গতবছর নেতৃত্বের ব্যাটন হাতে তুলে দিয়েও মাঝপথেই তা কেড়ে নেওয়ার চেন্নাই সুপার কিংসের উপর গোঁসা হয়েছিল রবীন্দ্র জাদেজার। ফ্র্যাঞ্চাইজির উপর এতটাই ক্ষুব্ধ ছিলেন জাদেজা, রেগেমেগে দল ছাড়তেও চেয়েছিলেন।
তবে যাব বললেই কী যাওয়া যায়? চেন্নাই না ছাড়লে অন্য কোনও দলে যোগ দেওয়া সম্ভব ছিল না জাদেজার পক্ষে। চেন্নাই ছাড়েওনি। সময়ের সঙ্গে সঙ্গে রাগ পড়েছে জাদেজার। ঘরে ছেলে আবার ঘরে ফিরেছেন নতুন মরশুমের জন্য।
আইপিএলের আগে চেন্নাই সুপার কিংস প্রস্তুতি শুরু করেছে বেশ কিছুদিন হয়ে গেল। তবে জাদেজা জাতীয় দলের সঙ্গে ছিলেন বলে প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি। শেষমেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষে চেন্নাই সুপার কিংসের অন্দরমহলে ঢুকে পড়েন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, জাদেজা চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পরেই সমর্থদের উদ্দীপনা বেড়ে গিয়েছে কয়েকগুন। ধোনির সঙ্গে মনোমালিন্যের যে গুঞ্জন গত মরশুম থেকে শোনা যাচ্ছিল, তার পরে দুই ক্রিকেটারের রসায়ন কেমন হবে, তা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে প্রথম দর্শনে ধোনি ও জাদেজা যেভাবে ধরা দেন, তা দেখে স্পষ্ট বোঝায় যায় যে, তিক্ততার কোনও লক্ষণই নেই দুই তারকার মধ্যে। একারণেই নতুন মরশুমে দারুণ কিছু ফলের আশায় বুক বাঁধছেন চেন্নাই সমর্থকরা।
সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় ধোনি ও জাদেজার পুনর্মিলনের ভিডিয়ো পোস্ট করা হয়। দুই ক্রিকেটার পাশাপাশি হেঁটে যাওয়ার সময় নিজেদের মধ্য কথাবার্তা বলছিলেন। দু'জনকেই হাসিতে উদ্বেল দেখায়।
তবে চেন্নাই সুপার কিংসের অন্য একটি ভিডিয়ো সমর্থকদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় সিএসকের পোস্ট করা একটি ভিডিয়োয় ধোনিকে নেটে স্পিন বল করতে দেখা যায়। ঠিক পরের ফ্রেমেই ধোনিকে ব্যাট করতে দেখা যায়। ধোনির বোলিং ও ব্যাটিংয়ের আলাদা আলাদা ভিডিয়োকে এমনভাবে এডিট করা হয়েছে যেন, ধোনি নেটে বল করছেন আরেক ধোনিকে।
আরও পড়ুন:- ZIM vs NED: শেষ ওভারে দরকার ছিল ১৯, হাতে ছিল ১ উইকেট, তীরে এসে তরী ডোবে ডাচদের
একা জাদেজাই নন, চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন দুই ব্রিটিশ তারকা বেন স্টোকস ও মইন আলিও। স্টোকস আগেই সোশ্যাল মিডিয়ায় সমর্থদের জানান দিয়েছিলেন যে, তিনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো পোস্ট করে জানিয়ে দেয় যে, স্টোকসরা টিম হোটেলে ঢুকে পড়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।