KKR vs GT: শেষ ২ ওভারে ৪৫ রান হজম- এবার রিঙ্কু বাঁচালেও এই ৪ কারণে IPL-এ লাস্ট হতে পারে KKR
Updated: 10 Apr 2023, 10:47 AM ISTKKR vs GT: গুজরাট টাইটানসের বিরুদ্ধে একাহাতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাঁচিয়ে নিয়েছেন রিঙ্কু সিং। তবে তাতে ঢাকা পড়ছে না কেকেআরের একাধিক খামতি। যা এবারের আইপিএলে কেকেআরের জন্য বিপদ ডেকে আনতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি