১ রানে হারের আফসোস কিছুতেই যাচ্ছে না ঋষভ পন্তের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭১ রান তাড়া করতে নেমে ১৭০ রানেই শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ম্যাচ হারের পর রীতিমতো মুষড়ে পড়েছেন দিল্লি অধিনায়ক। তিনি বলেন, ‘খুবই হতাশ লাগছে। হেরে গেলে হতাশই লাগে। ওরা (আরসিবি) ১০-১৫ অতিরিক্ত রান পেয়েছে।’
শিমরন হেটমায়ারের প্রশংসা করার সঙ্গে নিজেদের শেষ ওভারের পরিকল্পনার কথাও জানান পন্ত। বলেন, ‘হ্যাটি (হেটমায়ার) অসাধারণ একটি ইনিংস খেলেছে। ওর জন্যই আমরা লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গিয়েছিলাম। শেষ ওভারে আমরা ভেবেছিলাম, যে-ই ব্যাট করি না কেন, দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেব। এ ভাবেই শেষ ওভারে এগিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এক রান করতে পারলাম না।’
ম্যাচের পরই টিভি ক্যামেরায় ঋষভ পন্তের হতাশা স্পষ্ট ধরা পড়ে। তাঁকে সান্ত্বনা দিত এগিয়ে আসেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজরা। তবে ম্যাচ হারলেও দের ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন পন্ত। তবে ম্য়াচের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছিলেন, ‘শেষ কয়েক ওভার আমরা ভাল বল করেছি। তবে এই পিচে স্পিনাররা বেশি সুবিধে পায়নি। আমাকে তাঁর জন্য (মার্কাস) স্টোইনিসকে আনতে হয়েছে।’ এর সঙ্গেই পন্ত যোগ করেন, ‘সব ম্যাচ থেকেই ইতিবাচক দিকটা আমরা গ্রহণ করতে চাই। একেবারে তরুণ দল আমাদের। প্রতিটা ম্যাচ থেকে আমরা কিছু শিখতে চাই। এবং প্রতিটা ম্যাচে উন্নতি করতে চাই’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।