গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার উমেশ যাদব। পায়ে চোট রয়েছে তাঁর। উমেশের জায়গায় শনিবার খেলার সুযোগ পান হর্ষিত রানা। আর সুযোগ পেয়েই নিজের সংযত পারফরম্যাম্যান্সের হাত ধরে নজর কাড়লেন হর্ষিত।
হর্ষিত ২০২২ সাল থেকেই কলকাতা নাইট রাইডার্স টিমে রয়েছেন। গত বছর তিনি ২টি ম্যাচ খেলেছিলেন। মোট ৫১ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছিলেন। রান করেছিলেন মাত্র ২। এর পর ২০২৩ সালে নাইট রাইডার্সের হয়ে শনিবার প্রথম ম্যাচ খেললেন হর্ষিত। তিনি গুজরাটের হয়ে ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়াকে এলবিডব্লিউ করেন হর্ষিত রানা। ২০ বলে ২৬ করে সাজঘরে ফেরেন টাইটান্স অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্স এই মরশুমে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে। প্রায় এক বছর পর একাদশে ফিরলেন হর্ষিত।
আরও পড়ুন: KKR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে GT, নাইটদের বেগতিক অবস্থা, লাস্টবয় এখনও সৌরভরা
হর্ষিত রানা দিল্লির বাসিন্দা। তিনি সিনিয়র স্তরে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়েন। নভেম্বরে ২০২২-২৩ বিজয় হাজারে ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে লিস্ট এ ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। এর পর রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় হর্ষিতের। লোয়ার অর্ডারে খুব অল্পই ব্যাট করেছেন হর্ষিত। তবে বোলিংয়ের ক্ষেত্রে তিনি খুবই মিতব্যয়ী প্রমাণিত হয়েছেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫ ম্যাচের ৮ ইনিংসে ২১টি উইকেট নিয়েছেন হর্ষিত। ৮৮৫টি বল করে ৫৬০ রান দিয়েছেন। ইকোনমি রেট ৩.৭৯। সেরা পারফরম্যান্স ৭/৪৫। লিস্ট এ-তে ১ ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। ৬ ওভার বল করে ২১ রান দিয়েছেন।
আরও পড়ুন: দ্বিতীয় দ্রুততম হিসেবে ৩০০০ ODI রান ফখরের, পিছনে ফেললেন কোহলি, বাবরদের
আইপিএলে এখনও পর্যন্ত গুজরাট টাইটান্স এবং কেকেআরের মধ্যে দু'টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে গুজরাট একটি ম্যাচ জিতেছে এবং কলকাতার টিম জিতেছে একটি ম্যাচ। চলতি মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছে নাইটরা। সেই ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে রিঙ্কু সিং দলকে জিতিয়েছিলেন।
কলকাতা নাইট রাইডার্স শনিবার ঘরের মাঠে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হেরে বসে থাকে। তারা এই নিয়ে নয় ম্যাচের মধ্যে ৬টিতেই হারল। ৩ ম্যাচে জিতেছে। টস হেরে প্রথমে ব্যাট করে নাইটরা ৭ উইকেটে ১৭৯ রান করে। ১৩ বল বাকি থাকতে ৩ উইকেটে ১৮০ রান করে ফেলে গুজরাট টাইটান্স। ৭ উইকেটে হেরে বসে থাকে কলকাতার টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।