IPL 2023: কারও ডুবেছিল কেরিয়ার, কারও জুটেছিল 'বুড়ো' তকমা- এবার IPL-এ কামব্যাক কাদের?
Updated: 22 Apr 2023, 02:03 PM ISTক্রিকেট এমনই একটা খেলা, যেখানে ফর্ম অস্থায়ী। কিন্তু অফ ফর্ম কাটিয়ে ফিরে আসতেও সময় লাগে না। কোনও ক্রিকেটার খারাপ প্রদর্শন করলেও তাঁর দক্ষতা থাকলে ঠিক ফিরে আসা সম্ভব হয়। বিশ্ব ক্রিকেটে এই রকম উদাহরণ প্রচুর রয়েছে। এই বছর আইপিএলেও অনেক ক্রিকেটার সবাইকে চমকে দিয়ে নিজেদের পুরনো ফর্মে ফিরে এসেছেন।
পরবর্তী ফটো গ্যালারি