বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs PBKS: শেষ বলে দৌড়ে ৩ রান, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের
ব্যাট হাতে পালটা লড়াই পঞ্জাবের। ছবি- এপি।

CSK vs PBKS: শেষ বলে দৌড়ে ৩ রান, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

Chennai Super Kings vs Punjab Kings IPL 2023 Live Score: ডেভন কনওয়ের দুর্দান্ত ইনিংসে ভর করে চিপকে ২০০ ছুঁয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে।

চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ৮ ম্যাচের ৫টিতে জেতে। হারে ৩টি ম্য়াচ। পঞ্জাব কিংস তাদের প্রথম ৮টি ম্যাচের মধ্যে জেতে ৪টি ম্যাচ এবং পরাজিত হয় সমসংখ্যক ম্যাচে। এই অবস্থায় চিপকে আইপিএল ২০২৩-র ৪১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে চেন্নাই ও পঞ্জাব। ধোনিদের তাঁদের ঘরের মাঠে হারানো নিতান্ত কঠিন কাজ সন্দেহ নেই। শেষমেশ শিখর ধাওয়ানরা সেই কঠিন কাজটাই করে দেখান। সুতরাং, ৯টি করে ম্য়াচ খেলে চেন্নাই ও পঞ্জাব উভয় দলই ৫টি করে ম্যাচ জেতে এবং ৩টি ম্যাচ হারে।

30 Apr 2023, 07:57:39 PM IST

ম্যাচের সেরা কনওয়ে

দল হারলেও ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে অপরাজিত ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে।

30 Apr 2023, 07:30:56 PM IST

৪ উইকেটে জয় পঞ্জাবের

চেন্নাই সুপার কিংসের ৪ উইকেটে ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন সিকন্দর রাজা। তিনি ১টি চার মারেন। ৩ বলে ২ রান করেন শাহরুখ খান। পথিরানা ৪ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।

30 Apr 2023, 07:23:04 PM IST

শেষ বলে রুদ্ধশ্বাস জয় পঞ্জাব কিংসের

শেষ ওভারে মাথিসা পথিরানার প্রথম বলে ১ রান নেন সিকন্দর রাজা। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান নেন শাহরুখ। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি ২রান নেন রাজা। সুতরাং, জয়ের জন্য শেষ বলে পঞ্জাবের দরকার ছিল ৩ রান। শেষ ওভারে দৌড়ে তিন রান নিয়ে পঞ্জাবকে ম্যাচ জেতান সিকন্দর রাজা। সুতরাং শেষ ওভারে কোনও বাউন্ডারি না মেরেও ৯ রান সংগ্রহ করে নেন পঞ্জাবের দুই ব্যাটসম্যান।

30 Apr 2023, 07:15:10 PM IST

জিতেশ শর্মা আউট

১৮.৪ ওভারে তুষার দেশপান্ডের বলে জিতেশ শর্মার দুর্দান্ত ক্যাচ ধরেন পরিবর্ত ফিল্ডার শেক রশিদ। ১০ বলে ২১ রান করেন জিতেশ। মারেন ২টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব কিংস ১৮৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৬ উইকেটে ১৯২ রান। জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার তাদের। রাজা ৫ ও শাহরুখ ২ রানে ব্যাট করছেন। তুষার ৪ ওভারে ৪৯ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন।

30 Apr 2023, 07:03:29 PM IST

স্যাম কারান আউট

১৭.১ ওভারে মাথিসা পথিরানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্যাম কারান। ২০ বলে ২৯ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ১৭০ রানে ৫ উইকেট হারায় পঞ্জাব। ব্যাট করতে নামেন শাহরুখ খান। ওভারের তৃতীয় বলে চার মারেন জিতেশ। ১৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১৭৯ রান। জয়ের জন্য ২ ওভারে ২২ রান দরকার তাদের। ১৫ রানে ব্যাট করছেন জিতেশ। পথিরানা ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 07:01:43 PM IST

৩ ওভারে ৩১ রান দরকার পঞ্জাবের

১৭তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি ছক্কা মারেন কারান এবং ১টি ছক্কা হাঁকান জিতেশ। ওভারে ১৭ রান ওঠে। ১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১৭০ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩১ রান দরকার পঞ্জাবের। কারান ২৯ ও জিতেশ ৯ রানে ব্যাট করছেন। জাদেজা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

30 Apr 2023, 06:55:35 PM IST

ঝড় তুলে আউট লিভিংস্টোন

১৬তম ওভারে তুষার দেশপান্ডের বলে ৩টি ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। ১টি লেগ বাই-চারও পেয়ে যায় পঞ্জাব। তবে ১৫.৫ ওভারে তুষারের বলে রুতুরাজের হাতে ধরা পড়ে যান লিয়াম। ২৪ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১টি চার ও ৪টি ছক্কা। পঞ্জাব ১৫১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। ১৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১৫৩ রান। ১৯ রানে ব্যাট করছেন কারান। তুষার ৩ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 06:47:30 PM IST

থিকসানার বোলিং কোটা শেষ

১৫তম ওভারে থিকসানার বলে ১টি চার মারেন স্যাম কারান। ওভারে ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ১২৯ রান। লিয়াম ২২ ও কারান ১৯ রানে ব্যাট করছেন। থিসকানা ৪ ওভারে ৩৬ রান খরচ করেন।

30 Apr 2023, 06:42:35 PM IST

৬ ওভারে ৮২ রান দরকার পঞ্জাবের

১৪তম ওভারে মাথিসা পথিরানার মাত্র ৭ রান খরচ করেন। পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১১৯ রানে। জয়ের জন্য শেষ ৬ ওভারে তাদের দরকার ৮২ রান। ২১ রানে ব্যাট করছেন লিভিংস্টোন। পথিরানা ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।

30 Apr 2023, 06:37:19 PM IST

থিকসানার ওভারে ৭ রান

১৩তম ওভারে মাহিশ থিকসানা ৭ রান খরচ করেন। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১১২ রান। লিয়াম ১৭ ও কারান ১০ রানে ব্যাট করছেন। থিকসানা ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন।

30 Apr 2023, 06:32:36 PM IST

১০০ টপকাল পঞ্জাব

১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল পঞ্জাব কিংস। মাথিসা পথিরানার ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন লিভিংস্টোন। ১২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। ১৪ রানে ব্যাট করছেন লিয়াম।

30 Apr 2023, 06:25:05 PM IST

অথর্ব টাইডে আউট

১০.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে তাঁর হাতেই ধরা দিয়ে সাজঘরে ফেরেন অথর্ব টাইডে। ১৭ বলে ১৩ রান করেন তিনি। পঞ্জাব ৯৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১১ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৯৭ রান। জাদেজা ৩ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 06:23:30 PM IST

১০ ওভারে পঞ্জাবের দরকার ১০৭ রান

দশম ওভারে আকাশ সিংয়ের বলে ১টি ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। ওভারে ১০ রান ওঠে। ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৯৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৭ রান দরকার তাদের। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন আকাশ।

30 Apr 2023, 06:17:57 PM IST

প্রভসিমরন আউট

৮.৩ ওভারে জাদেজার বলে প্রভসিমরন সিংকে স্টাম্প-আউট করেন ধোনি। ২৪ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন প্রভসিমরন। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। পঞ্জাব ৮১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৮৪ রান। ১১ রানে ব্যাট করছেন অথর্ব। জাদেজা ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 06:13:08 PM IST

মইনকে ছক্কা হাঁকালেন প্রভসিমরন

অষ্টম ওভারে মইন আলির বলে ১টি ছক্কা মারেন প্রভসিমরন সিং। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৮০ রান। প্রভসিমরন ৪২ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 06:09:57 PM IST

জাদেজার ওভারে ৮ রান

সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ৮ রান তোলে পঞ্জাব। ১টি চার মারেন প্রবসিমরন। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৭০ রান। প্রভসিমরন ৩৩ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 06:07:00 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে থিকসানার বলে ১টি চার মারেন প্রভসিমরন। ওভারে ৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৬২ রান। ২৭ রানে ব্যাট করছেন প্রভসিমরন। থিকসানা ২ ওভারে ২০ রান খরচ করেছেন।

30 Apr 2023, 05:59:22 PM IST

শিখর ধাওয়ান আউট

৪.২ ওভারে তুষার দেশপান্ডের বলে পথিরানার হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ১৫ বলে ২৮ রান করেন গব্বর। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ৫০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অথর্ব টাইডে। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৫৪ রান। তুষার ২ ওভারে ১৬ রান খরচ করে 

30 Apr 2023, 05:55:57 PM IST

থিকসানার ওভারে ১২ রান

চতুর্থ ওভারে মাহিশ থিকসানার বলে ২টি চার মারেন প্রভসিমরন। ওভারে ১২ রান ওঠে। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৬ রান। ধাওয়ান ২৪ ও প্রভসিমরন ২০ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 05:50:33 PM IST

আকাশের ওভারে ১৪ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আকাশ সিং। তাঁর বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। ধাওয়ান ২১ ও প্রভসিমরন ১১ রানে ব্যাট করছেন। আকাশ ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।

30 Apr 2023, 05:44:22 PM IST

দেশপান্ডেকে ছক্কা হাঁকালেন প্রভসিমরন

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। তৃতীয় বলে ছক্কা হাঁকান প্রভসিমরন। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ২০ রান। প্রভসিমরন ১০ ও ধাওয়ান ৯ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 05:39:45 PM IST

রান তাড়া শুরু পঞ্জাবের

প্রভসিমরন সিংকে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। প্রথম ওভারে ২টি চার মারেন ধাওয়ান। ১ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ১১ রান।  

30 Apr 2023, 05:19:27 PM IST

জোড়া ছক্কা ধোনির, ২০০ ছুঁয়ে থামল চেন্নাই

শেষ ওভারে স্যাম কারানের শেষ ২টি বলে ২টি ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি। ওভারে মোট ১৫ রান ওঠে। চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০০ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য পঞ্জাবের দরকার ২০১ রান। ডেভন কনওয়ে ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। ধোনি ২টি ছক্কার সাহায্যে ৪ বলে ১৩ রান করেন। ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন স্যাম কারান।

30 Apr 2023, 05:11:19 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

১৯.১ ওভারে স্যাম কারানের বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১০ বলে ১২ রান করেন তিনি। চেন্নাই ১৮৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি।

30 Apr 2023, 05:09:09 PM IST

রাবাদার ওভারে ৮ রান

১৯তম ওভারে মাত্র ৮ রান খরচ করেন কাগিসো রাবাদা। তাঁর বলে ১টি চার মারেন কনওয়ে। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৮৫ রান। কনওয়ে ৯১ রানে ব্যাট করছেন। রাবাদা ৪ ওভারে ৩৪ রান খরচ করেছেন।

30 Apr 2023, 05:05:12 PM IST

আর্শদীপের বোলিং কোটা শেষ

১৮তম ওভারে আর্শদীপ সিং ৮ রান খরচ করেন। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৭৭ রান। কনওয়ে ৮৫ ও জাদেজা ১০ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 04:56:46 PM IST

মইন আলি আউট

১৬.১ ওভারে রাহুল চাহারের বলে মইন আলিকে স্টাম্প-আউট করেন জিতেশ শর্মা। ৬ বলে ১০ রান করেন মইন। মারেন ২টি চার। চেন্নাই ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ওভারের শেষ ২টি বলে ২টি চার মারেন কনওয়ে। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৬৯ রান। কনওয়ে ৮৪ রানে ব্যাট করছেন। চাহার ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

30 Apr 2023, 04:53:37 PM IST

১৫০ টপকাল চেন্নাই

১৬তম ওভারে স্যাম কারানের বলে ১টি চার মারেন মইন আলি। ১টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১২ রান ওঠে। ১৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৫৮ রান।  ৪৩ বলে ৭৬ রান করেছেন কনওয়ে। ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন কারান।

30 Apr 2023, 04:48:41 PM IST

লিভিংস্টোনের ওভারে ১৬ রান

১৫তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে ১টি চার মারেন মইন আলি। ২টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৪৬ রান। ডেভন ৭০ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 04:44:34 PM IST

শিবম দুবে আউট

১৩.৬ ওভারে আর্শদীপ সিংয়ের বলে শাহরুখ খানের হাতে ধরা পড়েন শিবম দুবে। ১৭ বলে ২৮ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। চেন্নাই ১৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। কনওয়ে ৫৯ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 04:35:44 PM IST

রাবাদার ওভারে ১৪ রান

১৩তম ওভারে কাগিসো রাবাদার বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১২১ রান। কনওয়ে ৫৭ ও দুবে ২২ রানে ব্যাট করছেন। রাবাদা ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।

30 Apr 2023, 04:29:24 PM IST

হাফ-সেঞ্চুরি কনওয়ের

৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ১২তম ওভারে সিকন্দর রাজার বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১০৭ রান। কনওয়ে ৫২ ও দুবে ১৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন রাজা।

30 Apr 2023, 04:27:06 PM IST

রাবাদার ওভারে ৪ রান

১১তম ওভারে কাগিসো রাবাদা মাত্র ৪ রান খরচ করেন। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৯৪ রান। ব্যক্তিগত ৪৭ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। রাবাদা ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

30 Apr 2023, 04:19:12 PM IST

রুতুরাজ গায়কোয়াড় আউট

দশম ওভারে সিকন্দর রাজার প্রথম ২ বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। চতুর্থ বলে স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। চেন্নাই ৮৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৯০ রান। ৪৫ রানে ব্যাট করছেন কনওয়ে। সিকন্দর ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

30 Apr 2023, 04:15:08 PM IST

চাহারকে ছক্কা হাঁকালেন কনওয়ে

নবম ওভারে রাহুল চাহারের বলে ১টি ছক্কা মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১০ রান ওঠে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ বিনা উইকেটে ৭৭ রান। কনওয়ে ৩৬ ও রুতুরাজ ৩৭ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।

30 Apr 2023, 04:12:36 PM IST

টাইট ওভার সিকন্দরের

অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন সিকন্দর রাজা। তাঁর ওভারে ৫ রান সংগ্রহ করে চেন্নাই। ১টি চার মারেন কনওয়ে। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৬৭ রান। রুতুরাজ ৩৪ ও কনওয়ে ২৯ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 04:09:55 PM IST

চাহারের ওভারে ৫ রান

সপ্তম ওভারে রাহুল চাহার মাত্র ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে সিএসকের

30 Apr 2023, 04:02:38 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল চেন্নাই

ষষ্ঠ ওভারে স্যাম কারানের বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ১টি চার মারেন গায়কোয়াড়। ওভারে ১৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। রুতুরাজ ২১ বলে ৩০ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১৫ বলে ২৩ রান করেছেন ডেভন কনওয়ে। মেরেছেন ৫টি চার।

30 Apr 2023, 03:57:52 PM IST

চাহারকে ছক্কা হাঁকালেন গায়কোয়াড়

পঞ্চম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় পঞ্জাব। বল করতে আসেন রাহুল চাহার। তাঁর ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪১ রান। রুতুরাজ ২৪ ও কনওয়ে ১৪ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 03:54:50 PM IST

কারানের ওভারে ৩ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন স্যাম কারান। তাঁর ওভারে মাত্র ৩ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩২ রান। রুতুরাজ ১৬ ও কনওয়ে ১৩ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 03:49:41 PM IST

আর্শদীপের ওভারে ১৩ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আর্শদীপ সিং। তাঁর বলে ২টি চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৯ রান। রুতুরাজ ১৪ ও কনওয়ে ১২ রানে ব্যাট করছেন।

30 Apr 2023, 03:44:05 PM IST

রাবাদার ওভারে জোড়া বাউন্ডারি কনওয়ের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। তাঁর ওভারে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৬ রান।

30 Apr 2023, 03:38:18 PM IST

ম্যাচ শুরু

যথারীতি ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। বোলিং শুরু করেন পঞ্জাবের আর্শদীপ সিং। একেবারে শুরুতেই ওয়াইড বল করেন আর্শদীপ। দ্বিতীয় বলে চার মারেন রুতুরাজ। প্রথম ওভারে ৭ রান ওঠে।

30 Apr 2023, 03:18:20 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), অথর্ব টাইডে, লিয়াম লিভিংস্টোন, সিকন্দর রাজা, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও আর্শদীপ সিং।

30 Apr 2023, 03:15:50 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে ও মাহিশ থিকসানা।

30 Apr 2023, 03:03:23 PM IST

টস জিতল চেন্নাই

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবেন শিখর ধাওয়ানরা। গব্বর যদিও জানান যে, তিনিও টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন।

30 Apr 2023, 02:53:45 PM IST

লিগ টেবিলের শীর্ষ ওঠার হাতছানি ধোনিদের সামনে

চিপকে পঞ্জাব কিংসকে বড়সড় ব্যবধানে হারাতে পারলে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনিদের সামনে। আপাতত ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেন্নাই। এই ম্যাচ জিতলে তাদের সংগ্রহে থাকবে গুজরাটের মতোই ১২ পয়েন্ট। সেক্ষেত্রে যাদের নেট রান-রেট বেশি হবে, তারা থাকবে শীর্ষে।

30 Apr 2023, 02:51:05 PM IST

পঞ্জাব কিংসের আইপিএল ২০২৩ অভিযান

১. কেকেআরকে ৭ রানে হারিয়ে দেয়।
২. রাজস্থান রয়্যালসকে ৫ রানে পরাজিত করে।
৩. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. গুজরাট টাইটানসের কাছে ৬ উইকেটে হার মানে।
৫. লখনউ সুপার জায়ান্টসকে ২ উইকেটে পরাজিত করে।
৬. আরসিবির কাছে ২৪ রানে হেরে যায়।
৭. মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়ে দেয়।
৮. লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫৬ রানে পরাজিত হয়।

30 Apr 2023, 02:38:29 PM IST

চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৩ অভিযান

১. গুজরাট টাইটানসের কাছে ৫ উইকেটে হেরে যায়।
২. লখনউ সুপার জায়ান্টসকে ১২ রানে হারিয়ে দেয়।
৩. মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে পরাজিত করে।
৪. রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরে যায়।
৫. আরসিবিকে ৮ রানে হারিয়ে দেয়।
৬. সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে পরাজিত করে।
৭. কেকেআরকে ৪৯ রানে হারিয়ে দেয়।
৮. রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হেরে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

HD রেভান্না গ্রেফতার, মহিলা অপহরণের মামলা! ছেলের পর এবার বিপাকে পড়লেন বাবা হর্ষদ মেহেতা, কেতন পারেখদের জমানা ফিরছে কলকাতায়,খুব সাবধান! লিখলেন হর্ষ গোয়েঙ্কা প্রাক্তন CM শিবরাজের মাইক বন্ধ করায় বিজেপি MLAর হুমকির মুখে পুলিশ অফিসার ‘কচি বউ’-কে আগলে কাঞ্চন, পিঙ্কিকে ‘বুড়ি’ কটাক্ষ,ট্রোলারও অবাক অভিনেত্রীর জবাবে! আগামিকাল কেমন কাটবে? কারা পাবেন রবিবারে ভাগ্যের সাহায্য? জানুন ৫ মে’র রাশিফল রাজ্যের প্রতিটা ব্লকে 'বাংলা শাড়ি'র আউটলেট, চাকদায় প্রচারে বললেন মমতা কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! আহত বেশ কয়েকজন সেনা জওয়ান অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর, যাবেন CBI দফতরেও: শুভেন্দু পাকিস্তান থেকে আসা অতিথিরা এলেন অযোধ্য়ায়, রামলালার সামনে করলেন প্রার্থনা পাকিস্তানে বন্ধ উবার পরিষেবা! কারণ জানাল অ্যাপ ক্যাব সংস্থা

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.