চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সব থেকে বেশি রান সংগ্রহকারীদের প্রথম পাঁচে মাথা গলিয়ে দিয়েছেন RCB দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। KKR ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রয়েছেন প্রথম দশে। দেখে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন আর কারা।
1/6রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট হাতে বড় রানের মুখ দেখেননি জোস বাটলার। রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকা মাত্র ৮ রান করে আউট হন। তা সত্ত্বেও চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে বাকিদের থেকে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেছেন বাটলার। ৫০০ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। ৮ ম্যাচে ৪৯৯ রান সংগ্রহ করে বাটলার রয়েছেন সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় এক নম্বরে।
2/6৮ ম্যাচে ৩৬৮ রান সংগ্রহ করে লখনউ অধিনায়ক লোকেশ রাহুল আপাতত আইপিএলের কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
3/6ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ব্যাট হাতে বরাবর ধারাবাহিক শিখর ধাওয়ান। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। আপাতত অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের ওপেনার। ৮ ম্যাচে গব্বরের সংগ্রহ ৩০২ রান।
4/6গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে রয়েছেন। ৬ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ২৯৫ রান।
5/6রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৩ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে উঠে আসেন। তিনি পিছনে ফেলে দেল তিলক বর্মাকে (৮ ম্যাচে ২৭২ রান)। আপাতত ব্যাঙ্গালোর দলনায়কের সংগ্রহে রয়েছে ৯ ম্যাচে ২৭৮ রান।
6/6নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার রয়েছেন চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার ৮ নম্বরে। ৮ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ২৪৮ রান। শ্রেয়সের আগে রয়েছেন পৃথ্বী শ (৭ ম্যাচে ২৫৪ রান)।