বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs KKR, IPL 2023: এই জয় প্রথম টেস্টে রান পাওয়ার মতো- সৌরভ উচ্ছ্বসিত হলেও, DC-র ব্যাটিং নিয়ে চিন্তায়

DC vs KKR, IPL 2023: এই জয় প্রথম টেস্টে রান পাওয়ার মতো- সৌরভ উচ্ছ্বসিত হলেও, DC-র ব্যাটিং নিয়ে চিন্তায়

সৌরভ গঙ্গোপাধ্যায়।

দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে সৌরভ যে কতটা উদ্বেগে ছিল, সেটা ম্যাচের পর তাঁর কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে। কেকেআর-কে হারানোর পর সৌরভ দিল্লির এই জয়টাকে ১৯৯৬ সালে ইংল্যান্ডে প্রথম টেস্টে রান পাওয়ার সঙ্গে তুলনা করেছেন। ।

অবশেষে জয় পেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ ম্যাচে হারের পর সৌরভই বলেছিলেন, পরের নয় ম্যাচ জিতবে দিল্লির টিম। সেই সঙ্গে তারা প্লে-অফেও পৌঁছবে। সেই অভিযানই বৃহস্পতিবার সফল ভাবে শুরু করল দিল্লি। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ২০২৩ আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল তারা। প্রথমে ব্যাট করে ১২৭ রান তুলেছিল কেকেআর। সেই রান ৬ উইকেটে তুলে নিল দিল্লি।

ম্যাচের পর দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘জিততে পেরে খুশি। আমি ডাগআউটে বসে ভাবছিলাম যে, এটা আমার ২৫ বছর আগে প্রথম টেস্টে রান পাওয়ার মতো (মরশুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপ সম্পর্কে)। আমরা আজ (বৃহস্পতিবার) ভাগ্যবান ছিলাম।’

আরও পড়ুন: বাচ্চাদের মতো ক্যাচ ফেললেন কোহলি, হাসির খোরাক নেটপাড়ায়

তবে সৌরভ বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও, হতাশা প্রকাশ করেছেন ব্যাটারদের নিয়ে। মাত্র ১২৮ রান তাড়া করতে নেমে দিল্লি ১৯.২ ওভার নিয়ে নেয়। মাত্র ৪ বল বাকি থাকতে তারা জয়ের লক্ষ্যে পৌঁছয়। সৌরভ তাই বলছেন, ‘এই মরশুমে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। আমাদের নিজেদের ভুলত্রুটিগুলো খুঁজতে হবে। এবং দেখতে হবে কী ভাবে আমরা আরও ভালো করতে পারি। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি আমরা ভালো খেলিনি এবং আরও ভালো ব্যাট করার পথ খুঁজতে হবে। আমাদের ছেলেদের কঠোর পরিশ্রম করে নিজেদের ফর্ম ফিরে পেতে হবে। সেটা পৃথ্বী, মণীশ হোক বা মিচ মার্শ। তারা দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আগামীকাল আমাদের একদিনের ছুটি আছে এবং তার পর হায়দরাবাদে উড়ে যাব। আশা করি, সেখানে ভালো ব্যাটিং উইকেট হবে, সাধারণত যেটা হয়ে থাকে।’

আরও পড়ুন: KKR-এর হয়ে অভিষেক বাংলাদেশের লিটনের, অল্প রানে ফেরালেন বাংলার তারকা মুকেশ

টানা পাঁচটি ম্যাচ হারা দিল্লির কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন লড়াই। সেই ম্যাচে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে সুযোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। আইপিএলে একাধিক বার দেখা গিয়েছে প্রাক্তন নাইটদের কেকেআরের বিরুদ্ধে ভাল খেলতে। এ ক্ষেত্রেও তেমনই হল। নিজের চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন ইশান্ত। অন্য এক প্রাক্তন নাইট কুলদীপ যাদব তিন ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। দু’টি করে উইকেট নেন অক্ষর পটেল এবং এনরিখ নরকিয়া। একটি উইকেট বাংলার পেসার মুকেশ কুমারের।

দিল্লির বোলারদের দাপটে কলকাতার রানের গতি একেবারে থমকে যায়। পাশাপাশি একের পর এক উইকেটও হারাতে থাকে তারা। মাত্র ১২৭ রানে নাইটরা অলআউট হয়ে যায়। জেসন রয়ের ৪৩ রান (৩৯ বলে) ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ আন্দ্রে রাসেলের। অপরাজিত ৩৮ (৩১ বলে)। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মনদীপ সিং। করেছেন মাত্র ১২ রান (১১ বলে)। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর।

রান তাড়া করতে নেমে দিল্লিও যে আহামরি ব্যাটিং করেছেন, সেটা একেবারেই নয়। তবে ডেভিড ওযার্নারের ৫৭ (৪১ বলে), মণিশ পাণ্ডের ২১ (২৩ বলে) এবং অক্ষর প্যাটেলের অপরাজিত ১৯ (২২ বলে) দিল্লিকে জয় এনে দিতে সাহায্য করে। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় দিল্লি। কলকাতার বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, অনুকূল রায় ২টি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.