বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs CSK: হরির লুটের মতো রান বিলিয়ে ল্যাজেগোবরে কেকেআর, ইডেনের বিরাট জয়ে লিগ টেবিলের শীর্ষে ধোনিরা
ইডেনে দাপট চেন্নাইয়ের। ছবি- বিসিসিআই।

KKR vs CSK: হরির লুটের মতো রান বিলিয়ে ল্যাজেগোবরে কেকেআর, ইডেনের বিরাট জয়ে লিগ টেবিলের শীর্ষে ধোনিরা

Kolkata Knight Riders vs Chennai Super Kings IPL 2023 Live Score: টানা চার ম্যাচে হেরে লিগ টেবিলে কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স, জয়ের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের।

চলতি আইপিএলে একদিকে যেমন চেন্নাই সুপার কিংসকে ছন্দবদ্ধ দেখাচ্ছে, ঠিক ততটাই সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। এমন নয় যে, কেকেআর নিতান্ত খারাপ ক্রিকেট খেলছে। তবে হার-জিতের মাঝে যে সামান্য ব্যবধানটা থাকে, সেটাই ঘোচাতে পারছেন না নীতিশ রানারা। ফলে টুর্নামেন্টে টানা ৪টি ম্য়াচে পরাজয়ের মুখ দেখতে হল কেকেআরকে। ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে খেই হাারায় নাইট রাইডার্স। সিএসকে তাদের প্রথম ৭ ম্যাচের ৫টিতে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে।

23 Apr 2023, 11:53:57 PM IST

ম্যাচের সেরা রাহানে

নিজের পুরনো দল কেকেআরের বিরুদ্ধে ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে অপরাজিত ৭১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অজিঙ্কা রাহানে।

23 Apr 2023, 11:46:27 PM IST

লিগ টেবিলের এক নম্বরে চেন্নাই

ইডেনে কলকাতাকে হারিয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে সিএসকের সংগ্রহে রয়েছে ১০ পয়েন্ট। রাজস্থান, লখনউ, গুজরাট, আরসিবি ও পঞ্জাব, এই পাঁচ দলের দখলে রয়েছে ৮ পয়েন্ট করে। নেট রান-রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

23 Apr 2023, 11:28:16 PM IST

বিরাট জয় সিএসকের

চেন্নাইয়ের ৪ উইকেটে ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮৬ রানে আটকে যায়। ৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে টানা তিনটি ম্যাচে জয় তুলে নেন মহেন্দ্র সিং ধোনিরা। টানা চারটি ম্যাচ হারে কেকেআর।

23 Apr 2023, 11:25:35 PM IST

হাফ-সেঞ্চুরি রিঙ্কুর

৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু সিং। তিনি ৩৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। পথিরানা ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

23 Apr 2023, 11:18:25 PM IST

উমেশ যাদব আউট

১৮তম ওভারে একবার রুতুরাজের হাত থেকে জীবন দান পেয়েও তা কাজে লাগাতে পারলেন না উমেশ যাদব। ১৮.৩ ওভারে থিকসানার বলে কনওয়ের হাতে ধরা পড়েন তিনি। ৪ বলে ৪ রান করেন উমেশ। কলকাতা ১৮০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বরুণ চক্রবর্তী। জয়ের জন্য শেষ ওভারে ৫৬ রান দরকার কলকাতার। থিকসানা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। রিঙ্কু ৪৭ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 11:12:34 PM IST

ডেভিড ওয়াইজ আউট

১৭.৩ ওভারে তুষার দেশপান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়াইজ। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে ধোনি নিজের যথাযথ রিভিউ নেওয়ার বিরল দক্ষতা কাজে লাগান। ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ২ বলে ১ রান করেন ডেভিড। কলকাতা ১৭১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। ১৮ ওভার শেষে কলকাতার স্কোর ৭ উইকেটে ১৭৭ রান। রিঙ্কু ৪৪ রানে ব্যাট করছেন। ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে।

23 Apr 2023, 11:05:19 PM IST

আন্দ্রে রাসেল আউট

১৬.৪ ওভারে মাথিসা পথিরানার বলে শিবম দুবের হাতে ধরা পড়েন আন্দ্রে রাসেল। ৬ বলে ৯ রান করেন দ্রে রাস। মারেন ১টি ছক্কা। কলকাতা ১৬২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড ওয়াইজ। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৬ উইকেটে ১৬৪ রান। জিততে ৩ ওভারে ৭২ রান দরকার কলকাতার। রিঙ্কু ৩৭ রানে ব্যাট করছেন। পথিরানা ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 10:58:46 PM IST

৪ ওভারে কলকাতার দরকার ৮০ রান

১৬তম ওভারে তুষার দেশপান্ডের বলে ২টি চার মারেন রিঙ্কু সিং। ১টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। ওভারে ১৯ রান ওঠে। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৫৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৮০ রান দরকার কেকেআরের। রিঙ্কু ৩১ ও রাসেল ৯ রানে ব্যাট করছেন। তুষার ৩ ওভারে ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 10:49:32 PM IST

জেসন রয় আউট

১৪.৩ ওভারে মাহিশ থিকসানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জেসন রয়। ২৬ বলে ৬১ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। কলকাতা ১৩৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৩৭ রান। জিততে শেষ ৫ ওভারে ৯৯ রান দরকার কেকেআরের। রিঙ্কু ২২ রানে ব্যাট করছেন। থিকসানা ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 10:44:14 PM IST

হাফ-সেঞ্চুরি জেসন রয়ের

৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেসন রয়। চলতি আইপিএলে এটি যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১২৭ রান। জেসন ৫৩ ও রিঙ্কু ২১ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 10:41:32 PM IST

জাদেজার ওভারে ১০ রান

১৩তম ওভারে ১০ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। কলকাতার স্কোর ৪ উইকেটে ১১৯ রান। রিঙ্কু ২০ ও জেসন ৪৭ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 10:37:41 PM IST

১০০ টপকাল কলকাতা

১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। থিকসানার ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে ১৪ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১০৯ রান। ৪৫ রানে ব্যাট করছেন জেসন রয়।

23 Apr 2023, 10:35:09 PM IST

জাদেজার ওভারে ১৯ রান

১১তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন জেসন রয়। ১টি ছক্কা মারেন রিঙ্কু। ওভারে মোট ১৯ রান ওঠে। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ৯৫ রান। ৩৩ রানে ব্যাট করছেন জেসন। জাদেজা ২ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 10:30:53 PM IST

১০ ওভারে ১৬০ রান দরকার কলকাতার

দশম ওভারে ৫ রান খরচ করেন পথিরানা। ১০ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৬০ রান দরকার কেকেআরের। ২১ রানে ব্যাট করছেন জেসন।

23 Apr 2023, 10:29:24 PM IST

ভাগ্যের জোরে বাঁচলেন রিঙ্কু

৮.৬ ওভারে রবীন্দ্র জাদেজা রিঙ্কু সিংকে রান-আউট করেছিলেন। বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে যান রিঙ্কু। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ৭১ রান।

23 Apr 2023, 10:19:38 PM IST

নীতিশ রানা আউট

৮.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন নীতিশ রানা। ২০ বলে ২৭ রান করেন নাইট অধিনায়ক। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। কেকেআর ৭০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।

23 Apr 2023, 10:14:26 PM IST

বেঙ্কটেশ আইয়ার আউট

অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন মইন আলি। তিনি প্রথম বলেই বেঙ্কটেশ আইয়ারকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান। রিভিউ নিয়েও বাঁচেননি আইয়ার। ২০ বলে ২০ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। কেকেআর ৪৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন রয়। তিনি ওভারের শেষ ৩টি বলে পরপর ৩টি ছক্কা মারেন। ওভারে ১টি উইকেট পড়লেও মোট ২০ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৬৬ রান। জেসন ১৮ ও রানা ২৩ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 10:12:14 PM IST

আকাশের বোলিং কোটা শেষ

সপ্তম ওভারে আকাশ সিংয়ের বলে ১টি চার মারেন নীতিশ রানা। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ৪৬ রান। নীতিশ রানা ২২ ও বেঙ্কটেশ আইয়ার ২০ রানে ব্যাট করছেন। আকাশ সিং ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 10:05:36 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে মাহিশ থিকসানা ৫ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৩৮ রান। নীতিশ রানা ১৬ ও বেঙ্কটেশ আইয়ার ১৮ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 10:01:07 PM IST

আকাশের ওভারে ৯ রান

পঞ্চম ওভারে আকাশ সিংয়ের বলে ১টি করে চার মারেন নীতিশ রানা ও বেঙ্কটেশ আইয়ার। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৩৩ রান। বেঙ্কটেশ ১৬ ও রানা ১৪ রানে ব্যাট করছেন। আকাশ ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 09:56:50 PM IST

তুষারের ওভারে ৪ রান

চতুর্থ ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি চার মারেন নীতিশ রানা। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৪ রান। দেশপান্ডে ২ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 09:52:44 PM IST

চাপ কাটানোর চেষ্টায় বেঙ্কটেশ

তৃতীয় ওভারে আকাশ সিংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২০ রান। বেঙ্কটেশ ১১ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আকাশ।

23 Apr 2023, 09:47:13 PM IST

নারায়ন জগদীশান আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। দ্বিতীয় বলে তিনি তুলে নেন জগদীশানের উইকেট। ১.২ ওভারে জাদেজার হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন জগদীশান। ৩ বলে ১ রান করেন তিনি। কেকেআর ১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতিশ রানা। ওভারের শেষ বলে ছক্কা মারেন তিনি। ২ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৯ রান।

23 Apr 2023, 09:42:44 PM IST

প্রথম ওভারেই আউট নারিন

জেসন রয় চোট পেয়েছেন। ফলে নারায়ন জগদীশানের সঙ্গে ওপেন করতে নামেন সুনীল নারিন। সিএসকের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং, যিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রায়াড়ুর পরিবর্তে মাঠে নামেন। প্রথম হলে ১ রান নিয়ে খাতা খোলেন জগদীশান। চতুর্থ বলে আকাশ বোল্ড করেন সুনীল নারিনকে। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি নারিন। কেকেআর ১ রানে ১ উইকেট হারায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। ১ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ১ রান।

23 Apr 2023, 09:23:01 PM IST

রানের পাহাড়ে চেন্নাই

ইডেনে কেকেআরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে সিএসকে। ইডেনে কোনও আইপিএল ম্যাচে এটিই সর্বোচ্চ দলগত ইনিংস। চলতি আইপিএলের সর্বোচ্চ এবং আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের এটি তৃতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। অজিঙ্কা রাহানে ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৭১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করেন ধোনি। খেজরোলিয়া ৩ ওভারে ৪৪ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। জিততে হলে রেকর্ড ২৩৬ রান তুলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।

23 Apr 2023, 09:15:00 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

শেষ ওভারে খেজরোলিয়ার প্রথম ও তৃতীয় বলে জোড়া ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা। ১৯.৪ ওভারে রিঙ্কু সিংয়ের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন তিনি। ৮ বলে ১৮ রান করেন রবীন্দ্র। মারেন ২টি ছয়। চেন্নাই ২৩২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি।

23 Apr 2023, 09:11:20 PM IST

২০০ টপকাল চেন্নাই

১৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। বরুণ চক্রবর্তীর বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন অজিঙ্কা রাহানে। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ২১৮ রান। রাহানে ৭১ ও জাদেজা ৪ রানে ব্যাট করছেন। বরুণ ৪ ওভারে ৪৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 09:02:02 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট দুবে

২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিবম দুবে। তবে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনোর পরেই আউট হয়ে বসেন তিনি। ১৭.৩ ওভারে খেজরোলিয়ার বলে বাউন্ডারি লাইনে জেসন রয়ের হাতে ধরা পড়েন শিবম। ২১বলে ৫০ রান করেন তিনি। ১৯৪ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৯৯ রান। রাহানে ৫৫ রানে ব্যাট করছেন। খেজরোলিয়া ২ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 08:58:57 PM IST

হাফ-সেঞ্চুরি রাহানের

৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা রাহানে। ১৭তম ওভারে আন্দ্রে রাসেলের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন অজিঙ্কা। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৮৬ রান। রাহানে ৫১ ও দুবে ৪২ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 08:50:49 PM IST

সুয়াশের বোলিং কোটা শেষ

১৬তম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ওভারে মোট ৯ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ২ উইতেটে ১৬৯ রান। রাহানে ৩৮ ও দুবে ৪০ রানে ব্যাট করছেন। সুয়াশ ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

23 Apr 2023, 08:45:32 PM IST

১৫০ টপকাল সিএসকে

১৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। ডেভিড ওয়াইজের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন শিবম দুবে। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৬০ রান। ১১ বলে ৩২ রান করেছেন দুবে। ১৯ বলে ৩৭ রান করেছেন রাহানে। ওয়াইজ ৩ ওভারে ৩৮ রান খরচ করেছেন।

23 Apr 2023, 08:42:03 PM IST

ব্যাট চালাচ্ছেন রাহানে

১৪তম ওভারে উমেশ যাদবের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন অজিঙ্কা রাহানে। ১টি চার মারেন শিবম দুবে। ওভারে মোট ২২ রান ওঠে। ১৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৪৫ রান। রাহানে ১৮ বলে ৩৬ রান করেছেন। দুবে ৬ বলে ১৮ রান করেছেন। উমেশ ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন।

23 Apr 2023, 08:31:39 PM IST

ডেভন কনওয়ে আউট

১২.১ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ডেভিড ওয়াইজের হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৬ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। চেন্নাই ১০৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। তিনি ওভারের শেষ ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন। ১৩ ওভার শেষে সিএসকের স্কোর ২ উইকেটে ১২৩ রান। রাহানে ১৯ ও দুবে ১৩ রানে ব্যাট করছেন। বরুণ ৩ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 08:29:57 PM IST

সুয়াশের ওভারে ৮ রান

১২তম ওভারে সুয়াশের বলে ১টি চার মারেন অজিঙ্কা রাহানে। ওভারে মোট ৮ রান ওঠে। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১০৯ রান। কনওয়ে ৫৬ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন। সুয়াশ ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Apr 2023, 08:21:40 PM IST

১০০ টপকাল চেন্নাই

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। বরুণ চক্রবর্তীর ওভারে ৭ রান ওঠে। ১১ ওভার শেষে সিএসকের স্কোর ১ উইকেটে ১০১ রান। কনওয়ে ৫৫ ও রাহানে ১১ রানে ব্যাট করছেন। বরুণ ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।

23 Apr 2023, 08:16:48 PM IST

হাফ-সেঞ্চুরি কনওয়ের

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। দশম ওভারে সুয়াশ ৫ রান খরচ করেন। ১০ ওভার শেষে সিএসকের স্কোর ১ উইকেটে ৯৪ রান। কনওয়ে ৫০ ও রাহানে ৯ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন সুয়াশ।

23 Apr 2023, 08:14:39 PM IST

খরুচে বোলিং নারিনের

নবম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। ওভারের শেষ বলে ছক্কা মারেন কনওয়ে। ওভারে মোট ১০ রান ওঠে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৮৯ রান। ৪৭ রানে ব্যাট করছেন কনওয়ে। নারিন ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।

23 Apr 2023, 08:06:51 PM IST

রুতুরাজ গায়কোয়াড় আউট

৭.৩ ওভারে সুয়াশ শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ২০ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। চেন্নাই ৭৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে, যিনি গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন। ওভারের শেষ বলে চার মারেন অজিঙ্কা। ৮ ওভার শেষে সিএসকের স্কোর ১ উইকেটে ৭৯ রান। কনওয়ে ৪০ রানে ব্যাট করছেন। সুয়াশ নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।

23 Apr 2023, 08:04:11 PM IST

নারিনকে চার-ছক্কায় স্বাগত রুতুরাজের

সপ্তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তাঁর প্রথম ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ গায়কোয়াড়। ওভারে ১৩ রান ওঠে। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৭২ রান। রুতুরাজ ৩৫ ও কনওয়ে ৩৭ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 08:00:39 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল চেন্নাই

ষষ্ঠ ওভারে বল করতে আসেন কুলবন্ত খেজরোলিয়া। তাঁর ওভারে ১টি চার মারেন কনওয়ে। ১টি ছক্কা হাঁকান রুতুরাজ। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। ২২ বলে ৩৬ রান করেছেন কনওয়ে। মেরেছেন ৩টি চার ও ২টি ছক্কা। ১৪ বলে ২৩ রান করেছেন রুতুরাজ। মেরেছেন ১টি চার ও ২টি ছক্কা।

23 Apr 2023, 07:54:37 PM IST

ডেভিডের ওভারে ১৪ রান

পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন ডেভিড ওয়াইজ। তাঁর ওভারে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪৫ রান। কনওয়ে ২০ বলে ৩১ রান করেছেন। ১০ বলে ১৪ রান করেছেন রুতুরাজ। ২ ওভারে ২৩ রান খরচ করেছেন ওয়াইজ।

23 Apr 2023, 07:50:27 PM IST

বরুণকে ছক্কা হাঁকালেন কনওয়ে

চতুর্থ ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় কেকেআর। বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ডেভন কনওয়ে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩১ রান। কনওয়ে ১৭ রানে ব্যাট করছেন।

23 Apr 2023, 07:45:41 PM IST

উমেশকে ছক্কা হাঁকালেন রুতুরাজ

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন উমেশ যাদব। ওভারের শেষ বলে ছক্কা মারেন রুতুরাজ গায়কোয়াড়। ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২২ রান। রুতুরাজ ১৪ ও কনওয়ে ৮ রানে ব্যাট করছেন। উমেশ ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।

23 Apr 2023, 07:40:43 PM IST

জীবনদান পেলেন কনওয়ে

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ডেভিড ওয়াইজ। ১.৩ ওভারে নিজের বলেই ফলো থ্রু-য়ে ডেভন কনওয়ের ক্যাচ ধরার সুযোগ হাতছাড়া করেন ওয়াইজ। পঞ্চম বলে ছক্কা মারেন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ১৪ রান।

23 Apr 2023, 07:34:31 PM IST

ম্যাচ শুরু

ডেভন কনওয়েকে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। কলকাতার হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম বলই রুতুরাজের ব্যাটের ভিতরের কানায় লেগে ফাইন-লেগ বাউন্ডারির বাইরে চলে যায়।প্রথম ওভারে ৫ রান ওঠে।

23 Apr 2023, 07:20:49 PM IST

দু'দলর পরিবর্ত ক্রিকেটার

কলকাতা- অনুকূল রায়, বৈভব আরোরা, বেঙ্কটেশ আইয়ার, মনদীপ সিং ও লিটন দাস।চেন্নাই- আকাশ সিং, ডোয়েন প্রিটোরিয়াস, শেক রশিদ, রাজবর্ধন হাঙ্গার্গেকর ও সুভ্রাংশু সেনাপতি।

23 Apr 2023, 07:18:48 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), তুষার দেশপান্ডে, মাথিসা পথিরানা ও মাহিশ থিকসানা।

23 Apr 2023, 07:16:25 PM IST

কলকাতার প্রথম একাদশ

নারায়ন জগদীশান (উইকেটকিপার), জেসন রয়, নীতিশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড ওয়াইজ, কুলবন্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

23 Apr 2023, 07:06:32 PM IST

বাদ পড়লেন লিটন দাস

মাত্র ১ ম্যাচ খেলেই বাদ পড়লেন লিটন দাস। তাঁর বদলে কেকেআর মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ডেভিড ওয়াইজকে। মনদীপকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে নারায়ন জগদীশানকে মাঠে ফেরায় কলকাতা। কেকেআর এই ম্যাচেও শার্দুল ঠাকুরকে ছাড়া মাঠে নামাছে।

23 Apr 2023, 07:02:14 PM IST

টস জিতল কেকেআর

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতল কেকেআর। টস জিতে নীতিশ রানা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংসকে। সুতরাং, ইডেনে শুরুতে ব্যাট করবেন ধোনিরা।

23 Apr 2023, 06:39:00 PM IST

ধোনির বিরুদ্ধে কলকাতার হাতিয়ার হতে পারেন বরুণ

বরুণ চক্রবর্তী চারটি ইনিংসের মধ্যে তিনবার ধোনিকে আউট করেছেন। সুতরাং, ইডেনে ধোনির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হাতিয়ার হতে পারেন বরুণ।

23 Apr 2023, 06:26:39 PM IST

মুখোমুখি লড়াইয়ে বিস্তর পিছিয়ে কেকেআর

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সাক্ষাতের রেকর্ড মোটেও ভালো নয়। কেননা এখনও পর্যন্ত মোট ২৭টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে দু'দল। চেন্নাই জিতেছে ১৭টি ম্যাচ, কলকাতা জিতেছে ৯টি। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

23 Apr 2023, 06:13:47 PM IST

জয়ের ফেরার লড়াই কলকাতার

কেকেআর চলতি আইপিএলে নিজেদের প্রথম ৬ ম্যাচের মাত্র ২টিতে জয় তুলে নিয়েছে। তারা হেরেছে ৪টি ম্যাচ। কেকেআর তাদের শেষ ম্যাচ জেতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে। তার পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের কাছে টানা তিনটি ম্যাচে পরাজিত হন নীতিশ রানারা। সুতরাং, হারের হ্যাটট্রিকের পরে সিএসকের বিরুদ্ধে জয়ে ফেরার চ্যালেঞ্জ নাইট রাইডার্সের সামনে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অবশেষে এল স্বস্তির খবর, রাজ্যে হানা দিল কালবৈশাখী, এক ধাক্কায় নামল তাপমাত্রা সিলিন্ডারে আর কতটা গ্যাস বাকি? খুব সহজে বলে দেবে এই পরীক্ষা অনেক সময়ই খচে যান সাংবাদিকদের ওপর, অথচ একসময় জার্নালিস্টই হতে চেয়েছিলেন অনুষ্কা ক্লাসরুম হয়ে গেল সুইমিং পুল! গরমে হাঁসফাঁস করা পড়ুয়াদের স্বস্তি এনে দিল স্কুল ‘‌কংগ্রেসের লক্ষ্য বিজেপির আসন হ্রাস করা’‌, অধীরের মন্তব্য নিয়ে জয়রামের বার্তা মেলবোর্ন সিটির তারকাকে বছরে প্রায় ২.৮ কোটির প্রস্তাব দিল বাগান, আগ্রহী মুম্বইও ভারতে ভোটের মাঝে রাহুল গান্ধীর প্রশংসায় Ex পাক মন্ত্রী ফাওয়াদ, কেন? জানালেন কারণ ‘কপালে লেখা থাকলে..’, এই বয়সে জীনবসঙ্গী খুঁজছেন মনীষা, জানালেন প্রেমে থাকতে চান বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের সারা মুখে মেয়েদের একের পর এক চুমু খেতে দিতে হবে, ছেলেদের এমন চাকরির কথা শুনেছেন

Latest IPL News

বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র T20 World Cup-IPL থেকে ছিটকে যাওয়া টিমের প্লেয়াররা ২১ মে পাড়ি দেবেন আমেরিকায় পাওয়াপ প্লে-তে একাধিক উইকেট হারিয়েই চাপ বাড়িয়েছি-রোহিতদের দোষারোপ করলেন হার্দিক T20 Wcup- Rohit, Virat নয়, এই ক্রিকেটারের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, বললেন ফ্লেমিং WC থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, মহানুভবতায় মুগ্ধ ভক্তরা IPL 2024- আবার চোট মায়াঙ্কের, দুশ্চিন্তায় LSG-র কোচ ল্যাঙ্গার ‘মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম….’, রিঙ্কু বিশ্বকাপের দলে না থাকায় হৃদয় ভাঙল বাবার IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের? ICC T20 World Cup-বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.