও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাট করতে নামাটাও ভাগ্যের। ওঁনার সঙ্গে পার্টনারশিপ গড়তে চাই।’ আসলে এবারের নিলামে দিল্লির ঘরের ছেলে সদ্য যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলকেও দলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস। 

ঘরোয়া ক্রিকেটে পা রেখেই নজর কেড়েছেন যশ ধুল। রঞ্জিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ২ ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে আসন্ন আইপিএল-এ যশ জোফ্রা আর্চারের বল খেলতে চান। তিনি বলছেন, ‘জোফ্রা আর্চার এমন একজন যাঁর বল আমি খেলতে চাই। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার জোফ্রা। সামনে থেকে ফেস করতে চাই ওঁকে।’ রঞ্জিতে তামিলনাড়ুর বিরুদ্ধে দিল্লির ওপেনার যশ ধুল প্রথম ইনিংসে ১১৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও সেই একই রান করে অপরাজিত থাকেন যশ। তৃতীয় ভারতীয় হিসেবে এই রেকর্ড করেছিলেন দিল্লির যশ ধুল।

বন্ধ করুন