HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs GT: ব্যর্থ হয় রাসেলের মরিয়া প্রচেষ্টা, টানা চার ম্যাচে হার কলকাতার

KKR vs GT: ব্যর্থ হয় রাসেলের মরিয়া প্রচেষ্টা, টানা চার ম্যাচে হার কলকাতার

শেষ ওভার পর্যন্ত টানটান লড়াই চলে। শেষে উত্তেজক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে গুজরাট টাইটানস।

কলকাতাকে হারাল গুজরাট। ছবি- আইপিএল।

আইপিএলে চমকে দেওয়া আবির্ভাব গুজরাট টাইটানসের। শুরু থেকে ধারাবাহিকতা দেখিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি প্রথম চারে নিজেদের জায়গা ধরে রেখেছে কার্যত শুরু থেকেই। চলতি আইপিএলে যেরকম পারফর্ম্যান্স মেলে ধরছে গুজরাট, তাতে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। নিজেদের প্রথম ৬ ম্যাচের ৫টিতে জিতে গুজরাট দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়। হার্দিকরা জয়ের ধারা বজায় রাখে কলকাতার বিরুদ্ধেও। কেকেআর শুরুটা মন্দ করেনি। তবে খেই হারায় তার পরেই। আপাতত লিগ টেবিলের শেষের সারিতে রয়েছেন শ্রেয়স আইয়াররা। অর্ধেকের বেশি লিগ অভিযান শেষ কলকাতার। আপাতত তাদের সংগ্রহে রয়েছে মোটে ৬ পয়েন্ট। গুজরাটকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান বদল করার সুযোগ ছিল কলকাতার। তবে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় শ্রেয়স আইয়ারদের।

23 Apr 2022, 08:00 PM IST

ম্যাচের সেরা রশিদ

৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রশিদ খান। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেও ম্যান অফ দ্য ম্যাচ হওয়া হল না হার্দিকের।

23 Apr 2022, 07:38 PM IST

টানা চার ম্যাচে হার কলকাতার

চলতি আইপিএলের ৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা এই নিয়ে ৫টি ম্যাচে পরাজিত হয়। উল্লেখযোগ্য বিষয় হল, টানা ৪টি ম্যাচে হারের মুখ দেখে কেকেআর। দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের পরে এবার গুজরাট টাইটানসের কাছে মাথা নোয়ায় কলকাতা।

23 Apr 2022, 07:32 PM IST

৮ রানে জয় গুজরাটের

শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল কেকেআরের। তবে তারা ৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারতে হয় কেকেআরকে। গুজরাটের ৯ উইকেটে ১৫৬ রানের জবাবে কলকাতা আটকে যায় ৮ উইকেটে ১৪৮ রানে।

23 Apr 2022, 07:27 PM IST

রাসেল আউট

শেষ ওভারে আলজারি জোসেফের প্রথম বলে ছক্কা মারেন রাসেল। দ্বিতীয় বলে ফার্গুসনের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন দ্রে রাস। কলকাতা ১৪৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সাউদি।

23 Apr 2022, 07:23 PM IST

৬ বলে কলকাতার দরকার ১৮ রান

১৯ ওভারে কলকাতার স্কোর ৭ উইকেটে ১৩৯ রান। জয়ের জন্য শেষ ৬ বলে নাইট রাইডার্সের প্রয়োজন ১৮ রান। রাসেল ২৩ বলে ৪২ রান করেছেন।

23 Apr 2022, 07:13 PM IST

৩ ওভারে কলকাতার দরকার ৩৭ রান

জয়ের জন্য শেষ ৩ ওভারে কলকাতার দরকার ৩৭ রান। ১৭ ওভারে কেকেআরের স্কোর ৭ উইকেটে ১২০ রান। রাসেল ১৭ বলে ৩১ রান করেছেন। 

23 Apr 2022, 07:01 PM IST

শিবম মাভি আউট

১৫.২ ওভারে রশিদ খানের বলে বোল্ড হন শিবম মাভি। ৪ বলে ২ রান করেন মাভি। কলকাতা ১০৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ১১২/৭। জয়ের জন্য ৪ ওভারে ৪৫ রান দরকার কেকেআরের। রশিদ খান ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

23 Apr 2022, 06:59 PM IST

৫ ওভারে কলকাতার দরকার ৫০ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ৫০ রান। কেকেআর ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৩ রান করেছেন আন্দ্রে রাসেল।

23 Apr 2022, 06:52 PM IST

বেঙ্কটেশ আউট

১৩.২ ওভারে রশিদ খানের বলে বাউন্ডারি লাইনে অভিনব মনোহরের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করেন তিনি। কলকাতা ৯৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম মাভি। বেঙ্কটেশকে ফিরিয়ে আইপিএলে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রশিদ।

23 Apr 2022, 06:40 PM IST

কলকাতার পঞ্চম উইকেটের পতন

৩৫ রান করে সাজঘরে ফিরলেন রিঙ্কু সিং। ১২.১ ওভারে যশ দয়ালের বলে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়েন রিঙ্কু। কলকাতা ৭৯ রানে ৫ উইকেট হারায়। মাঠে নামেন আন্দ্রে রাসেল। ক্রিজে এসেই নো বলে আউট হয়ে বেঁচে যান রাসেল। সেই ওভারেই ১টি চার ও ২টি ছক্কা মারেন দ্রে রাস। ১৩ ওভারে কলকাতার স্কোর ৯৮/৫। ওভারে মোট ১৯ রান ওঠে। রাসেল ৫ বলে ১৬ রান করেছেন।

23 Apr 2022, 06:39 PM IST

কলকাতা ১২ ওভারে স্কোর ৭৯/৪

১২ ওভারে কলকাতার স্কোর ৭৯/৪। ২৭ বলে ৩৫ রান করে ক্রিজে রয়েছেন রিঙ্কু সিং। ১৬ রানে ব্যাটিং করছেন বেঙ্কটেশ আইয়ার।

23 Apr 2022, 06:27 PM IST

কলকাতা ৯ ওভারে স্কোর ৫৭/৪

নাইটদের হয়ে লড়াই চালাচ্ছেন রিঙ্কু সিং ও বেঙ্কটেশ আইয়ার। ৬৬ বলে KKR কে করতে হবে ১০০ রান।

23 Apr 2022, 06:21 PM IST

৮ ওভারে KKR এর স্কোর ৫০/৪

এ দিনের ম্যাচ জিততে হলে শেষ ১২ ওভারে ১০৭ রান তুলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তাদের হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট। 

23 Apr 2022, 06:10 PM IST

চতুর্থ উইকেটের পতন

কলকাতা নাইট রাইডার্স ৩৪ রানে চার উইকেট হারাল। ১২ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। যশ দয়ালের বলে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে আউট হন নাইট ক্যাপ্টেন। 

23 Apr 2022, 06:09 PM IST

শেষ হল পাওয়ার প্লে

৬ ওভার শেষ কলকাতার স্কোর ৩৪/৩ রান।  ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম পাওয়ার প্লে নিজেদের দখলে রেখে গুরাট টাইটানস। প্রথম পাওয়ার প্লেতে বেশি রান খরচ না করে তিন উইকেট তুলে নিয়েছে তারা। 

23 Apr 2022, 06:00 PM IST

আউট হলেন নীতিশ রানা

লকি ফার্গুসনের বলে ব্যাক্তিগত ২ রান করে সাজঘরে ফেরেন নীতিশ রানা। দলের ১৬ রানের মধ্যেই ৩ উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। মাঠে নামেন রিঙ্কু সিং।

23 Apr 2022, 05:47 PM IST

কলকাতার দ্বিতীয় উইকেটের পতন

নাইটদের দ্বিতীয় উইকেট শিকার করলেন মহম্মদ শামি। সুনীল নারিনকে ব্যাক্তিগত পাঁচ  রানে সাজঘরে ফেরালেন শামি। ২.২ ওভারে KKR-এর স্কোর ১০/২ রান। ব্যাট করতে নেমেছেন নীতিশ রানা। 

23 Apr 2022, 05:39 PM IST

KKR-এর প্রথম উইকেটের পতন

মহম্মদ শামির বলে ঋদ্ধিমান সাহার বলে আউট হন স্যাম বিলিংস।  প্রথম ওভার শেষে KKR-এর স্কোর ৫/১ রান।  স্যাম বিলিংস ব্যাক্তিগত চার রান করে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

23 Apr 2022, 05:37 PM IST

কলকাতার রান তাড়া করা শুরু

কলকাতার হয়ে ওপেন করতে নামেন স্যাম বিলিংস ও সুনীল নারিন। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি।

23 Apr 2022, 05:24 PM IST

গুজরাট টাইটানস ২০ ওভারে ১৫৬/৯

গুজরাত টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ১৫৭ রান।

23 Apr 2022, 05:23 PM IST

শেষ ওভারে ৪ উইকেট রাসেলের

১৯.৬ ওভারে রাসেলের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজধরে ফেরেন যশ দয়াল। শেষ ওভারে ৪ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। ১ বল খেলে খাতা খুলতে পারেননি যশ। রাসেল ১ ওভারে ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। শিবম মাভি ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

23 Apr 2022, 05:19 PM IST

তেওয়াটি আউট

১৯.৫ ওভারে রাসেলের বলে রিঙ্কুর হাতেই ধরা পড়েন রাহুল তেওয়াটিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। রিঙ্কু সিং শেষ ওভারে ৩টি ক্যাচ ধরেন। গুজরাট ১৫৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান যশ দয়াল।

23 Apr 2022, 05:16 PM IST

ফার্গুসন আউট

অভিনবর উইকেট তোলার ঠিক পরের বলেই রাসেল আউট করেন সদ্য ক্রিজে আসা লকি ফার্গুসনকে। ২ বলে ২টি উইকেট নেন রাসেল। নিজের প্রথম বলেই রিঙ্কুর হাতে ধরা পড়ে যান লকি। ১৫১ রানে ৭ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান আলজারি জোসেফ।

23 Apr 2022, 05:15 PM IST

অভিনব আউট

ইনিংসের একেবারে শেষ ওভারে প্রথমবার বল করতে আসেন আন্দ্রে রাসেল। তিনি প্রথম বলেই আউট করেন অভিনব মনোহরকে। ৪ বলে ২ রান করে রিঙ্কার হাতে ধরা পড়েন অভিনব। ১৫১ রানে ৬ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান লকি ফার্গুসন।

23 Apr 2022, 05:13 PM IST

১৫০ টাপকাল গুজরাট

১৯ ওভার শেষ গুজরাট টাইটানস ৫ উইকেটের বিনিময়ে ১৫১ রান তুলেছে।

23 Apr 2022, 05:05 PM IST

রশিদ খান আউট

১৭.৫ ওভারে সাউদির বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন রশিদ খান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি রশিদ। ১৪০ রানে ৫ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিনব মনোহর। সাউদি ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।

23 Apr 2022, 05:03 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১৭.২ ওভারে টিম সাউদির বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৭ রান করে মাঠ ছাড়েন হার্দিক। গুজরাট ১৩৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ খান।

23 Apr 2022, 04:56 PM IST

ডেভেড মিলার আউট

১৬.২ ওভারে শিবম মাভির বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন ডেভিড মিলার। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন তিনি। গুজরাট ১৩৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রাহুল তেওয়াটিয়া। ১৭ ওভারে টাইটানসের স্কোর ১৩৭/৩। ৬৭ রানে ব্যাট করছেন হার্দিক।

23 Apr 2022, 04:49 PM IST

১৫ ওভারে গুজরাট টাইটানস ১২৭/২

১৫ ওভার শেষে গুজরাট টাইটানস ২ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করেছে। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৩ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৫ রান করেছেন ডেভিড মিলার।

23 Apr 2022, 04:36 PM IST

১০০ টপকাল গুজরাট

১৩ ওভারে গুজরাট টাইটানস ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে। হার্দিক পান্ডিয়া ৫৫ ও ডেভিড মিলার ১০ রান করেছেন।

23 Apr 2022, 04:30 PM IST

হাফ-সেঞ্চুরি হার্দিকের

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। ১২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ৯৬ রান। পান্ডিয়া ৫১ ও ডেভিড মিলার ৯ রানে ব্যাট করছেন।

23 Apr 2022, 04:25 PM IST

ঋদ্ধিমান আউট

১০.৩ ওভারে উমেশ যাদবের বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন তিনি। গুজরাট ৮৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ১১ ওভারে গুজরাটের স্কোর ৮৬/২। হার্দির ৪৯ রানে ব্যাট করছেন।

23 Apr 2022, 04:23 PM IST

১০ ওভারে গুজরাট ৭৮/১

১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলেছে। হার্দিক পান্ডিয়া ৪৬ ও ঋদ্ধিমান সাহা ২১ রানে ব্যাট করছেন।

23 Apr 2022, 04:09 PM IST

৭ ওভারে গুজরাট ৬১/১

৭ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৬১ রান। শিবম মাভির ওভারে ১টি ছক্কা ও ১টি চার মারেন হার্দিক। তিনি ২৩ বলে ৩৪ রান করেছেন। সাহা ব্যাট করছেন ১৬ রানে।

23 Apr 2022, 04:00 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাট ৪৮/১

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান সংগ্রহ করেছে। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ২২ রান করেছেন। ঋদ্ধিমান সাহা ১৩ বলে ১৬ রান করেছেন।

23 Apr 2022, 03:56 PM IST

৫ ওভারে গুজরাট ৪৪/১

৫ ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ৪৪ রান সংগ্রহ করেছে। হার্দিক ১৪ বলে ২০ রান করেছেন। ১১ বলে ১৪ রান করেছেন ঋদ্ধিমান সাহা।

23 Apr 2022, 03:50 PM IST

উমেশের ওভারে চার-ছক্কা ঋদ্ধির

তৃতীয় ওভারে উমেশ যাদবের শেষ ২টি বলে ১টি ছয় ও ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ১২ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ৩১/১। ঋদ্ধি ৭ বলে ১১ রান করেছেন। হার্দিক ৬ বলে ১১ রান করে ব্যাট করছেন।

23 Apr 2022, 03:39 PM IST

গিল আউট

টিম সাউদিকে প্রথম একাদশে ফেরানোর সিদ্ধান্ত যে ভুল নয়, কেকেআর সেটা বুঝে গেল ম্যাচের শুরুতেই। দ্বিতীয় ওভারে প্রথমবার আক্রমণে আসেন সাউদি। প্রথম বলেই তিনি আউট করেন শুভমন গিলকে। ১.১ ওভারে সাউদির বলে বিলিংসের দস্তানায় ধরা পড়েন গিল। ৫ বলে ৭ রান করেন তিনি। গুজরাট ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। তিনি সেই ওভারে ২টি বাউন্ডারি মারেন। ২ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান।

23 Apr 2022, 03:31 PM IST

ম্যাচ শুরু

গুজরাটের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। কলকাতার হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন গিল।

23 Apr 2022, 03:19 PM IST

গুজরাটের প্রথম একাদশ

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, যশ দয়াল ও মহম্মদ শামি।

23 Apr 2022, 03:15 PM IST

কলকাতার প্রথম একাদশ

বেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটকিপার), রিঙ্কু সিং, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী ও শিবম মাভি।

23 Apr 2022, 03:12 PM IST

শিকে ছিঁড়ল রিঙ্কুর ভাগ্যে

অবশেষে মাঠে নামার সুযোগ পেলেন রিঙ্কু সিং। কলকাতা তাদের প্রথম একাদশে একসঙ্গে তিনটি বদল করে। রিঙ্কু ছাড়াও দলে ফিরলেন টিম সাউদি ও স্যাম বিলিং। প্রথম একাদশের বাইরে চলে গেলেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স ও শেলডন জ্যাকসন। অন্যদিকে গুজরাট দলে পান্ডিয়াকে জায়গা ছেড়ে দেন বিজয় শঙ্কর।

23 Apr 2022, 03:02 PM IST

টস জিতল গুজরাট

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে টাইটানস দলনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে রান তাড়া করবে কেকেআর।

23 Apr 2022, 02:27 PM IST

গুজরাট টাইটানসের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে পরাজিত করে।
২. দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দেয়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
৪. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৫. রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে পরাজিত করে।
৬. চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে দেয়।

23 Apr 2022, 02:27 PM IST

কেকেআরের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৭. রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে যায়।

Latest News

ভারতকে 'জেনোফোবিক' আখ্যা দিয়ে 'চরম অপমান' বাইডেনের, সাফাইতে হোয়াইট হাউজ বলল... কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল হাঁসফাঁস গরমে আরও উষ্ণতা বাড়ালেন তৃপ্তি, থাই-স্লিট ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল স্যানিটারি প্যাড আসলে বানানো হয়েছিল পুরুষের জন্যই! কী করতেন তাঁরা ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল মথুরাপুর, ভেঙে পড়ল একাধিক বাড়ি, ঘটনাস্থলে বিধায়ক ৫ ডিগ্রি নামবে কলকাতার পারদ! দক্ষিণবঙ্গে এবার লাগাতার বৃষ্টির পূর্বাভাস

Latest IPL News

কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা ICC-র নিয়মে যে কত বড় ফাঁক আছে, চোখে আঙুল দিয়ে দেখাল IPL-র DRS! হতে পারত বিতর্ক ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.