মাঠ কর্মীর অভাব নেই। ইডেনে সাফাইকর্মী রয়েছেন পর্যাপ্ত। তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স এমন এক উদ্যোগ নিয়েছে এবছর, যার প্রশংসা না করে পারা যায় না। যদিও খেলাধুলোয় এমন নজির নতুন কিছু নয়। তবে আইপিএলের মতো জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন ভূমিকায় সচরাচর দেখা যায় না।
আসলে কেকেআরের টিম ম্যানেজমেন্ট ক্রিকেটরাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, শুধু খেলে গিয়ে মাঠ নোংরা করলে চলবে না। পরিষ্কারও করতে হবে নিজেদের। তার জন্য যাতে কেউ অন্য কারও ঘাড়ে দায় না চাপান, তাই এই বিষয়ে নির্দিষ্ট নিয়মও জারি করেছে তারা।
প্রতিটি প্র্যাক্টিস সেশনের পরে চারজন করে ক্রিকেটারকে মাঠ ও ড্রেসিংরুমে নিজেদের তৈরি আবর্জনা পরিষ্কার করতে হবে, কেকেআরে এমনটাই অলিখিত নিয়ম বলে খবর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৩-র নিজেদের দ্বিতীয় হোম ম্যাচের আগে এই দায়িত্ব গিয়ে পড়ে নীতিশ রানা, সুয়াশ শর্মা, কুলবন্ত খেজরোলিয়া ও লকি ফার্গুসনের ঘাড়ে। সেই মতো সানরাইজার্স ম্যাচের আগের দিন অনুশীলনের পরে নীতিশ রানাদের মাঠ থেকে জলের বোতল-সহ যাবতীয় আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।
উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে সব ক্রিকেটারদের সমানভাবে দায় নিতে হচ্ছে। ক্যাপ্টেন বলে ছাড় পাননি নীতিশ রানা।
খেলোয়াড়দের মাঠ পরিষ্কার করে দেখার নজির অন্যান্য খেলাতেও কমবেশি রয়েছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টেও ফুটবলারদের গ্যালারি পরিষ্কার করতে দেখা গিয়েছে অতীতে। ইংল্যান্ডের ক্রিকেটাররাও নিজেদের কাজ নিজেরাই করতে অভ্যস্ত। প্রতিটি ফটো সেশনের আগে ও পরে ব্রিটিশ ক্রিকেটারদের চেয়ার বয়ে নিয়ে যেতে দেখা যায় হামেশাই। অনেক ক্রিকেটারকে বৃষ্টির সময় মাঠ ঢাকা দেওয়ার কাজে হাত লাগাতেও দেখা গিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স এবছর মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করে। তবে ঘরে-বাইরে পরবর্তী ২টি ম্যাচে জয় তুলে নেয় তারা। ইডেনে নিজেদের প্রথম হোম ম্যাচে কেকেআর পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। পরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে দেয় নাইট রাইডার্স।
আইপিএল ২০২৩ সংক্রান্ত যে কোনও খবর ও তথ্য-পরিসংখ্যানের জন্য ক্লিক করুন এখানে
এবার নতুন মরশুমে নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে কলকাতা লড়াইয়ে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। টানা দু'ম্যাচে জয় তুলে নিয়ে অত্মবিশ্বাসে ফুটছেন নীতিশ রানারা। বিশেষ করে আমদাবাদে শেষ ওভারের থ্রিলারে যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর, তার পরে নাইট শিবিরের মনোবল বাড়বে নিশ্চিত। স্বাভাবিকভাবেই জয়ের হ্যাটট্রিকে নজর কলকাতা নাইট রাইডার্সের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।