পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। কেএল রাহুলদের দেওয়া ১৬০ রানের লক্ষ্যমাত্রা ৩ বল বাকি থাকতেই তুলে দেয় পঞ্জাব। ৫টি ম্যাচের মধ্যে ৩টি জয় পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ম্যাচ হারার পর বিতর্কিত মন্তব্য করলেন লখনউর ফিল্ডিং কোচ জন্টি রোডস। তিনি জানান, কেএল রাহুল কোনও দিনই সেই ভাবে অধিনায়কত্বের জন্য চাপে পড়েনি।
আইপিএলের এই মরশুমে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান করেছেন কেএল রাহুল। সেই ম্যাচে বড় রান করার পরও ম্যাচ হারে তাঁর দল। রাহুলের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। উল্লেখ্য, এর আগেও পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন কেএল। সেই দলেরও সদস্য ছিলেন জন্টি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে জন্টি রোডস বলেন, 'অধিনায়ক এমন একজন হওয়া উচিত, যে সব সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে। রাহুল আইপিএলের সব মরশুম জুড়েই বেশ ভালো ব্যাট করেছে। দুর্দান্ত ব্যাটার ও। কিন্তু অধিনায়কত্ব নিয়ে কখনও নিজেকে চাপের মধ্যে রাখেনি লোকেশ। এর আগেও অনেক কিংবদন্তি ব্যাটারকে এই দায়িত্ব দেওয়া হলেও অনেক সময় তারা সঠিকভাবে পালন করতে পারেনি।'
জন্টি রোডস লোকেশ রাহুলের অধিনায়কত্বের বিষয়ে মন্তব্য করলেও তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, 'যখন একজন অধিনায়ক ভালো রান করে, তখন তাঁর সতীর্থ ক্রিকেটারদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে। আমরা সব সময় বিশ্বাস করেছি যে একটি ভালো ম্যাচ রাহুলকে রানের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারে। নেটেও অসাধারণ প্র্যাকটিস করেছে। ও এমন একজন ব্যাটার, যাকে নিয়ে চিন্তা করতে হয় না। রাহুল যেভাবে ব্যাট করল তা সন্তোষজনক। কিন্তু ও আরও ভালো ব্যাট করতে পারত।'
পঞ্জাবের বিরুদ্ধে যখন অন্যান্য ক্রিকেটাররা দাগ কাটতে ব্যর্থ হন, সেই সময় অধিনায়ক কেএল রাহুল ১৯ ওভার পর্যন্ত ব্যাট করে ৫৬ বলে ৭৪ রান করেন। তিনি সংগ্রহ করেন ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। কিন্তু তাঁর এই ব্যাটের লড়াই কাজে আসিনি। ম্যাচ হাতছাড়া করতে হয়েছে লখনউকে। পঞ্জাবের শাহরুখ খান ১০ বলে ২৩ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেন পঞ্জাবকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।