IPL 2021: KKR-PBKS ম্যাচে ঘটে যাওয়া এমন অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন আগে?
1 মিনিটে পড়ুন . Updated: 02 Oct 2021, 04:32 PM IST- পঞ্জাব কিংসের ব্যাটিং ইনিংসের ১৫ নম্বর ওভারে ঘটনাটি ঘটে।
এ মরশুমে আইপিএলের ৪৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হয়। টানটান ম্যাচের পর শেষ ওভারে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব। তবে গোটা ম্যাচের উত্তেজনার মধ্যেই টিম সাউদির বলে এডেন মার্করাম এবং গোটা বিশ্বই এক অদ্ভুদ ঘটনার সাক্ষী থাকে।
১৫ নম্বর ওভারে সাউদির বল পুল করতে গিয়ে সম্পূর্ণরূপে পেসে মাত খান মার্করাম। বল মার্করামের থাই প্যাডে লেগে ওপরের দিকে উঠে গেলেও সেই বিষয়ে কোন ইয়ত্তা ছিল না পঞ্জাব কিংসের মিডল অর্ডার ব্যাটসম্যানের। এরপর সেই বল সোজা এসে পড়ে প্রোটিয়া তারকার মাথায় হেলমেটের ওপর। মার্করাম প্রথমে একটু হকচকিয়ে গেলেও, ঘটনাটি দেখে উপস্থিত সকলেই হেসে কুটিপাটি যায়। মার্করাম ও সাউদিও হাসতে থাকেন।
বর্তমানে ক্রিকেটের নিয়ম অনুযায়ী বল হেলমেটে বা মাথায় লাগলেও দলের ফিজিও এসে ক্রিকেটারদের শারীরিক অবস্থান দেখেন এবং অনেকক্ষেত্রে হেলমেটও বদলানো হয়। সেইসময় ধারাভাষ্য দেওয়া গৌতম গম্ভীরও মজার ছলে সেই কথা মনে করিয়ে দিয়েই বলেন, ‘বল তো হেলমেটে লেগেছে। তাহলে এবার ব্যাটারের পরীক্ষা করতে ফিজিও আসবেন নিশ্চয়ই।’ টানটান উত্তেজক ম্যাচের মধ্যে গোটা ঘটনাটি বেশ মজাদার হালকা একটি মুহূর্ত উপহার। এমন ঘটনা ভবিষ্যতে ফের কবে দেখা যাবে, তা নিয়ে সন্দেহ আছে।