৫-০-০-১২-১৫-৭-০-৪-৮-৩-২- সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১১ জন প্লেয়ারের স্কোর। শনিবার আরসিবি-র কোনও ক্রিকেটারই সম্মানজনক স্কোর করতে পারেননি। এমন লজ্জার এবং হতাশাজনক পারফরম্যান্সের পর মাটিতে মিশে গিয়েছে আরসিবি। আর এই জঘন্য পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে কারণ হাতড়ালেন অধিনায়ক ফ্যাফ ডু।
ম্যাচের পর ফ্যাফ পিচ প্রসঙ্গে বলেছেন, ‘প্রথম কয়েক ওভারে উইকেট কিছুটা স্পাইসি ছিল। বল কিছুটা সুইং করছিল। তবে তাতেও কিছুটা শক্ত ভিত তৈরি করতে উপায় খুঁজে বের করতে হত। একটু বেশি সময় ধরে ক্রিজে টিকে থাকতে পারলে এবং কিছু রান করতে পারলে, বিষয়টি আরও সহজ হয়ে যেত। অন্যান্য ম্যাচের দিকে তাকালে মনে হচ্ছে, এই উইকেটটি এখনও পর্যন্ত সেরা, আমাদের আশা ছিল, খুব ভালো এই উইকেট হবে। তবে সব উইকেটে প্রথম ২ ওভার টিকে থাকতে হবে।’ প্রসঙ্গত দ্বিতীয় ওভারেই জানসেন আরসিবি-র তিন স্তম্ভকে ফেরান। প্রথমে ফ্যাফ, তার পর বিরাট কোহলি এবং অনুজ রাওয়াতকে আউট করেন তিনি।
আরও পড়ুন: ৬৮ রানে অল-আউট ব্যাঙ্গালোর, IPL-এ সব থেকে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে কাদের?
আরসিবি অধিনায়ক আরও বলেছেন, ‘কোনও অজুহাত নয়। কিছু তো একটা উপায় বের করতে হত। সেই প্রথম দিকের ওভারে মার্কো জানসেন যে ভাবে বল করেছিল, তা খুব ভালো ছিল। বল দু'দিকেই সুইং করিয়ে কিছু বড় উইকেট তুলে নেয়। আমাদের জন্য দিনটা খুবই খারাপ। তবে একটা দিন খারাপ যেতে পারে। লম্বা টুর্নামেন্টে। এবং এই ম্যাচটি থেকে আমাদের শিক্ষা নিতেে হবে।’
শনিবার হতাশাজনক পারফরম্যান্স করে আরসিবি মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায়। ৩টি করে উইকেট নেন মার্কো জানসেন এবং টি নটরাজন। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭২ রান তুনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ৯ উইকেটে ম্যাচ জিতে যায় তারা।