শেষ ওভারের থ্রিলারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২২-এর লিগ টেবিলে বড়সড় লাফ দিলেন লোকেশ রাহুলরা। ৪ ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে লিগ টেবিলের প্রথম চারে মাথা গলিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। তারা পাঁচ থেকে উঠে আসে দ্বিতীয় স্থানে।
লখনউ এক্ষেত্রে পিছনে ফেলে দেয় পঞ্জাব কিংস, গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসকে। কেকেআরের মতোই লখনউয়ের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। তবে নেট রান-রেটে এগিয়ে থাকায় কলকাতা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। রাজস্থান নেমে যায় তৃতীয় স্থানে। গুজরাট পিছিয়ে যায় চার নম্বরে। পঞ্জাব কিংস প্রথম চারের বাইরে ছিটকে যায়। তারা আপাতত পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে।
লখনউয়ের কাছে ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে দিল্লি ক্যাপিটালসের অবস্থান বদল হয়নি। তারা আগের মতোই সাত নম্বরে রয়েছে। আরসিবি রয়েছে ছয় নম্বরে।
চেন্নাই, মুম্বই ও হায়দরাবাদ চলতি আইপিএলে এখনও পয়েন্টের খাতা খোলেনি। তারা লিগ টেবিলের একেবারে শেষ তিনটি স্থানে অবস্থান করছে। চেন্নাই সুপার কিংস রয়েছে আট নম্বরে। মুম্বই ইন্ডিয়ান্সের জায়গা হয়েছে নয় নম্বরে। একেবারে শেষে দশ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।