বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > রবিবার থেকে শুরু IPL 2021, অথচ এখনও আমিরশাহির ভিসা পাননি, ঘোর সংশয়ে আফগানিস্তানের তারকা স্পিনার

রবিবার থেকে শুরু IPL 2021, অথচ এখনও আমিরশাহির ভিসা পাননি, ঘোর সংশয়ে আফগানিস্তানের তারকা স্পিনার

সমস্যায় সানরাইজার্সের আফগান স্পিনার। ছবি- আইপিএল।

কবে যোগ দিতে পারবেন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে, কোনও নিশ্চয়তা নেই।

রবিবার থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আমিরশাহি লেগের ম্যাচগুলি। হাতে মাত্র দিন তিনেক সময় পড়ে রয়েছে। অথচ এখনও নিশ্চিত নয় আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান আদৌ যোগ দিতে পারবেন কিনা সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। কেননা, আমিরশাহিতে ঢোকার ভিসাই হাতে পাননি তিনি।

বিষয়টির সঙ্গে অবগত এক সূত্র সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘কাজ চলছে। তবে এখনই এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে, ঠিক কবে নাগাদ মুজিব হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে পারবেন। ওঁর ভিসার প্রক্রিয়া জারি রয়েছে। আশা করি তাড়াতাড়িই আপডেট পাওয়া যাবে।’

মুজিব অনিশ্চিত হলেও আফগানিস্তানের অপর দুই তারকা রশিদ খান ও মহম্মদ নবি সানরাইজার্স শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। তাঁরা আমিরশাহি পৌঁছনোর পর বাধ্যতামূলক কোয়ারান্টাইনে রয়েছেন।

বুধবারই কোয়ারান্টাইন কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ আমিরশাহি লেগে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২২ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দুবাইয়ে খেলা হবে ম্যাচটি।

যদিও টুর্নামেন্টের প্রথমার্ধে পয়েন্ট টেবিলে হায়দরাবাদের অবস্থান মোটেও সুবিধাজনক নয়। ৭ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে তারা। ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে একেবারে শেষে রয়েছে সানরাইজার্স।

বন্ধ করুন