বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: চেন্নাইতে কি KKR সাপোর্টার নেই? প্রশ্ন তুললেন নীতীশ রানা

IPL 2023: চেন্নাইতে কি KKR সাপোর্টার নেই? প্রশ্ন তুললেন নীতীশ রানা

নীতীশ রানা (AFP)

সিএসকেকে ৬ উইকেটে হারায় কেকেআর। এম এস ধোনির নেতৃত্বাধীন সিএসকের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই কেকেআরের এই জয় নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ জয়।

শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৬ তম মরশুমে কলকাতা নাইট রাইডার্স দল তাদের শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া মোটেও সহজ কাজ নয়। বলা ভালো চিপকের ২২ গজকে এই দীর্ঘ ১৬ বছর ধরে একেবারে নিজেদের দুর্গে পরিণত করেছেন রবীন্দ্র জাদেজারা। সেই পিচেই সিএসকেকে অনায়াসে হারিয়ে দিয়েছে কেকেআর। প্রথমে কেকেআর স্পিনাররা সিএসকেকে বেঁধে ফেলেন কম রানে। এরপর বাকি কাজটা করে দেন নীতীশ রানা এবং রিঙ্কু সিং। তবে এত ভালো জয়ের পরেও কেকেআর অধিনায়ক রানার গলায় যেন ধরা পড়েছে আক্ষেপের সুর। তাঁর সোজাসাপ্টা বক্তব্য চেন্নাইয়ের দর্শকরা বড় বেশি একপক্ষীয়। তিনি আক্ষেপের সুরে বলেন একটিও বেগুনি রঙের জার্সি (কেকেআরের জার্সি) আমার নজরে আসেনি।

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকেকে ৬ উইকেটে হারায় কেকেআর। এম এস ধোনির নেতৃত্বাধীন সিএসকের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই কেকেআরের এই জয় নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ জয়। এই জয়ের ফলে আপাতত অঙ্কের হিসেবে কেকেআর এখনও টিকে রয়েছে প্লে অফের লড়াইতে।চিপকের ২২ গজে ধোনিদের হারানো একেবারেই সহজ কাজ নয়। রবীন্দ্র জাদেজা, মইন আলিদের স্পিনকে সামলে রানা, রিঙ্কুরা অসম্ভবকে সম্ভব করেছেন। এরপরেই আক্ষেপের সুরে রানা জানিয়েছেন, 'চেন্নাইয়ের গোটা দর্শককূল ভীষন রকমভাবে একপাক্ষিক। সত্যি বলতে দর্শকাসনে একটিও বেগুনি রঙের জার্সি পরিহিত সাপোর্টার খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। গোটা মাঠটাই সেদিন যেন ছিল হলুদ। যেখানে কেকেআরের সাপোর্টারকে খুঁজে পাওয়া ছিল দুষ্কর বিষয়।'

এদিন চেন্নাইয়ে প্রথমে ব্যাট চেন্নাই ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছিল। চেন্নাইয়ের হয়ে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে ভালো ব্যাটিং করেন। মাত্র ৩৪ বলে ৪৮ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর তাদের প্রথম তিন ব্যাটারকে দ্রুত হারায়। তবে জুটি বেঁধে রিঙ্কু সিং এবং নীতীশ রানা অনবদ্য লড়াই করেন। দুই কেকেআর ব্যাটারের গুরুত্বপূর্ণ অর্ধশতরানে ভর করে ম্যাচ জয় নিশ্চিত হয়। ফলে আপাতত ১৩ ম্যাচ খেলে কেকেআরের দখলে রয়েছে ১২ পয়েন্ট। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় রয়েছেন সাত নম্বরে। তাদের পরবর্তী এবং শেষ ম্যাচ ইডেন গার্ডেনে। এই ম্যাচ খেলা হবে ২০ মে। ইডেনে সেদিন কেকেআরের প্রতিপক্ষ থাকবে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে জিতলে কেকেআলের পয়েন্ট দাঁড়াবে ১৪। তখন তাদের নির্ভর করতে হবে অন্য ফলাফল যাতে তাদের পক্ষে যায়। তবেই প্লে অফে যেতে পারবে তারা।

বন্ধ করুন