ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এর আগে সব ফ্র্যাঞ্চাইজি দলকে ১৫ নভেম্বরের মধ্যে তাদের ধরে রাখা প্লোরদের তালিকার পাশাপাশি কোন প্লেয়ারদের ছাড়ছে, সেই লিস্টও জমা দিতে হয়েছে। চেন্নাই সুপার কিংস ২০২৩-এ নিজেদের দল গোছানোর পুরো পরিকল্পনা করে ফেলেছে। তারা ডোয়েন ব্র্যাভো, ক্রিস জর্ডন সহ মোট ৮ জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। স্যাম কারানকে ফিরে পেতে মরিয়া চেন্নাই।
আরও পড়ুন: ফিঞ্চ-রাহানে-শেল্ডন, একসঙ্গে ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল KKR, চোখ রাখুন তালিকায়
২০২৩ আইপিএল মার্চের শেষ সপ্তাহে শুরু হবে। যদিও আনুষ্ঠানিক সময়সূচী এখনও আসেনি। এর আগে ২১ ডিসেম্বর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। কোচিতে এই নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে নিজেদের দল গুছিয়ে নিতে নিজেদের টাকা অনুযায়ী প্লেয়ার কিনতে পারবে ফ্র্যাঞ্জাইজি টিমগুলো। চেন্নাই সুপার কিংস যে কোনও মূল্যে তাদের প্রাক্তন ক্রিকেটার স্যাম করনকে নিলামে কিনতে চায়। দলের অভিজ্ঞ প্লেয়ার রবিন উত্থাপ্পা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে ২০২৩ মরশুমে খেলবেন না। ফলে তিনি ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায় থাকলেন।
আইপিএল ২০২৩-এর জন্য চেন্নাই সুপার কিংস যে সমস্ত প্লেয়ারদের ধরে রাখছে, তার সম্ভাব্য তালিকা:
এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, অম্বাতি রাইডু, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকশানা, প্রশান্ত সোলাঙ্কি, দীপক চাহার, মুকেশ চৌধুরী, সিমরনজিৎ সিং, তুষার দেশপান্ডে, রারাজবর্ধন হাঙ্গারগেকর, মিচেল স্যান্টনার, মাথিশা পাথিরানা, শুভ্রাংশু সেনাপতি।
আরও পড়ুন: শুধু পোলার্ড নয়, দল নতুন করে সাজাতে ঝেঁটিয়ে বোলারদের বিদায় করল MI! দেখুন তালিকা
আইপিএল ২০২৩-এর জন্য চেন্নাই সুপার কিংস যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিল, তার সম্ভাব্য তালিকা:
ডোয়েন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডন, এন জগদীশন, সবুজ নিশান্ত, কে ভগত বর্মা, কেএম আসিফ, রবিন উথাপ্পা (অবসর নিয়ে ফেলেছেন)।
২০২৩ সালে চেন্নাইয়ের ক্যাপ্টেন: এমএস ধোনি এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। গত মরশুমে রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তাঁর নেতৃত্বে খারাপ পারফরম্যান্সের পর ধোনি আবার হাল ধরেন।
চেন্নাই সুপার কিংস পুরনো ফল:
২০০৮- রানার আপ, ২০০৯- সেমিফাইনাল, ২০১০: চ্যাম্পিয়ন, ২০১১: চ্যাম্পিয়ন, ২০১২: রানার আপ, ২০১৩: রানার আপ, ২০১৪: প্লে অফ, ২০১৫: রানার আপ, ২০১৬ এবং ২০১৭- নির্বাসনের শাস্তি, ২০১৮: চ্যাম্পিয়ন, ২০১৯: রানার আপ, ২০২০: লিগ স্টেজ, ২০২১- চ্যাম্পিয়ন, ২০২২- গ্রুপ স্টেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।