আইপিএলের ১৫তম আসর শেষ হওয়ার পথে। IPL 2022 এর বিজয়ী দলের নাম জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে। ফাইনাল ম্যাচের আগে আইপিএল নিয়ে বড় বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেছেন যে যদি আইপিএলের মতো টি-টোয়েন্টি লিগ আয়োজনের সময়কাল এভাবে বাড়তে থাকে, তবে আন্তর্জাতিক দলগুলির মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন কমে যেতে পারে। ২০২২ আইপিএল-এ দুটি নতুন দলের আগমনের ফলে লিগে খেলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে যেখানে ২০২১ সালে আইপিএল-এ খেলা হয়েছিল মাত্র ৬০টি ম্যাচ সেখানে ২০২২ আইপিএল-এ খেলা হচ্ছে ৭৪টি ম্যাচ।
গ্রেগ বার্কলে পিটিআইকে বলেছেন, ‘আইপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টগুলোর আয়োজন সদস্য দেশগুলির এখতিয়ারের অধীনে। তারা যেভাবে ইচ্ছা টুর্নামেন্ট চালাতে পারে। কিন্তু এই টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেশি হলে বা টুর্নামেন্ট দীর্ঘায়িত হওয়ার কারণে আন্তর্জাতিক দলগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ কমে যাবে। আমরা জানি বছরে মাত্র ৩৬৫ দিন থাকে।’
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে আরও বলেন, ‘করোনার কারণে দুই বছর ঘুরতে পারিনি এবং এই লিগে আসতে পারিনি। ভারতে ফিরে আসাটা দারুণ এবং এটিই আমার প্রথম আইপিএল সফর। আমি আইপিএল পছন্দ করি এবং এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান। আমি মনে করি ভারত এবং বিসিসিআই ক্রিকেটের ক্ষেত্রে ভিন্ন কিছু করেছে। এটি এমন একটি প্রতিযোগিতা যা দেখা এবং এর অংশ হওয়া গর্বের বিষয়।’
আইসিসি চেয়ারম্যান আরও বলেন, ‘বিসিসিআই কর্তৃক আইপিএলের মিডিয়া অধিকার প্রকাশের পরে, আইসিসি ২০২৪-২০৩১ মরশুমের মিডিয়া অধিকারের জন্য একটি টেন্ডার পাঠাবে। আমি খুবই উত্তেজিত যে মিডিয়ার অধিকারের ব্যাপারে অনেক আগ্রহ দেখা গিয়েছে। আমি মনে করি কিছু অংশীদার আছে যারা আইসিসির সাথে কাজ করতে সক্ষম হবে এবং তারা ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।