দিল্লি ক্যাপিটালস বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ ওভারের আগেই ম্যাচের নিষ্পত্তি করে। চলতি আইপিএল-এর ৩২তম ম্যাচ নয় উইকেটে জেতে ঋষভ পন্তের দল। দিল্লি ক্যাপিটালসের এই জয়টি অনেক দিক থেকেই বিশেষ কারণ গত কয়েকদিন ধরে দলের খেলোয়াড়দের মধ্যে ভয়ের পরিবেশ ছিল।এই ম্যাচের আগে মিচেল মার্শ এবং টিম সিফার্টকে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছিল। একপর্যায়ে মনে হয়েছিল এই ম্যাচটা হয়তো হবে না। গত চার-পাঁচ দিন ধরে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের ক্রমাগত কোভিড পরীক্ষা করা হচ্ছিল। এমন অবস্থায় দিল্লির দলটি প্রশিক্ষণ ছাড়াই এই ম্যাচে খেলতে গিয়েছিল।
এমন অবস্থায় পঞ্জাব কিংসের ম্যাচের পর ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার করে তুলেছিলেন দলের অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। এদিনের ম্যাচের পরওয়ার্নার ড্রেসিংরুমে তাঁর বলিউড প্রেম দেখালেন। ম্যাচের পরে সাজঘরে গিয়ে সবাইকে তিনি জিজ্ঞাসা করলেন হাউ'স দ্য জোশ... অর্থাৎ তোমাদের জোশ কেমন... সকলেই উত্তর দেন সবসময় বেশি।
বলিউড এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রতি ওয়ার্নারের ভালোবাসা কারও কাছে গোপন নয়। ম্যাচের শেষে,যেখানে তিনি'পুষ্পা' ছবির'ঝুকেগা নাহি...'-এর স্বাক্ষর পোজ দিয়ে জয় উদযাপন করেন।এবার ড্রেসিংরুমে, হাউ'স দ্য জোশ... বলে সেলিব্রেশন করেন। ম্যাচের কথা বলতে গেলে, দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় পঞ্জাব কিংস। জবাবে, দিল্লি ক্যাপিটালস ১০.৩ ওভারে এক উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। ওয়ার্নার ছাড়াও পৃথ্বী শ ২০ বলে ৪১ রান করেন। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।