মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিচ্ছেন? তিনি কি সিদ্ধান্তে পৌঁছেছেন? ধোনি কি ইতিমধ্যেই শেষ আইপিএল খেলে ফেললেন? চেন্নাই সুপার কিংস চারটি শব্দ ক্যাপশনে দিয়ে টুইটারে ধোনির একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করেছেন। সিএসকে-র এই ভিডিয়োটি পোস্ট করার পরেই দেশ জুড়ে ধোনির অবসরকে ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই পোস্টটি দেখার পর সিএসকে ভক্তরা টেনশনে পড়ে গিয়েছেন, এবং এর উত্তর খুঁজে পেতে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছে।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মরশুমে চেন্নাই সুপার কিংস যেন রূপকথার সমাপ্তি করেছে। তারা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় বারের মতো আগের মরশুমের খারাপ ফল থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে ট্রফি জিতেছে। ২০২২ সালে নয় নম্বরে শেষ করে সিএসকে এই মরশুমে শিরোপা জয় করেছে। ধোনির নেতৃত্বে এই নিয়ে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই। সেই সঙ্গে তারা মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ (৫ বার) ট্রফি জয়ের নজিরও স্পর্শ করে ফেলেছে।
আরও পড়ুন: অশ্বিনের মতো করে অদ্ভূত ভাবে কাউকে বাদ পড়তে হয়নি- কোহলি, শাস্ত্রীও ঝাড় খেলেন গাভাসকরের
মঙ্গলবার রাতে সিএসকে ধোনির একটি ভিডিয়ো পোস্ট করেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, ‘ওহ ক্যাপ্টেন, মাই (আমার) ক্যাপ্টেন!’। ৩৩ সেকেন্ডের ক্লিপটির শুরুতে ধোনিকে সিঁড়ি বেয়ে প্যাভিলিয়নের দিকে উঠতে দেখা গিয়েছে এবং তার পরে ২০২৩ আইপিএল মরশুমে মুহুর্তের ছবিগুলিকে সুপারইম্পোজ করে সেগুলি তুলে ধরা হয়েছে।
ধোনির এমন ভিডিয়ো দেখে ভক্তরা ধরেই নিয়েছেন, এটাই ক্যাপ্টেন কুলের অবসরের ইঙ্গিত। এই ভিডিয়োটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে। সঙ্গে ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
২০২৩ আইপিএল শুরু হওয়ার আগে থেকেই গোটা ক্রিকেট বিশ্ব শুধু একটাই উত্তর খুঁজেছে। ধোনি কি এবার অবসর নেবেন? চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পর সকলেই ভেবেছিলেন বোধহয়, এই রকম আদর্শ মঞ্চেই হয়তো নিজের অবসরের কথা ঘোষণা করে দেবেন মাহি। কিন্তু সকলকে চমকে একেবারে অন্য কথা বলেছিলেন ধোনি।
আরও পড়ুন: ধোনির চ্যাম্পিয়ন দলের আরও এক তারকা সেরে ফেললেন বাগদান, নাম লেখাতে চললেন রুতুর দলে
সিএসকে-কে চ্যাম্পিয়ন করার পর ধোনি বলেন, ‘যদি সব কিছু বিবেচনা করে দেখেন, তা হলে এটাই অবসর ঘোষণার সেরা সময়। এই মুহূর্তে দাঁড়িয়ে অবসর নেওয়ার কাজটা সোজা। কিন্তু কঠিন কাজটা হল, আরও নয় মাস কঠোর পরিশ্রম করা এবং আরও একটি আইপিএলে খেলার চেষ্টা চালিয়ে যাওয়া। শরীরকে সেই চাপ সইতে হবে। কিন্তু সিএসকে ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আরও একটি আইপিএল খেলে ওঁদের একটি উপহার দিতে চাই। ওঁরা যেভাবে নিজের ভালোবাসা, আবেগ প্রকাশ করেছেন, সেটা বিবেচনা করে এই কাজটা আমার করা উচিত। এটা আমার ক্যারিয়ারের শেষ ভাগ।’
ধোনির এই বক্তব্যে নিশ্চিন্ত হয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু সিএসকে-র পোস্ট নতুন করে জল্পনা বাড়াল। ধোনি কখনও-ই অবসরের জন্য সেরা মঞ্চ খোঁজেননি। দুম করেই হয়তো একদিন অবসরের কথা ঘোষণা করে দেবেন। সিএসকে কি সত্যিই সেই ইঙ্গিতই দিল?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।