নিলামের আগেই কার্যত খোলসা করে দিলেন নিজেদের পরিকল্পনা। কেকেআরের বোলিং কোচ ও ট্যালেন্ট স্কাউটিংয়ের প্রধান একযোগে জানিয়ে দিলেন, আইপিএলের আসন্ন মেগা নিলামে নাইট রাইডার্সের প্রধান লক্ষ্য কী হতে চলেছে।
করোনা আবহে ১০ দলের আইপিএল ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও স্থির হয়নি। দেশের মাটিতে না বিদেশে, দেশে অনুষ্ঠিত হলেও হোম-অ্যাওয়ে ভিত্তিক, নাকি ক্যারাভ্যান মডেলে আয়োজন করা হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় বোর্ড। এমনকি শোনা যাচ্ছে যে, মুম্বইয়ের মতো একটি শহরে, যেখানে একাধিক মাঠ রয়েছে এবং সব রকম সুযোগ সুবিধা বর্তমান, আয়োজন করা হতে পারে গোটা টুর্নামেন্ট।
ক্রিকেটে সর্বদা পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটার ব্যবহার করা হয়। করোনার আগে হোম-অ্যাওয়ে ভিত্তিক আইপিএলের সময় ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠের উপযোগী ক্রিকেটার দলে নিত বেশি করে। এই অবস্থায় কোথায় বসবে আইপিএলের আসর, তা না জেনেই দল গড়ে নেওয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জের। কেকেআর এক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা নিলাম থেকে এমন দল গড়ে নিতে চায়, যারা যে কোনও পরিবেশে সফল হতে পারে।
এপ্রসঙ্গে কেকেআরেরে ট্যালেন্ট স্কাউটিংয়ের প্রধান এআর শ্রীকান্ত বলেন, ‘আমি মনে করি যে, আপনি যখন নিলামে দল গড়ে নিতে বসেন, তখন সব দিক কভার করেই দল গড়ার দিকে নজর দেন। আপানি নিশ্চিতভাবেই এমন একটা দল গড়ে নিতে চাইবেন, যারা যে কোনও পরিবেশে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে পারবে।’
নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ শ্রীকান্তকে সমর্থন করে এপ্রসঙ্গে বলেন, ‘এক্কেবারে ঠিক কথা। আপনার এমন খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যারা ভিন্ন ভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে। এমনকি মহামারির আগেও যখন আপনি ঘরের মাঠের কথা ভেবে বোলারদের দলে নিতেন, তাদের বাইরে গিয়ে আইপিএলের ৭টা অ্যাওয়ে ম্যাচও খেলতে হতো।’