বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > HTLS 2021 Day 2: ‘অলিম্পিক্সে ২টি সোনা বেশি মূল্যবান’, নীরজকে ইঙ্গিত বিন্দ্রার

HTLS 2021 Day 2: ‘অলিম্পিক্সে ২টি সোনা বেশি মূল্যবান’, নীরজকে ইঙ্গিত বিন্দ্রার

অভিনব বিন্দ্রা এবং নীরজ চোপড়া।

বুধবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) দ্বিতীয় দিনে অতিথি হিসেবে ছিলেন নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা। ভার্চুয়াল আড্ডায় নীরজ চোপড়াকে নিজের মনের ইচ্ছের কথা বলেন বিন্দ্রা। তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন, নীরজের থেকে আরও একটি সোনা জয়ের প্রত্যাশা রয়েছে তাঁর।

অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রা এবং নীরজ চোপড়ার হাত ধরে দু'টি সোনা পেয়েছে ভারত। কিন্তু অভিনব বিন্দ্রা চান না, নীরজ একটি সোনাতেই আটকে থাকুন। তিনি চান, নীরজ আরও সাফল্য পান। দেশের হয়ে আরও সোনা আনুন।

বুধবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) দ্বিতীয় দিনে অতিথি হিসেবে ছিলেন নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা। ভার্চুয়াল আড্ডায় নীরজ চোপড়াকে নিজের মনের ইচ্ছের কথা বলেন বিন্দ্রা। তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন, নীরজের থেকে আরও একটি সোনা জয়ের প্রত্যাশা রয়েছে তাঁর। তিনি আড্ডায় নীরজকে উদ্দেশ্য করে বলেন, ‘অলিম্পিক্সে একটি সোনা জয়ের চেয়ে বেশি মূল্যবান কী জানেন?’ হেসে নিজেই এর উত্তর দেন। বলেন, ‘দু'টি সোনা জয়।’

আর এই সোনা জেতার জন্য কী করতে হবে, সেই টিপসও নীরজকে দেন বিন্দ্রা। তিনি বলেন, ‘ক্রীড়়াবিদদের আত্মসচেতন হওয়া দরকার। সকলেই শীর্ষে ওঠার লড়াই করে। তবে শীর্ষে উঠে গেলে সেখান থেকে নেমে আবার পুরনো অবস্থানে ফিরতে হবে সকলকে। একেবারে বেসিক জিনিসগুলো আবার নতুন করে অনুশীলন করতে হবে। সেটা একঘেয়ে লাগতে পারে। তবে এটাই কিন্তু আবার শীর্ষে উঠতে সাহায্য করবে। আসলে প্রতিদিন উন্নতি করতে হয়। তার জন্য ক্রীড়াবিদদের ধৈর্য্য থাকাটা দরকার। বেসিক জিনিসগুলো নতুন করে অনুশীলন করতে গিয়ে অধৈর্য্য হয়ে পড়লে চলবে না। আসলে এটাই গুরুত্বপূর্ণ। এটাই কাজে লাগবে।’

নীরজকে উদ্দেশ্য করে বিন্দ্রা আরও বলেছেন, ‘পরের অলিম্পিক্সে সোনা পেতে ছোট ছোট জিনসগুলোর উপর জোর দিতে হবে। পরের লেভেলে যেতে হলে এটাই আসল বিষয় হয়ে উঠবে।’ বিন্দ্রার সঙ্গে সহমত প্রকাশ করে নীরজও বলেছেন, ‘একদম ঠিক। যেগুলো একঘেয়ে মনে হয়, সেগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট এক্সসারসাইজগুলো দু'তিন ঘণ্টা করে উচিত। এটা খুবই কার্যকরী।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব ২০২৪-তে এখনও জয় অধরা ভারতের! তবে শেষ ৪৫ মিনিটে মিলল অনেক ইতিবাচক দিক এবার নয়া কর্মসূচি মেয়েদের ‘‌রাতের মিটিং’‌, শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.