শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় 'ডাবল হেডারে' লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানসের। ম্যাচে টানটান উত্তেজনার সাক্ষী থাকল দর্শকরা। লো স্কোরিং ম্যাচে গুজরাট হারিয়ে দিল লখনউকে। চলতি আইপিএলে গুজরাট সর্বনিম্ন স্কোরকে ডিফেন্ড করারও নজির গড়ে ফেলল। ১৩৫ রান করার পরেও তারা জয় ছিনিয়ে নিল। আর ম্যাচ শেষে সেই আক্ষেপ ধরা পড়ল লখনউ অধিনায়ক কেএল রাহুলের গলাতে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘আমি জানি না এটা কীভাবে ঘটেছে বা ঘটল। তবে এটা বাস্তবে যে ঘটেছে সেটা তো সত্যি।’
প্রসঙ্গত আজকের ম্যাচের আগে এই আইপিএলে সর্বনিম্ন স্কোর করে ডিফেন্ড করার কৃতিত্ব দেখিয়েছিল কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস। তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করেছিল ১৫৪ রান। যা তাড়া করতে গিয়ে ১৪৪ রানেই আটকে গিয়েছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এবার যেন পট পরিবর্তন হয়ে গেল সম্পূর্ণ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই এবার এই নজির গড়ে ফেলল গুজরাট টাইটানস দল। হার্দিক পান্ডিয়ার দল এই কৃতিত্ব অর্জন করে তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়ার দলের বিরুদ্ধে।
ম্যাচ শেষে এদিন রীতিমতো হতাশ দেখাচ্ছিল কেএল রাহুলকে। সেই হতাশা ধরা পড়ে যায় তাঁর গলাতেও। তিনি বলেন, ‘আমি জানি না এটা কী করে ঘটল (ম্যাচে হার প্রসঙ্গে)। তবে এটা সত্যিই ঘটেছে। আমি ওইভাবে আঙুল দেখিয়ে সত্যিই বলতে পারব না যে এই জায়গায় আমাদের ভুল ছিল। তবে এটা তো বলতেই হবে যে এই কারণেই আজ আমরা দুই পয়েন্ট হারালাম। আর এটাই ক্রিকেট। আমি এটা বলব যে, বল হাতে আজকে আমরা দুর্দান্ত ছিলাম। এটাও মনে করি ১৩৫ রান এই উইকেটে অন্ততপক্ষে ১০ রান কম ছিল। ওদের বোলিং দুর্দান্ত হয়েছে। আমরা ব্যাট হাতে ভালো শুরু করেছিলাম।।’
লোকেশ আরও যোগ করেন, 'তবে এমন ঘটনা খেলাতে ঘটে। আমাদেরকে সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। এখনও লম্বা পথ বাকি রয়েছে। সাত ম্যাচে আমাদের কাছে আট পয়েন্ট রয়েছে। তবে আজকের ফলাফলে ঠিক উল্টো দিকে ছিলাম আমরা। বলা ভালো একেবারে ভুল দিকে ছিলাম আমরা। ম্যাচে আমরা অনেকটাই এগিয়ে ছিলাম। আমি যে ইনিংসে খুব গভীর পর্যন্ত ব্যাট করতে চাইছিলাম এমনটাও নয়। তবে নিজের শট খেলতে চেয়েছি সবসময়। ওই ২-৩ ওভার পিরিয়ডে ওরা (গুজরাট) ভালো বল করেছে। নূর এবং জয়ন্ত ভালো বোলিং করেছে। ওদের বিরুদ্ধে হয়ত আমরা আরো একটু ঝুঁকি নিয়ে খেলতে পারতাম। আমি মনে করি এখানেই আমরা কয়েকটি বাউন্ডারি মারা থেকে বঞ্চিত হয়েছি। ফলে শেষ ৩-৪ ওভারে আমরা চাপে পড়ে যাই। ওই সময়ের আগে পর্যন্ত আমরা ভালোই খেলেছি। তবে ওরা ভালো বল করেছে এটা মানতেই হবে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।